বিবেক পোড়া মাটির ঘরে
লোভের সিঁদুর মেঘ,
সুতোয় বেধে পুতুল নাচায়,
সব ধরেছে ভেক্।
বকধার্মিক সারস সেজে
ধরতে বসে মাছ;
ধরবে সে যে প্রজাপতি
করছে কি কেউ আঁচ?
হায়নাগুলো দল বেধে সব
ফুলের বনে ঢোকে।
পায়রাগুলোর রক্ত চোষে
মাটির চিনে জোঁকে!
শকুন খোঁজে মরা গরু
এই আকালের দিনে।
কপাল যাদের পুড়েই গেছে
খাচ্ছে মরা কিনে!
হুতুম পেঁচা বলছে চেঁচা
রাত্রি হল ঢের।
আসছে ধেয়ে অমাবস্যা
এক্ষুণি সব ফের।
কাকগুলো সব জটলা করে
শোকের মিছিল করে।
পেঁচা গুলো ডেকে ডেকে
সব গিয়েছে মরে!!
মন্তব্য
চমৎকার লিখেছেন নির্বাক
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
অসংখ্য ধন্যবাদ কীর্তি !
_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!
বাহ্, আসলেই চমৎকার লিখেছেন। ভাল লাগল।
A question that sometimes drives me hazy: am I or are the others crazy?
প্রহরী ভাই ধন্যবাদ জানাই!
_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!
মন্তব্য নিষ্প্রয়োজন।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
পলাশ দা, এই অল্প কয়দিনে যা বুঝেছি তা হল আপনার একখান মন্তব্য পাওয়া অতীব ভাগ্যের ব্যাপার
_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!
চমত্ কার
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ধন্যবাদ আলবাব ভাই!
_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!
নির্বাক, দুর্দান্ত লিখেছেন ! নিয়মিত লিখুন
গুরু আপনের প্রশনংসায় কিন্চিত লইজ্জা পাইলাম
_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!
বস, সেই রকম হইছে!
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
আপনিওতো লিখেন সেইরকম, ঐরকম হইতে পারলাম কই
_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!
সুন্দর সুন্দর উপমা দেয়াতে কবিতাটা একটা অন্যরকম মাত্রা পেয়েছে-এটা বেশি ভাল লেগেছে আমার। আর ছন্দমিলটাও ভালো হয়েছে। শুভ কামনা আপনার জন্য।
ব্যক্ত হোক তোমা-মাঝে অনন্তের অক্লান্ত বিস্ময়
(রবীন্দ্রনাথ ঠাকুর )
আপনার কবিতার মত মাত্রাছাড়া মাত্রা যে পায়্নাই সেটা আমি নিশ্চিত , আপনার লেখাগুলি একেবারেই অন্যরকম ।
_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!
আপনি তো নির্বাক নন, সবাক!
হা হা হা, ধন্যবাদ প্রেমিক ! আমি আসলে নির্বাকই - মুখে যা বলা হয়না তাই লেখার চেষ্টা করি।
_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!
নতুন মন্তব্য করুন