*শর্ত প্রযোজ্য

নির্বাক এর ছবি
লিখেছেন নির্বাক [অতিথি] (তারিখ: মঙ্গল, ২৩/১২/২০০৮ - ১:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমাদের দেশের মত কথা সর্বস্ব নির্বাচন আর কোন দেশে হয় কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। নেতানেত্রীদের বক্তৃতায় কথার ফুলঝুরি, কিভাবে এতসব কাজ করবেন তার কোন বালাই নাই। নির্বাচনী ইশতেহারে যা লেখা হয় তা কয়জন পড়েন আর যারা পড়েন তাদের কয়জন বিশ্বাস করেন সেটাও আরেক বিবেচনার বিষয়। দেয়ালে পোস্টার সাটানো যাবেনা বলে রাজনৈতিক দলগুলো এবার পোস্টারের শামিয়ানা টানিয়েছে রাস্তায় রাস্তায়। রাজনৈতিক বাণিজ্যের বিজ্ঞাপনের মহামারী চলছে বলা যায়। যাইহোক এইসব পোস্টার দেখতে দেখতে মাথায় একখানা অনুর্বর চিন্তা উঁকি দিল – পণ্যের বিজ্ঞাপনে যেমন নানারকম প্রলোভন দেবার পর ছোট্ট করে “শর্ত প্রযোজ্য” লিখে দেয়া থাকে তেমনি করে নির্বাচন কমিশনও যদি প্রত্যেকটি পোস্টারে বাধ্যতামূলকভাবে কিছু শর্ত লিখে দেবার বিধান করে দেয়, কেমন হয়? ধরাযাক কোন একটি পোস্টারে লেখা আছে “অমুক ভাই কে ভোট দিন” তার পাশেই স্টার (*) দিয়ে লেখা থাকবে “শর্ত প্রযোজ্য”। শর্তগুলো নিচের মত হতে পারে –

বল্টু ভাই কে ভোট দিন।*শর্ত প্রযোজ্য

* যদি তিনি সন্ত্রাসী বা তার প্রশ্রয়দাতা না হন
* যদি তিনি ঋণ খেলাপী বা বিল খেলাপী না হন
* যদি তিনি ঘুষখোর বা দূর্নীতিবাজ না হন
* যদি তিনি পূর্বের নির্বাচনী প্রতিজ্ঞা ভঙ্গ করে না থাকেন
* যদি তিনি সৎ, সত্যবাদী ও প্রকৃত দেশপ্রেমিক হয়ে থাকেন
ইত্যাদি।

এতে কাজ কি হবে না হবে সে বিষয়ে আমার নিজেরও যথেষ্ট সন্দেহ আছে। তবু চিন্তা যখন মাথায় আসলই ভাবলাম সচলায়তনে ব্যাপারটা শেয়ার করি হাসি


মন্তব্য

হিমু এর ছবি

আসলে আমাদের রাজনীতিবিদদের শুদ্ধিকরণ একবারে সম্ভব নয়। আমার মতে তাদের শাসনামলে দুর্নীতির একটি পীক-আওয়ার এবং অফ-পীক আওয়ার বেঁধে দেয়া দরকার। পীক-আওয়ারে দুর্নীতি করলে বাঁচন নাই, আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ঝটপট। আর অফ-পীক আওয়ারে চুরিচামারি করলে আইন তার "নিজস্ব গতিতে" চলবে।


হাঁটুপানির জলদস্যু

ভূঁতের বাচ্চা এর ছবি

হিমু ভাইয়ের মাথায় বুদ্ধি আসলেই গিজগিজ করে !

--------------------------------------------------------

নির্বাক এর ছবি

ভালো বলেছেন হো হো হো
_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

মুস্তাফিজ এর ছবি

হাসি

...........................
Every Picture Tells a Story

ভূঁতের বাচ্চা এর ছবি

লেখাটা ভাল লাগল।
কিন্তু কথা হচ্ছে গিয়ে -

তোরা যে যা বলিস ভাই
আমার দূর্নীতির হরিণ চাই !

যতই লাফালাফি করি এরা শোধরাবার নয়।

--------------------------------------------------------

নির্বাক এর ছবি

হক কথা। কিন্তু শোধরানো না গেলেও কিছুটা দৌড়ের উপর রাখার চেষ্টা করে দেখা যেতে পারে হাসি
_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

অতন্দ্র প্রহরী এর ছবি

"রাস্তায় রাস্তায় পোস্টারের শামিয়ানা"- ভাল বলেছেন। দেখতে দেখতে বিরক্ত হয়ে গেলাম।

আপনার চিন্তাটা অভিনব। তবে দেশের রাজনীতিবিদদের যে অবস্থা, শেষ পর্যন্ত না আবার "ঠগ বাছতে গাঁ উজাড়" হয়ে যায়!

তানভীর এর ছবি

হুমম ভালো চলুক । তবে একটা প্রধান শর্ত বাদ পড়ে গেছে-
* যদি তিনি রাজাকার বা যুদ্ধাপরাধী না হন

* যদি তিনি সৎ, সত্যবাদী ও প্রকৃত দেশপ্রেমিক হয়ে থাকেন

আপনার দেয়া শেষ শর্তটা "সৎ মানুষের দল" হিসেবে এরাই বেশি ব্যবহার করে থাকে চোখ টিপি

শিক্ষানবিস এর ছবি

ভাল ছিল। কিন্তু শেষ শর্তের ব্যাপারে তানভীর ভাইয়ের সাথে একমত। প্রকৃত সততা আর প্রদর্শনের জন্য সততাকে আলাদা করা খুব কঠিন। তাই সৎ, দেশপ্রেমিক এসব স্পেসিফিক গুণের উল্লেখ না করে যুদ্ধাপরাধী, ঘুষখোর, পুকুর চোর এসব উল্লেখ করা ভাল।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

* যদি তিনি পূর্বের নির্বাচনী প্রতিজ্ঞা ভঙ্গ করে না থাকেন
এই শর্তে তো পুরানা সবাই বাদ যাবে..

জামাত যেটা বলে সেটা "সৎ লোকের শাসন"।

অছ্যুৎ বলাই এর ছবি

ইনোভেটিভ আইডিয়া।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

নির্বাক এর ছবি

দেরীতে উত্তর দেবার জন্য ক্ষমা প্রার্থনা করছি। মডারেটররা একটু সদয় হয়ে যদি পোস্টটা সময়মত ছাপেন তো উত্তরগুলোও সময়মত দেয়া যায়।

@ তানভীর, শিক্ষানবিস এবং প্রকৃতিপ্রেমিক –
* যদি তিনি রাজাকার বা যুদ্ধাপরাধী না হন – বিষয়টি মাথায় এসেছিল কিন্তু আমি আসলে ধরে নিতে চাই যে এরা কখনই নির্বাচনে অংশগ্রহন করতে পারবেনা। নির্বাচনে অংশ নিলেই কেবলমাত্র এই শর্ত আরোপের প্রশ্ন ওঠে। তবে এটাও ঠিক এখনের বাস্তবতা ভিন্ন, সুতরাং এব্যাপারে আমিও একমত পোষন করছি।

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

গৌতম এর ছবি

বিজ্ঞাপনে তো শর্ত প্রযোজ্য কথাটিই শুধু লেখা থাকে, কিন্তু শর্তের বিস্তারিত থাকে না। যাতে পরে কোনো ঝামেলা হলে শর্ত বদলে ফেলা যায়।

আপনার আইডিয়াটা ভালো লাগলো। কিন্তু এভাবে শর্ত দিলে আমাদের দেশে একনায়কতন্ত্র চালু করতে হবে। গণতন্ত্র সম্ভব না।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নির্বাক এর ছবি

আরেকটু খোলাসা করলে ভালো হত।
_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

ধুসর গোধূলি এর ছবি

- এই শর্ত প্রযোজ্যের গ্যাড়াকলে পড়ে নির্বাচন কমিশনকে ৩০০ টা আসনের মধ্যে ২৯০ টা আসনেই উপনির্বাচন আয়োজন করতে হবে অনতিবিলম্বে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।