আমার হাবিজাবি সিরিজের
প্রথম হাবিজাবি ছবি নিয়া হিজিবিজি
এরপর
আবারো হাবিজাবি ছবি নিয়া হিজিবিজি
এবারো হাবিজাবি ছবি নিয়া হিজিবিজি....
স্মৃতি ব্যাপারটা কেমন যেন। মানুষ কে হাসায়, কাঁদায় আবার ভাবায়। অদ্ভুত জিনিস হচ্ছে, সুখের স্মৃতির চেয়ে দুঃখের স্মৃতি, হারাবার স্মৃতি, হারানো দিনের স্মৃতি বোধ হয় মানুষের বেশি মনে পরে, ছেলেটির তাই ধারনা । ভাবে, যদি এমন হত কোনো একটা উপায়ে শিফট + ডিলিট চেপে কিছু কিছু স্মৃতি একেবারে মেমোরি থেকে আউট করে দিত। কিংবা, একটা সুইচ থাকত যাতে ভাবনা গুলোকে অন অফ করা যেত। কিন্তু বাস্তব যে একেবারেই আলাদা। তাই স্মৃতি যখন মাথার ভেতর খুব বেশি কুটকুট করে,মাথা না চুলকিয়ে উপায় তো নেই। কি মুশকিল। ছেলেটি বিড়বিড় করে কবিতার লাইন
“স্মৃতি ছাড়া কোনো নোটবুক নাই, টুকে রাখি কোথাও
ভাঙ্গা স্মৃতির ধুলি জঞ্জাল,বুক ভরে ছিল এতকাল
কোথা লিখে রাখি এত প্রিয় নাম
যার পাশাপাশি আমিও ছিলাম”
#১
ছেলেটি স্মৃতির পাতা উল্টিয়ে জাবর কাটতে থাকে। একেকটি ঘটনা যেন চোখের সামনে ভেসে উঠে। খুব মনে পরে যখন সে ছিল একটা শুকনো ঝরে যাওয়া অথচ ভীষনরকম স্বপ্নীল এই ফুল এর মতই।
#২
যে অনেক মানুষের ভিড়ে থেকেও একাকী। চাইত কারোর বাড়ানো হাত একটু ছুঁয়ে দিক। তার আঙ্গুল নুয়ে এসে স্পর্শ করুক। একটা আকাঙ্খা, অনেক আবেগ, অনেক খানি চাওয়া। কিন্তু পেল কই।
মাঝে মাঝে ভীষন এলেমেলো লাগতো। তবে কি তাকে শুধু প্রতিক্ষায় থাকতে হবে...অপেক্ষা নয়, প্রতিক্ষা...অপেক্ষা তো একটি আটপৌরে, ব্যাঞ্জনাবিহীন, একটি দরকারি শব্দ...সে না হয় প্রতিক্ষাই করবে। প্রতিক্ষা শব্দটি তার জন্যই থাক
#৩
ক্লান্তি তো লাগতই। ভাবে সে ঘুরে দাঁড়াবে। দূরে থাকা নয়, আকাঙ্ক্ষা নয়; চাই আপন অনুভূতি। তাকিয়ে থাকা নয়, পথ আগলে দাঁড়ানো নয়; চাই ফলাফল, চাই বিস্বাস।
#৪
কিন্তু মানুষের সব আশা যে পূরন হবার নয়। সে থেকে যায় দৃস্টির আড়ালে। চারপাশের স্বপ্নেরা কেমন কালচে হয়ে যায়।
#৫
সে সময়েও মাঝে মাঝে কিছু ভালো লাগার মূহুর্ত হুট করে হাজির হয়। ছেলেটির কিছু সুন্দর সময়।
#৬
তবু কিছু কথা আছে যার মানে, বুঝেনি ছেলেটি এখনো,তবু সন্ধানে
#৭
সময় যে থেমে থাকে না, স্বপ্নের রঙ বিবর্ন হতে শুরু করে। যদিও সে আগের ঠিকানাতেই প্রতিক্ষায় থাকে...
#৮
স্বপ্ন রোগীর রঙ কি আর আসলে বদলায় এত সহজে...না মনে হয়...সে স্বপ্নেই বিভর থাকে...অথচ সংগ্রাম থাকে অব্যাহত
#৯
চলন্ত সময়ের ঘুর্নিপাকে এ সতেজ অগ্নিতেজেই বিবর্ন বিবেক ছিদ্র হয়। ভাবনার দেহে রক্তক্ষরন হয়, ভয় হয়,প্রতিটি প্রহর কাটে নিরব বিদ্রোহে।
হঠাৎ একদিন ছুটে চলে অজানা গন্তব্যে...
#১০
ঠিক এই পর্যন্ত পাতা উল্টিয়ে ছেলেটি অবাক হয়ে খেয়াল করে সেই স্মৃতির নোটবুকটায় যে বিশাল শুন্যতা। পাতাগুলো একেবারে খালি। তাহলে বাকি স্মৃতি গেল কোথায় ?
#১১
এটা স্মৃতির খামখেয়ালি নয় তো?
কি জানি, হবে হয়ত...স্মৃতির লৌহ কপাটে আহত হয়ে হারিয়ে যায় শব্দের শরীরেরা...
* ৪ নাম্বার ছবিটা নোকিয়া ৫৬১০ মোবাইল ক্যামেরা দিয়ে তোলা
* ২, ৫, ৮ নাম্বারগুলো নাইকন ডি ৮০দিয়ে তোলা ( সু ভাইয়ার ক্যামেরা)
* বাকিসব আমার আগের পুরনো পয়েন্ট এন্ড শুট দিয়ে তোলা
মন্তব্য
একটা দীর্ঘশ্বাস ও পাঁচটা তারা দিয়ে গেলাম।
না না, দীর্ঘশ্বাস না। আমার মানুষের হাসিমুখ দেখতে ভাল লাগে। দীর্ঘশ্বাস না। হাসেন।
অনেক ধন্যবাদ।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
আবারো, তোমার হাতে জাদু আছে (এটা আমার মৌলিক ডায়লগ না, বিজ্ঞাপন থেকে মারা)
**************************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
হোক না বিজ্ঞাপন এর কথা, কিন্তু আমি তো শুনলাম আপনার কাছ থেকে।
তাই অনেক অনেক ধন্যবাদ তানবীরা আপু ।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
৭, ১০, আর স্টিল লাইফের দুটো ছবি বেশী ভালো লেগেছে। চালিয়ে যান আপনার ছবি ব্লগ। প্রোফাইলের ছবি দেখে এখন চিনতে পারছি আপনাকে।
নিশ্চয়ই চালিয়ে যাব। আপনাদের সবার সাড়া পেয়ে খুব ভালো লাগছে।
কৃওজ্ঞতা জানাই, পিপিদা ।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
ল্যাপীর সামনে ছিলাম না তাই ফাস্ট হওয়া গেল না এইবার
ছবি নিয়ে আর কিছু না বলি ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
হেহে, পরের বার হইবেন ফাস্ট।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
ডায়েরিতে হাতের লেখা কি আপনার? আপনে ভাই আর কোন কোন দিক দিয়ে অ(অসাধারন অর্থে)মানুষ তার লিস্টিটা দরকার তাইলে
গোল্ডলীফের বদলে বাঙলা ফাইভ হইলে স্মৃতিটা জম্পেশ হইতো। ৯ নাম্বারটা বেশ!
_________________
ঝাউবনে লুকোনো যায় না
হেহে। হ, ওই হাতের লেখা এই অধমের। আমি যদি অমানুষ হই তাইলে আপনেরা তো একেকজন অ(অসাধারন অর্থে)মানুষ টু দি পাওয়ার ১, ২, ৩....অনেক।
আর গোল্ডলীফ আমার ব্র্যান্ড। এইডা ছাড়া আমার চলেই না। তাই, এইডাই রাখসি।
আপ্নেরে অনেক ধন্যবাদ।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
দারুনসব ছবি তোলেন আপনি। খুব ভাল লাগল।
--------------------------------------------------------
--------------------------------------------------------
ধন্যবাদ আপনাকে।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
দুর্দান্ত
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
ধন্যবাদ।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
ফাটাফাটি ছবি সব!
ধন্যবাদ।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
সেইরকম ছবি আর সম্পাদনা ... ফুটুরে ঈর্ষা ...
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
ঈর্ষা করায় আমি ধন্য।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
আপ্নারে সত্যি সত্যি আমার বিয়ার ফটোগ্রাফারের দায়িত্ব দিলাম
---------------------------------------------------------------------------
একা একা লাগে
---------------------------------------------------------------------------
একা একা লাগে
হ, এহন আপ্নে তাড়াতাড়ি কইরা ফালান....আমি আর আমার ক্যারেমা এক্কেরে রেডি। খালি আওয়াজ দিয়েন, বান্দা হাজির হইয়া যাইব। তয় এক খান কথা...আওয়াজ মানে আপ্নের পাত্রি দেখতে যাওয়ার পর যেই আওয়াজ এর কথা কইসিলেন হেইডা না কিন্তু, এমনি আমারে কইলেই হইব।
ধন্যবাদ আপ্নেরে।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
পুরাই অমানুষ!
নাহ, তোমার মত অমানুষ হইতে চাই। সেই হিসেবে আমি মানুষ।
অফ টপিক : আইজকা তোমারে মিস করসি।সবাই গেসিলাম তয়, বৃষ্টির লাইগা বেশি সুবিধা করতে পারিনাই। তবুও আড্ডাটা জম্পেশ হইসে।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
এক কথায় অসাধারণ।
ধন্যবাদ।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
কত্ত খারাপ !!!
এইভাবে মনের ঘরে আগুন লাগানটা কি ঠিক?? বেটা বদ কাউয়া।
- অনুপম ত্রিবেদি।
খারাপের দেখসো কি? বদ কাউয়া বইলা কথা, মুহাহাহাহা
মনের ঘর আগুন লাগাইয়া পুরা শিক কাবাব বানাইয়া দিমু
যাউগ গা, তোমারে মন্তব্যের লাইগা ধইন্যা।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
অসাধারণ!!
তবে আরও ভিন্ন ধরনের ছবি দেখতে চাই, চালিয়ে যান!!
ধন্যবাদ মামুন ভাইয়া।
আশা করি পরেরবার একেবারেই অন্যরকম একটা ফটোব্লগ দেখতে পাবেন।ভেবে রেখেছি কি নিয়ে লিখব।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
ভালো লাগলো
...........................
Every Picture Tells a Story
আরে মুস্তাফিজ ভাইয়া....কেমন আছেন?
আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম।
ধন্যবাদ ভাইয়া।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
১ম ও ৩য়, দুটি ছবিই অসাধারন লেগেছে। ৩য় ছবিটার প্রসেসিং, ছবির বিষয় বস্তুর সাথে খুবই মানানসই।
সংসপ্তক
ধন্যবাদ।
৩ নাম্বার ছবিটার প্রসেসিং টা আমারো অনেক ভালো লেগেছিল করার পর, যদিও অনেক কাঠখড় পুড়িয়ে এইরকম বানাতে পেরেছি।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
অসাধারন, অসাধারন, অসাধারন।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ আপু।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
১+৩+৮+১১= নীরবতা+ মুগ্ধতা+ পাঁচাইয়ে চুপচাপ কেটে পড়া...
---------------------------------------------------------------------------
মধ্যরাতের কী-বোর্ড চালক
আর আপনার মন্তব্য পইরা আমার সব দাঁত বাইর করা...
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
আপনি যদি আরো আগে সচলে আসতেন তাহলে আমার আর এসএলআর কেনার দরকার হতো না। পয়েন্ট এন্ড শুটটা দিয়েই চেষ্টা চালিয়ে যেতাম।
সবকয়টিই ভালো লেগেছে। আপনার কম্পোজিশন সেন্সটা খুবই ভালো ।
শুধু পয়েন্ট এন্ড শুট কেন...সব ক্যামেরা দিয়েই চেস্টা চালানো যায়, আমার মনে হয়।আমার এইখানে ৪ নাম্বার ছবিটা কিন্তু মোবাইল ক্যামেরা দিয়ে তোলা, যদিও এটা ৩.২ মেগাপিক্সেল। তবুও বলি, আমার যখন এটাও ছিল না,আমি নরমাল ভিজিএ ক্যামেরা দিয়েও চেস্টা চালিয়ে গেছি।
তবে আমার পরে আসাতে ভালোই হয়েছে এক দিক দিয়ে। আপনার এস এল আর টাও হয়ে গেল। এল এল আর এর দরকার আছে। আমি এস এল আর হাতে পেয়েছি বেশিদিন হয়নি। আগে ওইসব ক্যামেরা দিয়ে অনেক কিছু করার চেস্টা করতাম, পারতাম না...যেটা এস এল আর দিয়ে করা যায় এখন।
আপনার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
আপনার চোখে জাদু আছে... কথা সত্য... পয়েন্ট এন্ড শুট দিয়া এইসব ছবি তোলেন? আপনে আসলেই অমানুষ
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আপনাদের মত আরো অমানুষ হতে চাই। আমি এখনো মানুষ।
অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
১ ও ৬ নং ছবিগুলো মন ভোলানো, সত্যিই অসাধারন...
১ ও ৬ নং ছবিগুলো মন ভোলানো, সত্যিই অসাধারন...
ধন্যবাদ।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
ভাই ঝামেলাতে আছি আপনার ছবিগুলো দেখে মাথা ঠিক নাই ।এত সুন্দর এত সুন্দর সুন্দর ।কি বলবো আর ...........অসাধারণ ক্যাপচার আর ইডিটিং
নতুন মন্তব্য করুন