ছবি নিয়ে কাজ করার ক্ষেত্রে আমার অনেক গুলা সমস্যার মধ্যে একটি হচ্ছে ছবির শিরোনাম কি হবে সেটা ঠিক করতে না পারা। তুল্লাম একটা ছবি, সাথে সুন্দর একটা শিরোনাম না দিতে পারলে মনে হয় কাজটা অসম্পূর্ন রয়ে গেলো। মাঝে মাঝে তাই আমার মাথার চুল গুলোর উপর অত্যাচার চলে শিরোনাম খুঁজে না পেয়ে। কি মুস্কিল।
এমনো হয়েছে, অনেক ছবি একেবারে ঠিকঠাক কিন্তু এই টাইটেল না পেয়ে ছবি গুলো এমনি হার্ড ডিস্ক এ পরে আছে। অনেক পরে হুট হাট কিছু মাথায় আসলে হয়ত কিছু ছবির গতি হয়। এই বিরাট সমস্যা থেকে আমার আশেপাশের মানুষগুলা প্রায়ই আমাকে উদ্ধার করে শিরোনাম দিয়ে। এই মানুষগুলার কাছে আমি কৃতজ্ঞ। এছাড়া, গান আর কবিতার অনেক শিরোনাম ও কাজে লেগে যায়। কিন্তু এতে অভ্যাস গেছে খারাপ হয়ে। মাথায় এখন আর কিছুই আসেনা। খালি মনে হয় কেউ এসে এ যাত্রা উদ্ধার করুক।
ঠিক এই সমস্যাটায় পরেছি লেখাটা (পড়ুন ফটোব্লগ) লিখতে গিয়ে। এই পোস্টের শিরোনাম কি দিব?
অনেক ভাব্লাম...ধুর ছাই,কিছুই তো মনে আসে না। এম্নিতেই আমার লেখালেখি একদমই আসে না। ঠিক মত গুছিয়েই কথা বলতে পারিনা, লেখা তো অনেক বড় ব্যাপার। আমার আগের ব্লগ গুলোতে হাবিজাবি ছবির সাথে অনেক হিজিবিজি কথা-বার্তা ছিল। এইবার হিজিবিজি কথারাও আমার কাছ থেকে পালাইসে। কিছুই ঠিক করতে পারছিনা। মাথার চুল বোধহয় এবার সব যাবে।
ইদানিং "ভাল্লাগেনা" রোগ এ প্রবল ভাবে আক্রান্ত হইসি। মাথায় নতুন কোনো আইডিয়া নাই, ছবিও তোলা হচ্ছে না তেমন। মাঝে মাঝে এলোমেলো ঘুরে বেড়াই। কিছুই ভাল্লাগেনা। মনে হয় অফিস থেকে, কাজ-কর্ম থেকে নিজেকে সরিয়ে ঢাকার বাইরে থেকে ঘুরে আসতে হবে, নাইলে ঠিক শান্তি পাচ্ছিনা।
এমনি এক এলোমেলো সন্ধায় ঘুরতে ঘুরতে গেলাম ছবির হাটে। কি মনে হতেই বন্ধু মেহদিকে ফোন করে আসতে বললাম। মেহদি ঘুম থেকে উঠে আসলো (কি ঘুম রে বাবা, সন্ধায় ঘুম ভাঙ্গে)। অনেকদিন পর ওর সাথে দেখা। ওর নেপাল ভ্রমনের কিছু দারুন গল্প শুনলাম। হাসতে হাসতে একেবারে গড়াগড়ি অবস্থা। কিছু কিছু গল্প একেবারে বাংলায় যাকে বলে " হাই ক্লাস" (ইদানিং টেনিদা রিভাইজ করছি, তাই তার কথাগুলাও মাথায় চলে আসে)। তখনি বললাম, অই ব্যাটা এই কথা গুলাই একটু লিখে একটা পোস্ট দাও। দারুন মজা হবে। ডি লা গ্র্যান্ডি। (আবার টেনিদা)
মেহদি তার স্বভাবসুলভ মুখে একটা নূরানী ভেটকি মেরে ঘুম থেকে উঠার আমেজে দুই হাত প্রসারিত করে আড়মোড়া ভেঙ্গে বলল...আইলসামি লাগে যে...!!!
তখনি ভাবলাম আমার একার বলায় কাজ হবেনা, সবার বলতে হবে...আসেন আমরা সবাই ওকে চেপে ধরি...লেখা না দিয়ে যাবি কই?
সে যাইহক, পারব না পারব না চিন্তা করেও অনেক ফাও প্যাঁচাল পারসি। এইবার ছবি প্রসঙ্গে আসি। যেহেতু মাথায় কোনো লেখা নাই, ভাবলাম কিছু ছবি পরপর একটু সাজিয়ে দেখি তো কেমন লাগে....যদি কিছু দাঁড়িয়ে যায়। হয়ত কিছুই দাঁড়াবে না, তবুও দেখি না কি হয়...
আমার অনেক ছবির মত এই পোস্টের কোনো শিরোনাম নাই। অনেক ভেবেও কিছু দিতে পারলাম না....তবে ছয় টা ছবি সাজিয়ে দিলাম....
মন্তব্য
আঙ্গুলরে এট্টু পালিশ দিলে ভাললাগতো
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
আইচ্ছা। পালিশ দিমুনে।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
হ, ঠিক
.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.
...........................
Every Picture Tells a Story
আপনি যখন বলসেন, তাইলে ঠিক।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
২ আর ৬ বেশী ভাল লাগল।
স্বপ্নদ্রোহ
ধন্যবাদ !
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
অ হাবুল সেন, তর প্রেতিভার তুলনায় ছবিডি খারাপই হৈসে কইতে অয়, বুঝলি ??
৪ ভালো লেগেছে, ২ ও বেশ। কিন্তু ২ এর ছবিটা কই তোলা বলেন তো ??
______________________________________________________
মধ্যরাতের কী-বোর্ড চালক
হ,বুজসি। প্রেতিভা তো সব ওই ক্যাবলার, টপাটপ পরের ক্লাশে উইঠা যায় আর ভাউয়া ব্যাং এর মত মুখ কইরা জ্ঞান দেয়। আমগোর প্রেতিভা সব লইয়া যাইতাসে।
৪ নাম্বার ছবিটা নিয়া আপ্নের লগে একটা কথা হইসিল খোমাখাতায়, মনে আছে?...
২ নাম্বার ছবিটা তুলসি বসুন্ধরা আবাসিক এর এক্কেরে শেষ মাথায় ওই কাশ ফুলের ভান্ডারের পরে। গেছিলাম কাশ তুলতে,কিন্তু যেই বৃষ্টি নামলো, ছবি আর তোলা হয়নাই, শুধু বৃষ্টি আসার আগ মুহূর্তের কালো মেঘের কিছু ছবি তুলতে পারসিলাম।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
সুন্দর, শিরোনাম ছাড়াই দৌড়োচ্ছে!
শিরোনাম ছাড়া দৌড়ালে তো দারুন। আমার মাথার চুল গুলা বাঁচবে।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
শিরোনামের দরকার কি? ছবি দেখা নিয়ে কখা......২, ৪ দারুণ! *তিথীডোর
তা ঠিক, ছবি দেখা নিয়েই হচ্ছে কথা !
তবুও একটা সুন্দর ছবিকে আরো সুন্দর করে দেয় একটা সুন্দর শিরোনাম।
তাই শিরোনাম খুঁজি। ধন্যবাদ আপনাকে।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
১# প্রচেষ্ঠা
২# ক্রান্তি
৩# তরঙ্গিত সংকল্প
৪# আত্মরোমন্থন
৫# নেবে যদি নাও খোঁপার ফুল
৫# সাফল্যের কণাগুলি
ভালু ভালু ছবির কডিন কডিন নাম দিতে ভালু লাগে
ভাইয়া, অসাধারন নামকরন হয়েছে। আমি টুকে নিচ্ছি।
এরপর ছবি নিয়ে ঝামেলায় পরলে আপনাকে ধরতে হবে ! অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
ছবিগুলাতো মারাত্মক হইসে!!! ফারুক ভাইয়ের দেয়া শিরোনামগুলাও অসাধারাণ।
চুপে চুপে এইবেলা একখান বুদ্ধি শুনেন...
পরে কখনো ছবির জন্য ক্যাপশন না পাইলে সচলে পোস্ট কইরা দিয়েন। ছবিগুলার গতি হয়া যাবে...
*
মনজুর এলাহী
ভালো কথা কইসেন তো। আসলেই এইডা করুম...আর আমি নিশ্চিত, শিরোনাম নিয়া সমস্যায় আমি পরুম। (চুপে চুপে কইলাম)
ধন্যবাদ আপনাকে।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
আমিতো ছবিগুলো আগেই দেখে ফেলছি
হ,
আমিও আপনার কমেন্ট আগেই পাইসি।
ধন্যবাদ ভাইয়া ।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
সবগুলো ছবিই খুব সুন্দর! আলাদা করে উল্লেখ করার নেই। তবুও বলে যাই, ৩ এর ঐ সবুজের মাঝে লাল ক্লিপ দিয়ে রঙের একটা অসাধারণ কম্পোজিশন করেছেন! এবং ৬ টাও জটিল!!
ধন্যবাদ।
ক্লিপ নিয়ে অনেকরকম কম্পজিশন করেছিলাম, এইটা তার একটা। আর ৬ নাম্বারটা আমারো বেশ প্রিয়। আমার খুব প্রিয় একজন ফটোগ্রাফারকে উৎসর্গ করা এটা।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
দারুণ...
(আমি কেবল ৪ নাম্বারটার একটা নাম দিতে চাই: "আমার ভেতর" )
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
আপনার দেয়া নামটাও আমার মনে গেঁথে গেলো। একটা আইডিয়া আসি আসি করতেসে। দেখি কি করা যায়। ধন্যবাদ আপনাকে।
আপনার সিগনেচারের লেখাটা আমার বেশ প্রিয়। নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ। দারুন লাগে শুনতে।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
ছবিগুলো সুন্দর! প্রথমটা বেশি ভাল্লাগলো।
ধন্যবাদ।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
আপনার ফটোব্লগের জন্য ম্যালাদিন অপেক্ষা করতে হলো। তাও খুশি যে অবশেষে পেলাম।
সবগুলো ছবিই সুন্দর। তবে ১,২ আর ৬ আমার কাছে বেশি ভালো লাগলো। আর ফারুক ভাইয়ের দেয়া ছবির নামগুলা টুকে নিয়েন কিন্তু।
ছবি যে আজকাল একদমই তোলা হচ্ছেনা। তাই লেখাও হয়না, তবে লেখার ইচ্ছে সবসময়েই থাকে এটা সত্যি।
ফারুক ভাইয়ের দুর্দান্ত নামগুলো টুকে নিয়েছি।
ধন্যবাদ আপনাকে।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
অসাধারন... সত্যিই অসাধারন...
ধন্যবাদ রুপু মিয়া।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
চমৎকার ছবি!
২ আর ৬ সবচেয়ে বেশি ভাল্লাগলো
ধন্যবাদ আপনাকে।
আপনার প্রোফাইল এর ছবিটা কিন্তু জোশ ! এক্কেরে গুল্লি, রক্তারক্তি কান্ড।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
কিরে, ছবি দিয়া তো মাথা নষ্ট কইরা দিলি ! সবগুলা ছবি যদিও আগেই দেখা, তবুও আবার দেইখা মজা পাইলাম। শিরোনাম না থকলেও ছবি কিন্তু মামা কথা কইলো, কে কি বুঝলো কইতারিনা।
হ, মেহেদীরে ধইরা এমুন একটা পিডা দিমু যে একলগে ৪-৫টা লেখা নামায়া ফালাইবো। ঐ ডাক্তর কই তুমি, মিয়া পুরাই পুলুহ।
======================================
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
গুরুর কাছে প্রশংসা শুন্তে বেশ লাগে !
ছবি কথা কইলে আমি স্বার্থক।
হেহেহে....ডাক্তার রে ধইরা আসলেই মাইর দেয়ন লাগবো। ব্যাটার পেটে পেটে দারুন সব গল্পের স্টক আছে, কিন্তু খালি আইলসামি করে। আসলেই পুরাই পুলুহ। (অনেকদিন এই সংলাপ দেয়া হয়না, তাইনা?)
আম্পাখত রাতুজ দিয়া পুলুহ !!!
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
আবার কয় 'স্বার্থক'? সুহানটারে শুধরাইলাম, এইবার দেখি আপনে ধরছেন!
নেন, লগে লগে কন, সার্থক সার্থক সার্থক।
চোখ বটে আপনার পাঠুদা...বলতেই হয় আপনি বস।
সার্থক সার্থক সার্থক ।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
দারুন ছবিগুলো
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
ধন্যবাদ।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
ঝাক্কাস, , ৪ লম্বর দিয়া ব্যানার বানায় ফালাও বস!!!
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
আপ্নারে ঝাক্কাস ধন্যবাদ সাইফ ভাই।
ব্যানার বানামু কইতাসেন?
সাহস কইরা একদিন বানায় ফেলমু !
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
সবগুলোই 'অসাধারণ উইথ' বিরাট একখান ণ। তবে দুই নাম্বারটার জন্য
---------------------------------------------
ফুল ফোটে? তাই বল! আমি ভাবি পটকা।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
আপনাকে বিরাট একখান ধন্যবাদ !
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
অসাধারণ সব ছবি!
আচ্ছা, আপনি কি রেডকাউ বাটার অয়েল খান?
-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
ধন্যবাদ।
বাটার অয়েল মনে হয় খাইলেও খাইতারি, কিন্তু হেইডা রেডকাউ কিনা কইতারিনা।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
৬ নম্বর ছবিটা বেশি পছন্দ হইছে। নিয়া নিলাম... যেখানে মনে চাবে কাজে লাগাবো (অবশ্যই ফটোগ্রাফারের ক্রেডিটসহ)।
আপনার ছবি নিয়া আর কোনো কথাই নাই। দূর্দান্ত।
মেহদীরে পিটানোর দরকার আসলেই। ব্যাটায় আইলসা নেপাল ঘুরে আইলো, এত এত ছবি কিন্তু দেখায় না। লেখা তো দূরের কথা।
তবে একটা ভুল হয়া গেছে। আজকে মেহদী, সবজান্তা, তারেক, সিমন আর আমি মিলে ব্যাপক আড্ডা দিছি বাড়িতে। আপনেরে ফোন করাই যাইতো, চইলা আইতেন। নাহ্... মিস হয়া গেলো... নেক্সট্টাইম...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আমার এই হাবিজাবি ছবি কাজে লাগলে তো ভালই।
বাহ,মেহদিরে পিডানোর আরেকজন সঙ্গি পাওয়া গেলো।
কিন্তু লাস্ট এ এইডা কি হুনাইলেন? আমার তো চিক্কুর মাইরা কান্তে মন চাইতেসে।
গতকাল সারাদিন এক্কেবারে ঝিমায় ঝিমায় কাটাইসি। ফোন দিলেন না কেনু কেনু কেনু?
ওকে, নেক্সট্টাইম...
তবে ভাইয়া, আপনি ও একদিন চলে আসেন আমার বাসায়। আড্ডা দেয়া যাবে। খালি আসার আগে মোবাইলে একটা ঘষা দিয়া কইবেন আইতাসি...
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
নতুন মন্তব্য করুন