আজকে কোনোমতে অফিস শেষেই জ্যাম ঠেলে বাসায় ফিরেই কান্ধে ক্যামেরা নিয়ে দৌড় লাগালাম নজু ভাইয়ের বাসায়। যেতে যেতে ভাবছিলাম,আমিই মনে হয় সবার পরে যাচ্ছি। নজু ভাইয়ের বাসার নিচে এন্ট্রি খাতায় সাইন করতে গিয়ে চেক করে দেখলাম আমার আগে খুব বেশি পরিচিত নাম নাই। তার মানে আমি দেরি করিনাই।
আড্ডা শুরু হল। এইটা-সেইটা কত গল্প। গল্পের শেষ নাই।
আমার কিট লেন্স নষ্ট। পিচ্চি ৫০ এম এম লেন্সটাই ভরসা। ওইটা দিয়া ছোট্ট ফ্রেমে ছবি আসে। ওয়াইড ছবি তুলতে পারিনা তাই টুকটাক যা পারছি তুলসি। কিন্তু সমস্যা হচ্ছে, আড্ডায় গেলে ছবি তোলায় মনযোগ থাকেনা। আড্ডার মুডে থাকি। আজকেও তাই হইসে।ইচ্ছা মত পেট ভইরা ছবি তুলসি। কিন্তু বাসায় আইসা দেখি বেশিরভাগ ছবি খুব খারাপ আসছে। হয় ফোকাস হয়নাই, নাইলে লাইট ঠিক নাই, নাইলে আরো সব সমস্যা। এই জন্য আগে থেকেই সারেন্ডার করলাম, ছবি খুব সুবিধার হয়নাই। এর মধ্যে থেকেই কিছু আপাইলাম।
দুষ্টামি বাদ দিয়া ব্যস্ত বালিকা
লোডশেডিং এর সময়ে মিষ্টি খাইতে গিয়া
সুহান কি জানি কইতে চায় চামচ হাতে নিয়া
আমার কাছে এইগুলাই আছে। অনিক, সিমন ভাই আর তানিম্ভাই এর কাছে আরো ভালো ছবি আছে। সবাই বাকি ছবি পোষ্টান।
খুব মজা করে আর আড্ডা দিয়ে ভুভুজেলা বাজাইতে বাজাইতে বাসায় ফিরলাম।
সব শেষে সুহানের মত করেই বলি, "এ ভ্রমণ আর কিছু নয়, এ কেবল সচলায়তনের কাছে যাওয়া..."
শুভ জন্মদিন প্রিয় সচলায়তন ! !
মন্তব্য
এইসব ছবি তুল্লা মনু...দুষ্টামী বাদ্দিয়া যে ব্যানার বানাইলাম হেইডার ফটুক কই? আর ছবি জবইন্য হইছে... ছিঃ ছিঃ ছবি তুলতে না জানলে কিট লেন্স বাঁকা! [কপি পেস্ট মন্তব্য!]
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ব্যানারের ছবি আমি তুলতে পারিনাই ! আমার ছুডু লেন্স !
আর আমার কিট আগে থেকেই নষ্ট...তুলুম কি?
আর ছিঃ ছিঃ এইসব কী বেলাজ বেশরম ছবি দিসো! এইসব ছবি দেখলে আমার বিয়া হইবো? পুলাগুলার বুদ্ধি হইবো কবে? :| :-w
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
- কিন্তু শিমুলরে বদ্দার রোগে ধরলো ক্যান? খালি উপ্রের দিকে চায়া থাকে ক্যান পুলাডা!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
শিমুল যে কার দিকে চাইয়া ছিল??(কোলোন পি)
এ ভ্রমণ আর কিছু নয়, এ কেবল সচলায়তনের কাছে যাওয়া..."
কেউ আর রাতের খাবারের ছবি দেয়নাই।সবাই খাওয়া নিয়ে এমন ব্যস্ত হয়ে পরেছিল।তাও বলে দেই মেনু ছিল- পরোটা,নান,শিক কাবাব,চিকেন গ্রিল,ডাল তরকা, সালাদ,পেপসি,সেভেন আপ,কেক।
খুব খুব খুব ভালো লাগলো ছবিগুলো, খুব জীবন্ত।
সচলায়তনের জন্মদিনের আমাদের সবাইকে অভিনন্দন!
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
আনিস ভাইকে এমন ফ্যাকাশে লাগতেসে ক্যান?
________________________________
মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো...
ফ্যাকাশে লাগার কারণ উনার উপর পরী ভর করছিলো, সেটা আবার একটা না, তিনটা!!
...........................
Every Picture Tells a Story
আহা... কেক খাইতে মন চায়...
নাহ
পোলাটা সংসারের ছবি তোলায় মারাত্মক এক্সপার্ট
যতগুলা সংসারের ছবি তুলছে তার সবগুলাতে একজন উত্তরে তাকালে আরেকজন দক্ষিণে তাকিয়ে
না হয় একজন হাসে তো আরেকজন ঘাবড়ে গিয়ে চোখ গোল্লা করে রাখে
এমনকি নবদম্পতিরও একজনের মুখে প্লাস্টিক হাসি আর আরেকজনের চোখ কটকটে
০২
সাংসারিক ফটোগ্রাফিতে নির্জনরে নোবেল প্রাইজ দেবার সুপারিশ কর্লাম
তোর তোলা ছবি গুলো দেখে জানতে পারলাম আমি মানুষটা ভালই, সবসময় হাসিমুখে থাকি
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
এই ছবিতে নজু ভাইয়ের গতিবিধি সন্দেহজনক!
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
ছি ছি নজু ভাই নিজের বিয়ে করা বউয়ের দিকে এইভাবে কুদৃষ্টি দিয়েননা। আপনি নিজেই যদি এরকম করেন, রাস্তার লোকে কি করবে চিন্তা করেন!
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
- আমার তো মনে হচ্ছে কুদৃষ্টিটা নজু ভাই ক্যামেরাম্যানের দিকে দিছে। ব্যাপারটা যদিও আরও বেশি ডেঞ্জারাস!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমি কিন্তু ছুটো লেন্স দিয়া বেশি বেশি মানুষের ছবি তুলছি
পোর্ট্রেটগুলা সিরাম হইছে!! আমার ছবি তুলার লাইগ্যা ধইন্যাপাতা
---------------------
আমার ফ্লিকার
---------------------
আমার ফ্লিকার
সব ছবিতে জাঝা !!!!
একটার চেয়ে আরেকটা সুন্দর...
_________________________________________
সেরিওজা
রসগুল্লার ছবিগুলান ভালো। বাকি ছবি দেখিনাই।
ছবিগুলা অনেক সুন্দর।
ব্যাপক ব্যাপক!!
_________________________________________
ৎ
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
নতুন মন্তব্য করুন