মুক্তি

নির্জন স্বাক্ষর এর ছবি
লিখেছেন নির্জন স্বাক্ষর [অতিথি] (তারিখ: শুক্র, ৩১/১২/২০১০ - ৭:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ঘরের দেয়াল চারটাকে মাঝে মাঝেই বড় অদ্ভুত লাগে। মনে হয় নিরেট শক্ত দেয়াল চেপে বসেছে চারপাশ ঘিরে। কোনও দরজা নেই, জানালা নেই। অথচ, কী অদ্ভুত, বাইরের সব শব্দ আমি ঠিকই শুনতে পাই। শুধু আমিই বের হতে পারিনা।

ঘরময় অগোছালো জিনিশপত্রের ভিড়ে হঠাৎ চোখ আটকে যায় এক খোলা ডায়রির মলাটে। হাতে নিয়ে পাতা উল্টোতে শুরু করি। কয়েক পাতা পড়ার পর দেখি আমার জানালা সেই পাতা গুলোয়। এই জানালার বাইরে নীল আকাশ, নাহয় মেঘের লুকোচুরি। কিংবা রাতের হাজার তারার শোরগোল। দমকা হাওয়ার সাথে বৃষ্টির ছাঁটও আছড়ে পরে।

ঠিক পাশেই দেখি ধুলোমাখা মাঝারি এক মাউথ-অর্গান আমার দিকে করুণ চোখে তাকিয়ে। তুলে নেই, ধুলো মুছে বাজাতে চেষ্টা করি। প্রথমে একটু বেসুরো কর্কশ আওয়াজ হয়। তারপর একসময় সুর আসে হাতের নাগালে। এক অপার্থিব সুরের মধ্য দিয়ে আমি দরজা খুলে বেড়িয়ে যাই।

দেয়ালগুলোর অস্তিত্ব আর টের পাইনা।

Heaven calls, I woke

আমার সকাল আসে, এমনই মুক্তি নিয়ে...


মন্তব্য

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

ঘরের দেয়াল চারটাকে মাঝে মাঝেই বড় অদ্ভুত লাগে। মনে হয় নিরেট শক্ত দেয়াল চেপে বসেছে চারপাশ ঘিরে। কোনও দরজা নেই, জানালা নেই। অথচ, কী অদ্ভুত, বাইরের সব শব্দ আমি ঠিকই শুনতে পাই। শুধু আমিই বের হতে পারিনা।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

নির্জন স্বাক্ষর এর ছবি

হ...পুরাই ক্যাতকেতা অবস্থা।

ফাহিম হাসান এর ছবি

অসাধারণ ছবি আর বর্ণনা। এক্ষুণি ফ্লিকারে ঢুঁ মারছি ...

নির্জন স্বাক্ষর এর ছবি

হ..ঢুঁ মারেন। অনেক হুদাই ছবি পাইবেন।

বাউলিয়ানা এর ছবি

আপনার হুদাই ছবিটাতো দেখি দারুন।

লেখাও বেশি ভাল। চলুক

নির্জন স্বাক্ষর এর ছবি

দেঁতো হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সুন্দর
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নির্জন স্বাক্ষর এর ছবি

হ সুন্দর। আরো সুন্দর হবে আপ্নের নতুন বাসায় মিলাদ দিলে। চোখ টিপি

সুহান রিজওয়ান এর ছবি

ছবিটা কোথায় তুলসেন ??

_________________________________________

সেরিওজা

অদ্রোহ এর ছবি

একপলক দেখেই চিনসি, কদিন আগেই নীলগিরি থেকে ঘুরে আসলাম কিনা হাসি

--------------------------------------------

আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী
তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী।

--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।

নির্জন স্বাক্ষর এর ছবি

হ...নীলগিরিতে !

অনার্য সঙ্গীত এর ছবি

হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

নির্জন স্বাক্ষর এর ছবি

হাসি :)

দ্রোহী এর ছবি

কী খান আপ্নে?


কাকস্য পরিবেদনা

নির্জন স্বাক্ষর এর ছবি

দ্রোহীদা, মাই নেম ইজ আশরাফুল আলম এন্ড আই এম নট শাকিব খান অর শাহরুখ খান অর এনি আদার খান। হ... হাসি

দুষ্ট বালিকা এর ছবি

ইপ ইউ ডন্ট মাইন্ড ছার, আই অনা আক্স ইউ আ খোয়েশ্ছেন! আর ইউ শিউর দ্যাট ইউর নেইম ইজ নট খান? চিন্তিত

-----------------------------------------------------------------------------------
হাসির উপরে দুইন্যাতে কিছু আছে? আজ সারারাত হাসবো, অনেকদিন হাসা হয়না। এই আমি শুরু করলাম... "হাহাহাহোহোহোহিহিহি!" এক্কেবারে বইয়ের ভাষায় ব্যাকরণ মেনে হাসবো! সত্যি বলছি, দেখে

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

বইখাতা এর ছবি

খুব সুন্দর ছবি।

নির্জন স্বাক্ষর এর ছবি

ধন্যবাদ !

কৌস্তুভ এর ছবি

অশ্লীষ ছবি!

তবে এইটাতে আপনার কুনো ক্রেডিট নাইকা। পোকিতি সেজেগুজে বসেই ছিল, আপনি কেবল ছাটার টিপেছেন।

নির্জন স্বাক্ষর এর ছবি

হ ভাই, পুরাই অশ্লীষ !

আর পোকিতির সৈন্দর্জ অন্যরকম। এর কুনু তুলনা নাই।

অতিথি লেখক এর ছবি

চমৎকার বর্ণনার সাথে অসাধারণ ছবি.. হাসি
আশা করছি আগামী বছর লিখা এবং ছবির জন্য এ বছরের মত দীর্ঘ অপেক্ষা করতে হবে না।

--সন্ধ্যা

নির্জন স্বাক্ষর এর ছবি

ধন্যবাদ সাবরিনা। আমি তো লিখতে পারিনা। পারলে নিয়মিত দিতাম।

অনুপম ত্রিবেদি এর ছবি

ভালু পাইলাম।

তয় তারাতারি লাইট পেইন্টিং লয়া লেখা দে ... ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

নির্জন স্বাক্ষর এর ছবি

এট্টু দৈজ্জ ধরো। আরো কিছু ছবি আপাইয়া পোস্ট দিমু।

উজানগাঁ এর ছবি

ছবিটা সুন্দর। এই ছবিটাই সম্ভবত হোটেলে বসে দেখেছিলাম।

ভাললাগাতো আগেই জানিয়েছিলাম। এইবার লেখা ভালোলাগার কথাটাও জানিয়ে গেলাম।

নির্জন স্বাক্ষর এর ছবি

ধন্যবাদ শাওন দা। হাসি

হ...এইটা হোটেলে রাতে আড্ডায় দেখাইসিলাম। আর লেখা ভাল্লাগসে শুইনা যারপরনাই খুশি হইলাম।

মুস্তাফিজ এর ছবি

চমৎকার লাগলো, লেখা ছবি

...........................
Every Picture Tells a Story

শুভাশীষ দাশ এর ছবি

অমানুষিক।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।