অবশেষে তীরে এসে ভীরল তরী-- কিচেনার থেকে হাইওয়ে ৪০১ ধরে ৩০০ কিমি দূরে ডেট্রয়েট নদীর তীরে। কানাডার উইন্ডজর আর আমেরিকার ডেট্রয়েট শহরকে ভাগ করেছে এই নদী। নীলাভ সবুজ পানিতে ঢেউয়ের ব্যস্ততা, দুই একটা দ্রুতগতির নৌকা ছুটে চলছে দক্ষিণ থেকে উত্তরে, একপাশে আ্যম্বাসাডর ব্রীজ সংযোগ করেছে কানাডা আর আমেরিকার স্থলভূমি, এই নিয়ে ডেট্রয়েট রিভার। আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের একটি শহর ডেট্রয়েট।
ওপারে বিশাল বিশাল স্ক্রাইস্ক্রাপার। আর এপারে দারুণ সুন্দর রিভারসাইড ড্রাইভ। সারি সারি হোটেল, ইউন্ডজর ক্যাসিনো আর বিশাল বিশাল জানালা-ওয়ালা এ্যাপার্টমেন্ট বিল্ডিং। সবুজ ঘাসের উপর বিকেলের নরম রোদ পড়ে সৃষ্টি করেছে অনিদ্যসুন্দর এক পরিবেশ। আগামী কয়েক বছর হয়তো এখানে আসা হবে বহুবার।
ইউনিভার্সিটি অব উইন্ডজরে পিএইচডি শুরু করব এই সেপ্টেম্বর থেকে। ড. এজাজ আহমেদ আমার সুপারভাইজার। সবচেয়ে আনন্দের ব্যাপর হচ্ছে, রিফাতও এ্যাডমিশন পেয়েছে। পুরা এক বছরের টুইশন স্কলারশীপ সহ। অর্থাৎ আমাদের কোন টুইশন ফি দিতে হবে না। উপরন্ত গ্রীষ্মের ছুটিতে রিসার্চ এ্যাসিস্ট্যান্টশীপ পেয়েছে। বলা যায় আমার চেয়ে তার ফান্ডিং অনেক ভাল।
দেখা যাক ভাগ্য এবার আমাদের কোথায় নিয়ে যায়।
মন্তব্য
নতুন মন্তব্য করুন