শেষ বিকেলের আলোয়

প্রকৃতিপ্রেমিক এর ছবি
লিখেছেন প্রকৃতিপ্রেমিক (তারিখ: সোম, ২৭/০৮/২০০৭ - ৯:৫৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

100_5033

ডেনমার্ক থেকে পাঠানো ঝরাপাতার লেখা পড়ছিলাম আর ভাবছিলাম, পাতাঝরার দিন এইতো শুরু। ডেনমার্কের বিকেল পেরিয়ে অন্টারিওতে সূর্য এখন বিকেলের বিদায় ঘন্টা বাজাচ্ছে। আমি বারান্দার ব্যালকনিতে দাঁড়িয়ে- ব্যাকইয়ার্ডের সবুজের সমারোহ দেখি। আর কটা দিন মাত্র, তার পরেই সবকিছু ঝরে যাবে।

সামনে একসারি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অস্তমিত সূর্যের রশ্নি সেই উঁচু মাথাগুলো ছুঁয়ে গিয়েছে। ওপরে মেঘমালা কালো হয়ে ছাতার মত ছড়িয়ে পড়েছে। সেখানে সাদা গাংচিলের ওড়াউড়ি সৃষ্টি করেছে অপার্থিব কন্ট্রাস্ট। মেঘের রং বদলে যাচ্ছে ক্ষণে ক্ষণে, গাঢ় নীল থেকে হালকা হয়ে এই ধূসর তো এই টীল। কোত্থেকে এক থোকা কমলা রং এসে জুড়ল মাথার উপর। যেন আইসক্রিমের স্কুপের উপর একপাঁজা কমলার হাওয়াই মিঠাই।

আমি মেঘের আইসক্রীম আর সবুজ গাছের কেক খেতে থাকি পেট ভরে। আচ্ছা, খাওয়ার কথা ভাবছি কেন? ও, ভুলেই গিয়েছিলাম আজ সন্ধ্যায় জহুরুল ভাইয়ের বাসায় দাওয়াত।

100_5031

বি.দ্র.: ছবিগুলোতে ক্লিক করলে ফ্লিকারে ডিটেলস দেখাবে।


মন্তব্য

দৃশা এর ছবি

আমগোরে কেউ দাওয়াত দেয় না ঃ(

প্রকৃতি প্রেমিকের চোখ দিয়ে দেখে নিলাম প্রকৃতির সৌন্দর্য্য...।

দৃশা

বিপ্লব রহমান এর ছবি

খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন। ছবিগুলোও অসাধারণ! কিন্তু এই লেখার সঙ্গে প্রথমপাতায় ছবি দেখছি না কেনো?


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বিপ্লবদা, প্রথম পাতায় ছবি দেখাচ্ছেনা এর কারণ সম্ভবত ছবিগুলো সচলায়তনে আপলোড করা হয়নি। এগুলো সরাসরি ফ্লিকার থেকে তুলে দিয়েছি।

...........
যত বড় হোক সে ইন্দ্রধনু দূর আকাশে আঁকা
আমি ভালবাসি মোর ধরনীর প্রজাপতির পাখা

এহেছান লেনিন এর ছবি

কিছুক্ষণ আগে সচলায়তনে রেজিস্ট্রেশন করেছি। প্রথম লেখাটি পড়েই ভালো লাগলো। সামহোয়্যার এর সাথে তুলনা করবো না। তবে এই ব্লগে একটু ভিন্নতা আছে। যা আমাকে মুগ্ধ করেছে।

ধন্যবাদ সচলায়তন। ধন্যবাদ এর লেখক ও পাঠকরা।

ঝরাপাতা এর ছবি

খুব ভালো লেগেছে প্রকৃতিপ্রেমিকের সাবলীল প্রকাশ, দ্বিতীয় ছবিটা সিম্পলি জোশ।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এত আনন্দ আমি রাখি কোথায়! সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ভাল লেগেছে জেনে আনন্দ লাগছে। সবশেষে সচলায়তনকেও ধন্যবাদ এখানে লেখার সুযোগ করে দেওয়ার জন্য।

...........
যত বড় হোক সে ইন্দ্রধনু দূর আকাশে আঁকা
আমি ভালবাসি মোর ধরনীর প্রজাপতির পাখা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।