সুমন রহমানের কবি ১

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: বুধ, ১৪/১১/২০০৭ - ১:৪২অপরাহ্ন)
ক্যাটেগরি:

সুমন রহমানের কবি নামক কবিতাটা পড়ে আবৃত্তি করতে ইচ্ছে হল। আশাকরি আপনাদের ভালো লাগবে।

  • আর্টিস্ট: S M Mahbub Murshed
  • শিরোনাম: Suman Rahman's Kobi 1
  • দৈর্ঘ্য: 0:56 মিনিট (440.45 কিলোবাইট)
  • ফরমেট: MP3 Stereo 44kHz 64Kbps (CBR)

মন্তব্য

বিপ্রতীপ এর ছবি

ভালো লেগেছে...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আবৃত্তিটা ইদানীং একেবার চর্চা হয় না। আমার সাংস্কৃতিক চর্চা শুরু হয় এই আবৃত্তি দিয়েই। আরো কিছু যন্ত্রনাদায়ক আবৃত্তি ছাড়ার ইচ্ছে রইল। দেঁতো হাসি

আপনাদের ধন্যবাদ।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমি সিরিয়াসলী বলছি, আপনি আরো আবৃত্তি করেন, আমার দারুণ লেগেছে।

মুজিব মেহদী এর ছবি

বাংলাদেশে আবৃত্তির কালচারে ভাটা পড়ায় অনেকদিন ঘটা করে কবিতা পড়া শোনা হয় নি। ওগুলো অবশ্য উপদ্রবও ছিল কিছুটা।

মুর্শেদ ভাই অবশ্য উপদ্রব করেন নি একদম, বেচারা কানকে তিনি অনেক আরামই দিলেন। সচলায়তনে এই কালচারটা নিয়মিতই কালচার হতে পারে মনে হচ্ছে।

ধন্যবাদ মোর্শেদ ভাই এবং তার মাধ্যমে মফস্বলের সমস্ত পেশাদার ভবঘুরেকে।

...................................................................
অসংখ্য 'নেই'-এর ভিড় ঠেলে
জ্বলজ্যান্ত 'আছে' খুঁজে পাওয়া হলো আসল ফকিরি

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সচলায়তনে কী হইতাসে ইদানিং-- একজন কবিতা লেখে আরেকজন তা গীটারে তুলে আবৃত্তি করে। মুর্শেদ ভাই, একেবারে প্রো হয়েছে। কিন্তু অর্ধেক হল যে..

অছ্যুৎ বলাই এর ছবি

ভালো লেগেছে। কণ্ঠ মাশাল্লাহ!
তবে শুরুতে জড়তা মনে হয়েছে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

??? এর ছবি

আপনি কি স্প্যানিশ গীটার বাজান নাকি? প্লাকিং তো ভাল ম্যাচ করেছে!
..............................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এক্যুস্টিক বাজিয়েছি এটার সাথে। Scropion এর Let me take you far way গানটির একটা অংশ।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ধন্যবাদ।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির