বর্তমান ব্যানার কিরকম হওয়া উচিৎ?

আমি কিছুটা কনফিউজড। সিডর একটা বিরাট দুর্যোগ। আবার কবি মউজদীন আর সঙ্গীতশিল্পী সঞ্জীবের মৃত্যুও কষ্টকর। আপনাদের কাছে মতামত চাইছি।

Choices

দুঃখিত, এই পোস্টে আপনার ভোট গৃহীত হবে না।

মন্তব্য

রাহা এর ছবি

আমরা যদি কেউ ব্যানার ডিজাইন করতে চাই তবে কিভাবে কি করতে হবে ??

..হৃদি ভেসে যায় অলকানন্দার জলে...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

৭৬০ বাই ১২০ পিক্সেলের জেপিজি করুন। উপরে "সচলায়তন", নীচে "চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির" লেখা থাকতে হবে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

কেউ না এর ছবি

আজকে কবি সুফিয়া কামালের প্রয়ান দিবস
ব্যানার হবে না?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সিডরের ব্যানার রেস্টোর করা হল।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

বিপ্লব রহমান এর ছবি

গতকালের ব্যানারটা ভালোই ছিলো। আজকেরটাও ঠিক আছে।...

নীড়পাতা/ প্রচ্ছদের বামদিকে দুর্গতদের সাহায্য পাঠানোর ঠিকানার লিংক দেওয়াটা খুবই জরুরি ছিলো। ধন্যবাদ।


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

অতিথি লেখক এর ছবি

ব্যানারটা দেখলেই বুকের ভিতরের জমাটবাঁধা কষ্টটা আরো শত-সহস্র গুন বেড়ে যাচ্ছে। কবি মউজউদীন আর অসাধারণ প্রতিভাবান সঞ্জীবদার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

--সু

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

প্রাপ্ত ভোটের প্রক্ষিতে আজকে দিনের জন্য ব্যানারে শুধু কবি মউজদীন এবং শিল্পী সঞ্জীবদাকে রাখা হল। কাল থেকে সিডর নিয়ে আসা হবে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ইরতেজা এর ছবি

এটাই থাকুক

_____________________________
টুইটার

মুজিব মেহদী এর ছবি

ব্যানারটা একটা শোক-শোক ভাব জাগাচ্ছে। এটা অন্তত দুদিন থাকতে পারে। তারপর থেকে শুধু সিডর। এরকম ব্যানার যদ্দিন থাকছে তদ্দিন প্রেমের কবিতা পোস্ট করতে নিরুৎসাহিত হব আমরা। সেটা ভালোই হবে।

....................................................................
অসংখ্য 'নেই'-এর ভিড় ঠেলে
জ্বলজ্যান্ত 'আছে' খুঁজে পাওয়া হলো আসল ফকিরি

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

মুজিব মেহদী এর ছবি

আমার বলা দরকার ছিল '...নিরুৎসাহিত হব আমি'।

আমার ধারণা ছিল, আমরা একের পর এক প্রেমের কবিতা (এটার অবশ্য রকমফের আছে, আমরা জানি) পোস্ট করলে বিশেষ কারণে স্থাপিত ওই ব্যানারের গাম্ভীর্য হয়ত কিছুটা নষ্ট হতে পারে। তবে মমিনুল মউজদীন বা সঞ্জীব চৌধুরীর যেকোনো কবিতা, বা তাঁদেরকে উৎসর্গ করে লেখা যে কারো যেকোনো কবিতা, বা সিডরের আঘাতে নিহতদের স্মরণে কবিতা ; চরিত্রে যদি সেগুলো প্রেমের কবিতাও হয়, আমি সংশ্লিষ্ট বলেই ভাবি।

আমি সচল হয়েছি ১৪ নভেম্বরে। সেদিন একটা পোস্ট দেয়ার পরে একদিন অপেক্ষা করেছি, তার পরদিন পোস্ট দেব বলে। কিন্তু ১৫ তারিখের সিডরের ঘটনা থেকে শুরু করে একের পর এক দুঃসংবাদ আমাকে থমকে দিয়েছে। চলতি অবস্থার সাথে সঙ্গতিপূর্ণ কিছু লিখতেও পারি নি, পোস্টও করা হয়ে ওঠে নি। এর মধ্যে অন্যদের অনেক প্রাসঙ্গিক পোস্ট এসেছে। আমি ওগুলো পড়েছি ও কমেন্ট করেছি। আমার ওরকম করে বলার এই ছিল তুচ্ছ প্রেক্ষিত।

এর আবার ব্যাখ্যা দেবার দুর্মতি হলো বলে দুঃখিত।

....................................................................
অসংখ্য 'নেই'-এর ভিড় ঠেলে
জ্বলজ্যান্ত 'আছে' খুঁজে পাওয়া হলো আসল ফকিরি

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

নজমুল আলবাব এর ছবি

ব্যানারটা খুব ভাল লাগছে। আজকে এটা থাকুক। কাল পর্যন্ত থাকতে পারে। এর বেশি মনে হয় রাখা ঠিক হবেনা। সিডর নিয়া করা ব্যানারটা আরও কয়েকদিন থাকুক। এর মাঝে অন্যকিছু হলে সেটা আজকের মত এক-দুদিনের জন্য করা যেতে পারে।

ভুল সময়ের মর্মাহত বাউল

ফারুক ওয়াসিফ এর ছবি

জাতীয় ও গোষ্ঠীগত/ব্যক্তিগত শোক যখন একাকার, তখন সিডরের ধ্বংসের পটভূমিতে সঞ্জীব চৌধুরী ও মউজদিনকে উচ্চকিত করা যায় না?

::::::::::::::::::::::::::::::::::::

বহুদিন হলো নিকষ কুঠার ফেলে এসে ভুলে
দাঁড়িয়েছি আজ মেঘের কিনারে এসে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মনে হয় করা যায়। সিডর নিয়ে আমাদের আরো বেশকিছু দিন কাজ করে যেতে হবে। এর মাঝে বিশেষ বিষয় আসলে দুটোকেই হাইলাইট করা যেতে পারে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ভীষণ মন খারাপ লাগছে। ভীষণ।
'কষ্ট জমাট বুকের ভেতর' ব্যানারের জন্য ধন্যবাদ।