শেখ জলিলের গীতিকবিতা ১ এর সঙ্গীত পরিবেশনা

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: রবি, ০৯/১২/২০০৭ - ২:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শেখ জলিলের গীতিকবিতা এবং তার অনেক কবিতার আসল মূল্য বেরিয়ে আসত যদি গান হিসেবে পরিবেশন করা যেত। তার কবিতা পড়লেই আমার খুব মনে হয় গানের জন্য উপযুক্ত শব্দমালা। শব্দের যতটুকু ওজন থাকলে সুরের ভেলায় ভাসানো যায় ঠিক ততটুকু তিনি ব্যবহার করেন।

আজ তার গীতিকবিতা দেখেই একটা সুর গুনগুনিয়ে উঠল মাথার ভিতর। ব্যাস গীটার নিয়ে বসে গেলাম। পনের মিনিটের মাথায় রেকর্ড করে আপনাদের সামনে পরিবেশন করছি। প্রথমতঃ আমি গায়ক নই, দ্বিতীয়তঃ এটা একেবারেই প্রিলিমিনারী চেষ্টা, তৃতীয়তঃ যন্ত্রপাতি এবং রেকর্ডিংয়ের কোন কিছু নেই। তারপরও আশা করি আপনাদের খারাপ লাগবে না। আর ধরে নিচ্ছি শেখ জলিল ভাইয়ের কোন আপত্তি থাকবে না।

ভাল, খারাপ যে কোন মন্তব্য জানাতে ভুলবেন না। ভুল না করলে শিখব কি ভাবে?

গীতিকবিতা ১
কথা: শেখ জলিল
সুর এবং পরিবেশনা: এস এম মাহবুব মুর্শেদ

যদি বলো দায়ভার-
যাবো না ডিঙাতে ওই পাহাড়ের চূড়া!
যদি বলো ভালোবাসা-
নিঃশ্বাস-বিশ্বাসে দেবো হৃদয়টা পুরা।।

যদি বলো নিয়ম বাঁধন-
হবে না হবে না প্রেম ভজন সাধন।
উড়ো পাখি হবো-
অসীম সুনীলে দেবো একদিন ওড়া।।

যদি বলো দায়ভার-
যাবো না ডিঙাতে ওই পাহাড়ের চূড়া!

যদি বলো তুমিই আপন-
দেবো যে দেবো যে খুলে মনের গোপন।
শুধু পাশে রবো-
তোমার বাঁধনে দেবো প্রতিদিন ধরা।

যদি বলো দায়ভার-
যাবো না ডিঙাতে ওই পাহাড়ের চূড়া!

কথা: ১৫.০৯.২০০৬
সুর ও সঙ্গীত: ডিসেম্বর ০৮, ২০০৭
গীটার কর্ড: C Em F G


মন্তব্য

মৃন্ময় আহমেদ এর ছবি

বেশ বেশ।।

আর নয় অকারণ দুঃখ দুঃখ খেলা
এবার হাসিমুখ নিশিদিন সারাবেলা

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ভালো হচ্ছে - - - -।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ওই মিয়া লেখালেখি বন্ধ কেন?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আরিফ জেবতিক এর ছবি

চলছে , চলবে ।
পুরা পাংখা ।

-----------------------------
কালের ইতিহাসের পাতা
সবাইকে কি দেন বিধাতা?
আমি লিখি সত্য যা তা,
রাজার ভয়ে গীত ভনি না।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আমি তো পাংখা। কিন্তু আপনের কাহিনী কি? লেখা দেখি না অনেক দিন। খুব ব্যস্ত নাকি আজকাল।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

শেখ জলিল এর ছবি

এস এম মাহবুব মুর্শেদকে প্রথমেই অসংখ্য ধন্যবাদ- আমার গীতিকবিতাকে সুর করার জন্য। তাঁর গানের প্রতি ভালোবাসা ও সুরের সেন্স-কে শ্রদ্ধা জানাই।
....প্রিলিমিনারী চেষ্টা হিসেবে একদম ঠিক। তবে প্রথম অন্তরার সাথে দ্বিতীয় অন্তরার আরও কিছুটা সুরের সমন্বয় ঘটলে ভালো হয়। আর গীটারের চেয়ে ভোকালাটা আরও উচ্চে নিলে বেশ শ্রুতিমধুর হতো।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

ইশতিয়াক রউফ এর ছবি

গিটারের আওয়াজটা একটু কম, বা ভোকালটা আরেকটু বেশি হলে ভাল হত। খাইছে

হাসান মোরশেদ এর ছবি

সচলায়তন আর্ট ও কালচারাল সেলের স্পন্সরে একটা ক্যাসেট বের করে ফেলেন ।
সিরিয়াস!
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

গুইনা গুইনা ৫ কপি বিক্রী হইব সর্বসাকুল্যে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অমিত আহমেদ এর ছবি

ভাল্লাগলো! তুখোড় হয়েছে।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল