অনিবন্ধিত পাঠকের সাথে কথোপকথন প্রসঙ্গে

Choices

দুঃখিত, এই পোস্টে আপনার ভোট গৃহীত হবে না।

মন্তব্য

তীরন্দাজ এর ছবি

তার পোষ্টে অনিয়মিত পাঠকরা মন্তব্য করতে পারবেন কি পারবেন না, তা লেখকের হাতে ছেড়ে দিলে কেমন হয়? লেখক তার লেখা পোষ্ট করার সময় কোন বাটন টিপে তার স্থির করবেন!

**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

আরিফ জেবতিক এর ছবি

পাঠক ব্লগ এবং মন্তব্য পড়তে পারবেন, যথেচ্ছ মন্তব্য করতেও পারবেন, তবে তা মডারেশনের মুখোমুখি হবে।

এটাই আমার কাছে যুক্তিযুক্ত।এতে করে আমরা ভালো কমেন্টগুলো পাবো আবার ছাগু মার্কা কমেন্টের যন্ত্রনা থেকে বেঁচে যাবো।

-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...

দ্রোহী এর ছবি

মডুরামের পক্ষে ভুট দিলাম! পাঠক ব্লগ পড়তে পারবেন, মন্তব্য করতে পারবেন কিন্তু মডুরামের অনুমতি ছাড়া সেটা প্রকাশিত হবে না। হাসি
__________
কি মাঝি? ডরাইলা?

সৌরভ এর ছবি

সীমিত পরিসরে মন্তব্য করতে দেয়ার ব্যাপারে আমি দ্বিমত দেখি না।
তবে মডারেশনের প্রয়োজন আছে।
নইলে তেলাপোকা-ছারপোকারা ওই সামান্য সুযোগের যথেচ্ছ ব্যবহার করতে পারে।

------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...


আবার লিখবো হয়তো কোন দিন

তারেক এর ছবি

পাঠক ব্লগ এবং মন্তব্য পড়তে পারবেন, যথেচ্ছ মন্তব্য করতেও পারবেন, তবে তা মডারেশনের মুখোমুখি হবে।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

কেমিকেল আলী এর ছবি

আমার ভোটের সাথে দেখি মাত্র ২ জন!!
হায় হায়!!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হিমু,
পোল দিও এভাবে
বিষয়ের ঘর: মূল প্রশ্ন
মূল লেখা: ব্যাখ্যা
অপশন ১-n: সংক্ষেপে প্রশ্ন

নাহলে লেফট বারে দেখতে বিশাল দেখায়।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

হাসিব এর ছবি

পাঠক ব্লগ এবং মন্তব্য পড়তে পারবেন, যথেচ্ছ মন্তব্য করতেও পারবেন, তবে তা মডারেশনের মুখোমুখি হবে।

এইটাতে ভোট দিলাম । তবে এটা কার্যকরী করার আগে প্রস্তুতি দরকার । ভালোভাবেই ।


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

অমিত এর ছবি

কিন্তু সেই মন্তব্যের প্রতিমন্তব্য কি হল, সেটা তো সে কখনো জানতে পারবে না।

হযবরল এর ছবি

আমি ভিন্ন আঙ্গিকে বলি,

পাঠক ব্লগ পড়তে পারবেন এবং মন্তব্য করতে পারবেন। কিন্তু মন্তব্য পড়তে পারবেন না।

এতে যদিও সৃষ্টিশীলতা কিছুটা খর্ব হয়। কিন্তু অন্য মন্তব্যে বায়াসড হওয়া থেকে পাঠক রক্ষা পায়, এবং নিজের মন্তব্যে পাঠকের চিন্তাভাবনার নিরঙ্কুশ প্রতিফলন হয়।