চুড়ান্ত বাছাই - সেরা সচলেখা

আমরা মনে করি সচলায়তনের প্রতিটি লেখাই সোনার চেয়ে দামী। কিন্তু তারপরেও একটি দুটি লেখা একটু বেশী নেড়েচেড়ে দেখার মত, একটু বেশী আলোচনা করার মত। লেখকে লেখকে পার্থক্য নয় বরং এই একটু বেশী আলোচিত, পঠিত, ভালোলাগা পোস্টগুলিকে সবার সামনে আবার পুনরুজ্জীবিত করা, লেখকদেরকে একটু সম্মান দেখানো আর নতুন বছর উপলক্ষ্যে একটু কিছু আয়োজনের উদ্দেশ্যে এই ২০০৭ এ সচলায়তনের সেরা লেখা বাছাই প্রক্রিয়া চালানো হচ্ছে।

পুরো প্রসেসটা সমস্ত সচলের মতামতের উপর ভিত্তি করে করা। এতে সবার সমান সুযোগ থাকছে মতামত জানানোর। আপনি যদি ভোটদানে বা নতুন লেখা অর্ন্তভুক্তি করনে বিরত থাকেন তাহলে সেটার দায় আপনারই।

এস এম মাহবুব মুর্শেদের প্রাথমিক বাছাই পোস্টে উল্লেখকৃত লেখা গুলিকে এখানে আপনার মতামতের জন্য দেয়া হল। আপনার দায়িত্ব হল এগুলোর মধ্যে থেকে ৫টি বা তার কম লেখাকে সেরা বলে চিহ্নিত করা। আগামী ৪ দিন ভোট গ্রহন চলবে। এরমাঝে আপনার পছন্দের লেখা জুড়ে দেবার অনুরোধ করতে পারেন, তবে তার জন্য ভোট গ্রহন বর্ধিত করা হবে না। আপনি একবার ভোট দেয়া হলে সেটা "ফিরিয়ে নাও" ক্লীক করে আবার ভোট ঠিক করে দিতে পারেন। আপনার ভোট গ্রহন সম্পূর্ণ গোপন রাখা হবে।

ভোটগ্রহন শেষে সেরা পাঁচটি লেখা প্রথম পেইজে ২ সপ্তাহ লটকে রাখা হবে এবং তাদের উত্তম জা-ঝা প্রদান করা হবে।

Choices

দুঃখিত, এই পোস্টে আপনার ভোট গৃহীত হবে না।

মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ধ্রুব হাসান এর ছবি

মাননীয় মডুগন লেখাগুলিকে ক্যাটাগরাইজড করলে কি ভালো হতো না?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কেমনে? ডিটেইলসে বলেন প্লীজ।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মুজিব মেহদী এর ছবি

ফারুক ওয়াসিফের 'কবর খোঁড়ার গন্ধ'-এর পুরো নাম 'কবর খোঁড়ার গন্ধ : মৃত্যুই আসে, আর কেউ আসে না'। একই লেখার দুই নামে দুটি অপশন থাকার দরকার নেই। তাছাড়া 'কবর খোঁড়ার গন্ধ : মৃত্যুই আসে, আর কেউ আসে না' নামের সঙ্গে যে লিংক যুক্ত করা হয়েছে সেটি তাঁর অন্য একটি লেখা 'কণ্ঠি ছিঁড়ে ফিরে গেছে সে বৈষ্ণব পাখি'।
এটা ঠিক করে দিলে ভালো হয়।
...................................................................
অসংখ্য 'নেই'-এর ভিড় ঠেলে
জ্বলজ্যান্ত 'আছে' খুঁজে পাওয়া হলো আসল ফকিরি

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ঠিক করলাম।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

থার্ড আই এর ছবি

একটি অনুরোধ। আমি মনে করিনা লেখার ভোটাভুটির ফলাফল গুলো এভাবে উন্মুক্ত রাখার প্রয়োজন আছে। তাহলে যারা নতুন ভোট দেবে তারা পূর্ববর্তী ফলাফল দেখে প্ররোচিত হবে। কেননা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে কোন লেখা কত ভাগ পেয়ে এগিয়ে আছে!! এই দৃশ্য অনেককেই প্রভাবিত করতে পারে।
তাই ভোট দান শেষ হলে চূড়ান্ত ফলাফল ঘোষনায় সেরা লেখার তালিকা ও শতকরা হার প্রকাশের অনুরোধ করছি।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

তথাস্তু।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

থার্ড আই এর ছবি

কেন যে লজ্জ্বা দেন, একটু বেশী হুকুম দিয়া ফালাইছি মনে লয়??
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

প্রথম চারটি লেখা নিচ থেকে পড়লে এরকম দাঁড়ায়:

সংকট
হেলথ রিপোর্ট...
কবর খোঁড়ার গন্ধ
লাশ কাটা ঘর

হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ঠিকাছে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সন্দেশ এর ছবি

কোন ভুল দেখলে জানাতে অনুরোধ রইল।

ধুসর গোধূলি এর ছবি

- 'লেখকগুলি' না মিয়া, সুন্দর শোনায়, 'লেখকদের' (অথবা লেখিয়েদের)।
_________________________________
<সযতনে বেখেয়াল>