বাচালায়তনে অর্থাৎ চ্যাটরুমে নাম পরিবর্তনের সুবিধা উঠিয়ে দেয়া কি উচিৎ হবে? কেননা অনেকে এটার অযৌক্তিক সুবিধা নিতে পারে। "বাচালায়তনে নাম পরিবর্তনের সুবিধা উঠিয়ে দেয়া হোক" - এর পক্ষে হলে হ্যাঁ, বিপক্ষে হলে না ভোট দিন।
বাচালায়তন হতে পারে :
ক. সচলালাপ/সচল কথা
চ. কথার হাট
ট. শোনাকথা বলাকথা
ত. পটপটি
প. কফিহাউজে আড্ডা
ভেতরের চ্যাটরুমের নাম হতে পারে :
- সাহায্য ঘর
- বিতর্ক
- খবর
-...
চ্যাটরুম সচল করতে, কার্যকর করতে প্রতিদিন কোনো (বিতর্কিত) টপিক ঝুলিয়ে দিতে পারেন।
একজন সঞ্চালক থাকবেন রুমে, প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য। কাউকে না পেলে সঞ্চালকের উপর রাগ ঝাড়া যাবে নিদেন।
চ্যাটরুমে দেশী/প্রাসঙ্গিক কোনো রেডিও স্টেশন শোনানোর ব্যবস্থা করা যেতে পারে। অনলাইন রেডিও স্ট্রিমিং সম্ভব না হলে সঙ্গীতের কোনো আয়োজন। সাথে সাম্প্রতিক খবর স্ক্রল করবে, কথার বিষয় ফুরালে খবরগুলো রসদ যোগাবে।
নিক পরিবর্তনের সুবিধা বাদ দেয়া হোক। চ্যাটরুমে ঢুকলে সচলায়তনের সকল সদস্যের নাম দেখা যাবে সাইড বারে। যারা অফলাইন/চ্যাটরুমে নেই, তারা ধূসর রঙ। অনলাইনে যারা, তাদের নাম হাইলাইট।
চ্যাটরুমে সুযোগ থাকবে অফলাইন বার্তা পাঠানোর। যেকোনো সদস্যের নিকে ক্লিক করলে প্রাইভেট বার্তা পাঠানো যাবে। সে বার্তা সদস্যের ইমেইলে চলে যাবে অথবা জমা হবে সচলায়তন ইনবক্সে।
১৬ | লিখেছেন দ্রোহী (তারিখ: বিষ্যুদ, ১২/০৭/২০০৭ - ১১:১১পূর্বাহ্ন)
খাইছে, চ্যাটরুমে গন্ডগোল শুরু হয়ে গেছে? একটা ব্যাপার বুঝতে পারছি না। এখানে আমরা যারা আছি, সবাই কোন না কোন একজন ব্লগারের আমন্ত্রন পেয়ে এসেছি যাকে বলা হচ্ছে "ভুত থেকে ভুতে"। "ভুত থেকে ভুতে" পদ্ধতিতে আমন্ত্রিত ব্লগারের আচরণের দায়ভার কিছুটা হলেও আমন্ত্রন দাতার উপরে বর্তায়। সচল ব্লগারের সংখ্যা এখনো খুব বেশী না। তার মানে, এখনো আমন্ত্রন ব্যাপারটি বেশীরভাগ ক্ষেত্রেই ভুত থেকে ভুতে পদ্ধতির দ্বিতীয় কিংবা তৃতীয় স্তরে রয়ে গেছে।
এখনই যদি এতো সমস্যা হয়, তাহলে যদি উন্মুক্ত রেজিষ্ট্রেশন ব্যবস্থা চালু হয় তখন কি হবে।
তাছাড়া, মাথায় টিউমার হলে মাথা কেটে ফেলতে হবে। এই নীতির সাথে কেন জানি একমত পোষন করতে পারলাম না।
ন্ডগোলের ভয়ে চ্যাটরুম বন্ধ করে দিতে হবে? বাংলাক্যাফে কিংবা বিডিচ্যাট সহ বহু আই.আর.সি চ্যানেলে শত শত অপরিচিত মানুষ চ্যাট করে। কিন্তু আমাদের সচলরা বেশীরভাগই সবাই সবার পরিচিত হয়েও সমস্যার সৃষ্টি হচ্ছে। কেন হচ্ছে সেটা বের করাটা জরুরী, চ্যাটরুম বন্ধ করে দিয়ে গন্ডগোলের হাত থেকে রক্ষা পাওয়াটা পলায়নপর মানষিকতা। __________
কি মাঝি? ডরাইলা?
কাইলকা আমার নাম নিয়া হেভি উল্টা পাল্টা কথা বার্তা হইছে। অথচ আমি তখন ছিলামইনা। এই চেটরুম বিষয়টাই ভালোনা। আমি প্রথম থেকে এর বিরুদ্ধে।
আর শিমুল যেটা বল্ল সেটাতো ভয়ঙ্কর। মানিলোকরা এমনিতেই বিপন্নবোধ করছেন পাঠকের ছোবলে তার উপর যদি এইসব হয়। নানা এইসব চেটিং ফেটিং চলতে দেয়া যায়না।
মন্তব্য
এইটাতে কেমনে ঢুকে?
হোক্কে।
তবে তাই হোক।
------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...
আবার লিখবো হয়তো কোন দিন
বাচালায়তন হতে পারে :
ক. সচলালাপ/সচল কথা
চ. কথার হাট
ট. শোনাকথা বলাকথা
ত. পটপটি
প. কফিহাউজে আড্ডা
ভেতরের চ্যাটরুমের নাম হতে পারে :
- সাহায্য ঘর
- বিতর্ক
- খবর
-...
চ্যাটরুম সচল করতে, কার্যকর করতে প্রতিদিন কোনো (বিতর্কিত) টপিক ঝুলিয়ে দিতে পারেন।
একজন সঞ্চালক থাকবেন রুমে, প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য। কাউকে না পেলে সঞ্চালকের উপর রাগ ঝাড়া যাবে নিদেন।
চ্যাটরুমে দেশী/প্রাসঙ্গিক কোনো রেডিও স্টেশন শোনানোর ব্যবস্থা করা যেতে পারে। অনলাইন রেডিও স্ট্রিমিং সম্ভব না হলে সঙ্গীতের কোনো আয়োজন। সাথে সাম্প্রতিক খবর স্ক্রল করবে, কথার বিষয় ফুরালে খবরগুলো রসদ যোগাবে।
নিক পরিবর্তনের সুবিধা বাদ দেয়া হোক। চ্যাটরুমে ঢুকলে সচলায়তনের সকল সদস্যের নাম দেখা যাবে সাইড বারে। যারা অফলাইন/চ্যাটরুমে নেই, তারা ধূসর রঙ। অনলাইনে যারা, তাদের নাম হাইলাইট।
চ্যাটরুমে সুযোগ থাকবে অফলাইন বার্তা পাঠানোর। যেকোনো সদস্যের নিকে ক্লিক করলে প্রাইভেট বার্তা পাঠানো যাবে। সে বার্তা সদস্যের ইমেইলে চলে যাবে অথবা জমা হবে সচলায়তন ইনবক্সে।
_____________________________
জিকোবাজি | ফটো গ্যালারি | ইমেইল
'সচল সংলাপ'/ ''সচল আড্ডা'
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
দ্রৌহী ভাইয়ের সাথে একমত।
দৃশা
খাইছে, চ্যাটরুমে গন্ডগোল শুরু হয়ে গেছে? একটা ব্যাপার বুঝতে পারছি না। এখানে আমরা যারা আছি, সবাই কোন না কোন একজন ব্লগারের আমন্ত্রন পেয়ে এসেছি যাকে বলা হচ্ছে "ভুত থেকে ভুতে"। "ভুত থেকে ভুতে" পদ্ধতিতে আমন্ত্রিত ব্লগারের আচরণের দায়ভার কিছুটা হলেও আমন্ত্রন দাতার উপরে বর্তায়। সচল ব্লগারের সংখ্যা এখনো খুব বেশী না। তার মানে, এখনো আমন্ত্রন ব্যাপারটি বেশীরভাগ ক্ষেত্রেই ভুত থেকে ভুতে পদ্ধতির দ্বিতীয় কিংবা তৃতীয় স্তরে রয়ে গেছে।
এখনই যদি এতো সমস্যা হয়, তাহলে যদি উন্মুক্ত রেজিষ্ট্রেশন ব্যবস্থা চালু হয় তখন কি হবে।
তাছাড়া, মাথায় টিউমার হলে মাথা কেটে ফেলতে হবে। এই নীতির সাথে কেন জানি একমত পোষন করতে পারলাম না।
ন্ডগোলের ভয়ে চ্যাটরুম বন্ধ করে দিতে হবে? বাংলাক্যাফে কিংবা বিডিচ্যাট সহ বহু আই.আর.সি চ্যানেলে শত শত অপরিচিত মানুষ চ্যাট করে। কিন্তু আমাদের সচলরা বেশীরভাগই সবাই সবার পরিচিত হয়েও সমস্যার সৃষ্টি হচ্ছে। কেন হচ্ছে সেটা বের করাটা জরুরী, চ্যাটরুম বন্ধ করে দিয়ে গন্ডগোলের হাত থেকে রক্ষা পাওয়াটা পলায়নপর মানষিকতা।
__________
কি মাঝি? ডরাইলা?
ঢুকতেই*
দৃশা
আমিতো ধুক্তেই পারি না আপনাগো বাচালায়তনে.........গরররররররর
দৃশা
কাইলকা আমার নাম নিয়া হেভি উল্টা পাল্টা কথা বার্তা হইছে। অথচ আমি তখন ছিলামইনা। এই চেটরুম বিষয়টাই ভালোনা। আমি প্রথম থেকে এর বিরুদ্ধে।
আর শিমুল যেটা বল্ল সেটাতো ভয়ঙ্কর। মানিলোকরা এমনিতেই বিপন্নবোধ করছেন পাঠকের ছোবলে তার উপর যদি এইসব হয়। নানা এইসব চেটিং ফেটিং চলতে দেয়া যায়না।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
সৌরভ পোলাটা এমন বদমাইশ হইছে
-------------------------------------------------
যত বড়ো হোক ইন্দ্রধনু সে সুদূর আকাশে আঁকা,
আমি ভালোবাসি মোর ধরণীর প্রজাপতিটির পাখা॥
নাম বদলালেও আছি, না বদলালেও আছি।
__________
কি মাঝি? ডরাইলা?
চ্যাটরুমের নাম "কফিহাউজ" হতে পারে, যেকোন আড্ডার অনুপ্রেরনা হতে পারে।
--------------------------
আমার রুজি রোজগার
বলেন কী, শিমুল? কারা এসব দুষ্টামি করে?
কাল কী হইসিলো?
ইসসরে, আজকাল সব কিছু মিস করি।
নামের ব্যাপারে, আড্ডা শব্দটা থাকলে, আমি কেমন যেন আড্ডাবাজ দার গন্ধ পাই।
আবার লিখবো হয়তো কোন দিন
তকাল আমি শেষের দিকে এসে পুরা কনফিউজড। কী সব নিক চেঞ্জ করে, কার কার নামে কথাবার্তা। আপনি তখন অফলাইন ছিলেন মনে হয়।
*তকাল = গতকাল
হ্যাঁ ভোট দিলাম। কারণ, 'দুষ্টু'র দল মানী লোকের নিক নিয়ে মানহানি করতে পারে। যেটা গতকাল দেখা গেছে
চ্যাটরুমের নাম - বৈঠকখানা/বৈঠকী, কফিহাউজ হলে কেমন হয়?
আড্ডারু/ঘোঁঘের বাসা/আড্ডাগলি/আড্ডাঘর কিংবা অন্য কিছু ।
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আর চ্যাট রূমের নামটা ও 'বাচালায়তন' বদলে অন্য কিছু করুন ।
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
নামের ব্যাপারে সাজেশন আশা করছি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
উঠিয়ে নিন । ব্যাপার টা শেষ পর্যন্ত মজার থাকবেনা আর
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
উঠিয়ে নেয়াটাই ভালো মনে হয়।
এখন আমরা আমরা আছি বলে ঠিক আছে, কিন্তু পরে সদস্য বেশী হলে ক্যাচাল লাগার সমূহ সম্ভাবনা।
তোমার সুরে সুরে সুর মেলাতে