ধন্যবাদ। এইটা পরিষ্কারভাবে দেখতে চাই। একজন যখন ছদ্মনাম নেয় তখন সে চায় তার আসল পরিচয় যেনো কেউ না জানে। আশা করবো সংশ্লিষ্ট কেউ অন্যের আসল পরিচয়টা নিজেদের সার্কেলে ছড়াবে না।
সামহোয়্যারে থাকতে আমার অনেকগুলো আইডি ছিলো। "পথের পাঁচালী" আইডি ব্যবহার করে সিরিয়াস টাইপের ব্লগিং শুরু করবো ভেবেছিলাম। পরে সিদ্ধান্ত থেকে সরে এসে দ্রোহী নিয়ে গুতানো শূরু করি। এছাড়াও আরও অনেকগুলো আইডি ছিল। বলাই বাহুল্য এর মধ্যে মেয়ে আইডিও আছে।
মন্তব্য
_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ
আবার লিখবো হয়তো কোন দিন
আবার লিখবো হয়তো কোন দিন
_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ
আবার লিখবো হয়তো কোন দিন
আবার লিখবো হয়তো কোন দিন
_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ
_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ
দুগ্ধপানের জন্য গাভীক্রয়, মোটেও ভাল কাজ নয়
_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আবার লিখবো হয়তো কোন দিন
অজ্ঞাতবাস
নীড়পাতা.কম ব্লগকুঠি
হুম, বুঝিতে পারিতেছি আমাদের সচলায়তন সাহেব হচ্ছেন জনাব আকন্দ কাকু আর মুখফোড় হচ্ছে বিদিশা কাকী।
আকন্দ কাকু যেমন বিদিশা কাকীর বুকে বুক মিলাইতে চেয়েছিল, এখানেও সে ধরনের একটা ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে।
আমি অনেকগুলো আইডি রাখার পক্ষে।
সামহোয়্যারে থাকতে আমার অনেকগুলো আইডি ছিলো। "পথের পাঁচালী" আইডি ব্যবহার করে সিরিয়াস টাইপের ব্লগিং শুরু করবো ভেবেছিলাম। পরে সিদ্ধান্ত থেকে সরে এসে দ্রোহী নিয়ে গুতানো শূরু করি। এছাড়াও আরও অনেকগুলো আইডি ছিল। বলাই বাহুল্য এর মধ্যে মেয়ে আইডিও আছে।
নাহ্, করেননি।
নতুন মন্তব্য করুন