লুৎফর রহমান রিটনের সাক্ষাৎকার - পর্ব ২

বেতারায়তন এর ছবি
লিখেছেন বেতারায়তন (তারিখ: রবি, ২২/০৬/২০০৮ - ১০:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রথম পর্ব

এই পর্বের শেষের দিকে যান্ত্রিক গোলযোগের কারনে কথা খানিকটা ড্রপ করেছে। আমার ধারনা অডাসিটি সফটওয়্যার দিয়ে রের্কড করার সময়, অটোসেইভ করতে গিয়ে এই গ্যাঞ্জাম বেঁধেছে। উত্তর ধরতে সমস্যা মনে করলে প্রশ্ন করতে পারেন।

স্ক্রীপ্ট
এস এম মাহবুব মুর্শেদ:
ইশতিয়াক রউফ জানতে চেয়েছেন
যারা মফস্বল থেকে ঢাকা শহর হয়ে না এসে সোজা ডিভি/ইমিগ্রেশন পেয়ে আমেরিকা চলে এসেছেন, তাদের বেলায় "স্টেট গ্যাপ" বলে একটা কথা বলা হয়ে থাকে। এই উপমা যথার্থ বা অন্যায্য কিনা, সেই বিতর্কে যাচ্ছি না। বাংলাদেশের আপেক্ষিকে মাধ্যম হিসেবে ব্লগেও "স্টেট গ্যাপ" কথাটা প্রযোজ্য, এবং সেটাই আমার প্রশ্নের প্রেক্ষিত।

বাকি দুনিয়ায় আগে ব্যাক্তিস্বাধীনতা ও তথ্য অধিকার এসেছে, কারিগরী আধুনিকায়ন হয়েছে, ইন্টারনেটের প্রচলন হয়েছে, টেলিযোগাযোগ ব্যাবস্থা অভাবনীয় উন্নতি এসেছে, কাগজের পত্রিকার ওয়েব ভার্সন এসেছে, এবং তারপর সবশেষে এসেছে ব্লগের মত 'ইন্টার্যাককটিভ' মাধ্যম। বাংলাদেশে এই ব্যাপারগুলো আসার আগেই ব্লগিং এসেছে।

অন্যান্য মিডিয়ার উপর কড়া অনুশাসন থাকলেও ব্লগাররা অনেকটাই স্বাধীন ও সাহসী ভাবে মত প্রকাশ করছেন এখনও। তারপরও এর সীমিত সামাজিক প্রভাবের পেছনে কি "স্টেট গ্যাপ"এর ভূমিকা আছে?

যদি ফলাফল বিরূপ বা ধীর হয়েই থাকে, তাহলে এর থেকে উত্তরণের উপায় কী?

হিমু:
দ্রোহী জানতে চেয়েছেন
রিটন ভাইয়ের জন্য আমার করা একমাত্র ব্যতিক্রমধর্মী প্রশ্নটি হচ্ছে:

"রিটন ভাই, আপনি কি ভাবীকে ভয় পান?"

হো হো হো

এস এম মাহবুব মুর্শেদ:
মুমু জানতে চেয়েছেন
লুৎফর রহমান রিটনের সচলায়তনের সাক্ষাৎকারের জন্য আমার প্রশ্ন খুবই সিমপল, বাছাই এ বাদ পরলেও কোনও অসুবিধা নাই হাসি
১) ওনার প্রথম ছড়া কবে লিখেছেন এবং তার পেছনে কোনও কাহিনী আছে কিনা।

হিমু:
আনোয়ার সাদাত শিমুল জানতে চেয়েছেন

আমার শৈশবের প্রিয় ছড়াকারঃ
আপনার বর্তমান প্রবাস জীবন কতোটা রাজনৈতিক, কতোটা ব্যক্তিক। শোনা যায়, চারদলীয় জোট সরকারের চাপে আপনি বিদেশে যেতে বাধ্য হয়েছিলেন। এটা গুজব না সত্যি?

সত্যি হলে, এখন এই সরকারের পক্ষ থেকে সেরকম কোনো চাপ আছে কি? দেশে ফেরার ইচ্ছে আছে? কবে?

(খুব ব্যক্তিগত ইস্যু হলে, উত্তর দেয়ার দরকার নেই। ধন্যবাদ)

এস এম মাহবুব মুর্শেদ:
আহমেদুর রশীদ জানতে চেয়েছেন
প্রশ্নটি বুদ্ধিদীপ্ত নয়, স্বার্থ দীপ্ত।

কানাডায় সেটেল হতে চাই। কি করতে হবে?

হিমু:
রণদীপম বসু জানতে চেয়েছেন
শিশুসাহিত্যে বা ছড়াসাহিত্যে কোন সমালোচনা সাহিত্য গড়ে না ওঠার পেছনে কী কী কারণ আছে বলে আপনি মনে করেন ? এটা কি সৃজনশীল ক্লাসিক উত্তরাধিকারী হবার অযোগ্য কিন্তু পেশি প্রদর্শনকারী লিখিয়েদের মোড়লিপণার প্রভাবে উঠতি সমালোচকদের দমিয়ে রাখার প্রভাব, না কি পাঠক-রুচির নিম্নগামিতা ?
ইদানিং লেখার সমালোচনা করলেই দেখা যাচ্ছে যে লিখিত জবাব না দিয়ে সমালোচক-ব্যক্তির পেছনে আদাজল খেয়ে এরা একজোট হয়ে অসুস্থ ও বিকৃত বিরোধিতায় নেমে যাচ্ছেন। এটা সাহিত্যের জন্য কতোটা স্বাস্থ্যকর হচ্ছে ?

তৃতীয় পর্ব


মন্তব্য

মুশফিকা মুমু এর ছবি

আপনাদের সবার উপস্থাপনা ভাল লাগল চলুক
হাসি নেক্স পর্বের অপেক্ষায় ....
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍এবারের পর্বটা কেমন হঠাত্ শেষ হয়ে গেল বলে মনে হলো।
বাকি অংশের অপেক্ষায়।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

সাক্ষাৎকারের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে ছোট্ট একটি চিরকুট রাখছি-
সচলায়তনের পাতায় প্রশ্নগুলো রিটন ভাইয়ের চোখে অবশ্যই পড়েছে। আশা করি তিনি সময় নিয়ে আরো কিছুটা খোলাখুলি ভাবে বিশেষ একটি পোস্ট দেবেন। দূরভাষণে এবং সময়ের কারণে অনেক কিছুই আপনি সংক্ষেপ করতে বাধ্য হয়েছেন হয়তো।

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

রণদীপম বসু এর ছবি

অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমার প্রশ্নে এসে যান্ত্রিক গোলযোগ বেড়ে গেলো এবং বরাদ্দসময়রেখাও অপরিমিত দেখা গেলো। উত্তর অসম্পূর্ণ রয়ে গেলো বোধ হয়। পরবর্তী পর্বে উত্তর সম্পূর্ণ হবে কি না আমি জানি না।
তবে রিটন ভাই'র উত্তরের শুরুতে মনে হলো আমি আমার প্রশ্নটা তাঁকে বুঝাতে পারিনি। আসলে কি তাই ?
প্রসঙ্গটা যেহেতু ছড়া বা শিশুসাহিত্য নিয়ে, অতএব অনুষঙ্গিক প্রশ্নগুলোও একই বিষয়ে বুঝাবে বলে আমার ধারণা ছিল। কিন্তু ধারণা যে সবসময় সত্যি হয় না আবারও বিশ্বাস করতেই হলো আমাকে।

যেহেতু সাক্ষাৎকারের পরবর্তী পর্বে এ প্রসঙ্গ ফের আসবে কি না জানিনা তাই রিটন ভাই উত্তরের ছায়ায় প্রশ্নকর্তাকে যে পুনঃপ্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, এরও কিছুটা উত্তরের ছায়া মনে হয় সচল শ্রোতা ও পাঠকের স্বচ্ছতার জন্য দিয়ে রাখা নীতিগতভাবে উচিৎ।

শিশুসাহিত্যে ব্যাপকভাবে না হলেও সমালোচনামূলক সাহিত্য হচ্ছে না বলি কী করে ? চট্টগ্রাম থেকে প্রকাশিত ছড়াসাহিত্যের অত্যন্ত জনপ্রিয় লিটল ম্যাগাজিন মাহবুবুল হাসান সম্পাদিত 'ছড়া পত্রিকা' ফেব্রুয়ারি ২০০৮ সংখ্যাটি রিটন ভাই না পাওয়ার কথা নয়। ওখানে প্রধান রচনা 'চারুপাঠের মগ্নকিশোর ও আমাদের কিশোর কবিতা' শিরোনামের হৃষ্টপুষ্ট গদ্যটি নিশ্চয় তাঁর চোখ এরিয়ে যায় নি। যদিও ওখান থেকে সাহিত্যের সমালোচনা অংশটিই ছেটে ফেলা হয়েছে। আর এর লেখকের অবাধ্য কলম বিষয়ে অবগত পাঠকের ভুল বুঝার অবকাশ নিরসনের লক্ষ্যে এই ছেটে ফেলা ও প্রাসঙ্গিক বিষয়ে আরেকটি গদ্য সিলেট থেকে প্রকাশিত লিটল ম্যাগ 'একফর্মা ছড়া পত্র'-এ প্রকাশের পর একটা গোষ্ঠি কর্তৃক আজিজ মার্কেটের 'বাংলার মুখ' নামের বইঘরে বিক্রি নিষিদ্ধ করা হয়, যেখানে ছড়াকার ও বিভিন্ন লেখকের নিয়মিত আড্ডা হয়। এ-ও শোনা যায় যে লেখককে অশ্রুতপূর্ব 'হিন্দু রাজাকার'নামেও আখ্যায়িত করা হয়। যদিও এরা জানে না যে লেখক মুক্তিযুদ্ধকালীন সময়ে মা তিন ভাই ও এক বোন মিলে পাঁচ জনকে হারিয়েছেন। সে যাক্।
রিটন ভাইকে বাংলা একাডেমী পুরস্কার পরবর্তী ছড়াকারদের 'ছড়া একাডেমী' কর্তৃক যে সংবর্ধনা দেয়া হয় সেখানে চট্টগ্রাম থেকে প্রকাশিত আরেকটি লিটল ম্যাগ হাতে হাতে তুলে দেন এর সম্পাদক মিজানুর রহমান শামীম - 'প্রতীকী'। ওখানে 'ছড়াকবিতায় ছন্দের শাসন ও দুঃশাসন' শিরোনামের হৃষ্টপুষ্ট গদ্যটি কি রিটন ভাই পড়ে দেখেন নি ?
এই মাত্র বিদ্যুৎচলে যাওয়ায় এগুলোর মুক্তমনা অন্তর্জালে প্রকাশের লিঙ্ক এ মুহুর্তে দিতে পারছি না। আগ্রহী হলে পরবর্তীতে তা দেয়া যাবে।
ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

উত্তরগুলো বুদ্ধিদীপ্ত। অবশ্য তাই স্বাভাবিক। ভালো লাগলো।
তবে প্রশ্নকর্তা সরাসরি না থাকায় কিছুটা প্রাণের অভাব মনে হলো। আরেকটু আলোচনা টাইপ হলে হয়তো আরো ভালো লাগতো।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

গুড ক্যাচ। এর পরের সাক্ষাৎকারে এটা লক্ষ্য রাখা হবে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অমিত আহমেদ এর ছবি

দুর্দান্ত! পুরো আলোচনাটিই অসাধারণ লাগছে। শেষের উওরটি মনে হয় যেনো কেটে গেলো? পরের খন্ডে বাকিটি পাবো নিশ্চই।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ওই প্রশ্নের উত্তর ওখানেই শেষ। অডিও সমস্যা বেশ ভয়াবহ আকার ধারন করে তারপর পরই। এইখানে রিটন ভাই বলছিলেন, পেশী শক্তির জোরে যদি সবাই লেখক বা কবি হতে পারত তাহলে তো মুরগী মিলন বা ডগ সেলিমরাও বড় বড় সাহিত্যিক হয়ে যেতে পারতেন। কিন্তু তা হয় নি। সুতরাং শুধু পেশী শক্তির জোরে সব কিছু হয় না।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অমিত আহমেদ এর ছবি

এত দেরি কেনো? দিয়ে দেন পরেরটা।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

দ্রোহী এর ছবি

অডিও সমস্যার কারনে ঠিক বুঝলাম না রিটন ভাই কি আমার পেছনে আছেন কিনা?

মডুগণ যারা সাক্ষাৎকার নিলেন অথবা রিটন ভাই যদি একটু বলে দিতেন। হো হো হো


কি মাঝি? ডরাইলা?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

জ্বী উনি আপনার দলেই আছেন। অডিও সমস্যার কারনে কাটা পড়েছে। হো হো হো

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির