কাঁটাযুক্ত ক্যাকটাস, কাঁটামুক্ত ক্যাকটাস - আবৃত্তি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: মঙ্গল, ১৯/০৮/২০০৮ - ৯:০৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ঝরাপাতার কাঁটাযুক্ত ক্যাকটাস, কাঁটামুক্ত ক্যাকটাস কবিতাটা ভাল্লাগছে। তাই জামাই বউ দুই স্টেইটে বইসা হইলেও ফোনে আবৃত্তি কইরা রেকর্ড কইরা ফালাইলাম। খুব বেশী পদের হয়নাই। তবু কইরা যখন ফালাইলাম আপনাগো একটু যন্ত্রনাও দিয়া ফালাই।

উৎসর্গ ঝরাপাতা ব্রাদারকে। চমৎকার একখান কবিতা লিখার জন্য। কবিদের প্রতি অনুরোধ: দুজন আবৃত্তি করা যায় এমন কবিতা এট্টু বেশী বেশী লিইখেন। আপনাদের কর্ণের বারোটা বাজানোর দায়িত্ব আমার আর আমার বউয়ের।

পিছনের আবহ সঙ্গীত মার্টি ফ্রায়েডম্যানের ইন্ট্রুডাকশন এলবামের এরাইভাল নামক সঙ্গীত থেইকা মাইরা দেয়া। কপিরাইট ল-ইয়ার, ক্ষ্যামা কইরা দিয়েনগো ভাইজান।


মন্তব্য

ঝরাপাতা এর ছবি

শুনেছি দুদিন আগে, ভার্সিটিতে, ল্যপটপের এলসিডি চলে যাওয়ায় সার্ভিসিং-এ দিয়েছিলাম..

ভালো লাগল বেশ....

আমার কথোপকথন-১ আবৃত্তি করে দেখতে পারেন। দুজনের জন্য ফিট।


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

তারেক এর ছবি

আপনাদের গলায় ফুলচন্দন পড়ুক মুর্শেদ ভাই... দারুন হইছে!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

থার্ড আই এর ছবি

ভাই আবৃত্তি ভালো হইছে। আর ডুয়েট হইলে আমি আছি সব সময়। ---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ঠিক, ডুয়েট শুনতে এমনিতেই মজা লাগে। কিন্তু দুষ্কের ব্যাপার সচলায়তনে দুয়েট ফ্রকাশিত হয় না তেমন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মুমু আর ভুতের বাচ্চাকে অনেক ধন্যবাদ।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ভূঁতের বাচ্চা এর ছবি

বাহ আপনাদের উদ্যোগের প্রশংসা না করে পারছিনা ভাইয়া, ভাবীকেও বিশাল একটা ধন্যবাদ। ভাবীর গলার শব্দটা আরেকটু পরিষ্কার করে রেকর্ড করতে পারলে ভাল লাগবে পরেরবার। মাইক্রোফোন থেকে করলে হয়তো ভাল হবে ফোনের চেয়ে। আপনার গলাটাও যথেষ্ট ভাল ছিল। এত কষ্ট করে তৈরি করা জামাই-বৌ প্রোডাকশন কোম্পানির কবিতাবৃতি অনেক ভাল লাগল।

--------------------------------------------------------

মুশফিকা মুমু এর ছবি

বাহ! দারুন! হাবি ওয়াইফ দুই স্টেট থেকে বসে করা খুব সুইট আইডিয়াটা। হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

নন্দিনী এর ছবি

বাহ ! চমতকার লাগলো আপনাদের দুজনের আবৃত্তি ।

নন্দিনী

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ধন্যবাদ নন্দিনী দি।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

৪২ বার শোনা আর মন্তব্য তিনখান! আর করুম না আবৃত্তি। কানে ধরছি। ইয়ে, মানে...

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আকতার আহমেদ এর ছবি

মুর্শেদ ভাই বলিয়াছেন :
আর করুম না আবৃত্তি। কানে ধরছি।

কইলেই অইলো? হেডফোন আছিলনা বইলা শুনতারিনাই । আবৃত্তি দারুণ হইছে । আপনাদের দু'জনরেই অভিনন্দন । কবিতাতো লিখতারিনা.. ট্রাই মাইরা দেহি একটা ডুয়েট ছড়া লিখতারি কী না ! চোখ টিপি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গুড গুড... চলুক...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ধন্যবাদ।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

দৃশা এর ছবি

ভাল হইছে।
--------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ধন্যবাদ
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অণৃণ্য এর ছবি

দারুণ ব্যপার ।:)

অণৃণ্য এর ছবি

মনোগ্রাহী আবৃত্তি হয়েছে।সুন্দর পড়েন আপনারা।খুব ভাল লেগেছে শুনে।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ধন্যবাদ।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির