সচলায়তনের ডোমেইন পাওয়া যাচ্ছে কি?

সচলায়তন এখন www.sachalayatan.com, www.sachalayatan.net, www.sachalayatan.org এবং www.muktopran.org থেকে ব্রাউজ করতে পারার কথা। ব্রাউজারের এড্রেস বারে যে এড্রেস ব্যবহার করবেন সেটাই দেখতে পাবার কথা। অর্থাৎ যাই টাইপ করেন সেটাই থাকবে, www.sachalayatan.com হবে না। যে কটা ডোমেইন ঠিক মতো ব্রাউজ করতে পারবেন সব কটা সিলেক্ট করুন।

Choices

দুঃখিত, এই পোস্টে আপনার ভোট গৃহীত হবে না।

মন্তব্য

আলমগীর এর ছবি

আর ভোটের প্রয়োজন নেই। যারা ভোট দিয়েছেন ধন্যবাদ।

সব ডোমেইন www.sachalayatan.com এ রিডিরেক্ট করে দেয়া হয়েছে। এখন থেকে যে কোনটা টাইপ করলে তা .কমে চলে যাবে।

সার্ভারের লোড কমানোর জন্য এটা দরকারী ছিল। এ পরিবর্তনের জন্য সাইটের উপর কোন প্রভাব পড়েনি।

সাইটে ঢোকতে এখন কারো সমস্যা হলে সচলের মেইলিং লিস্টে একটা মেইল ঠুকে দিন।

ভূঁতের বাচ্চা এর ছবি

সব গুলাই পাইতাছি।
আমি তো ভোট দিবার পারিনা তাই লেইখা দিয়া গেলাম।

--------------------------------------------------------

অতন্দ্র প্রহরী এর ছবি

ভোট দিয়েছি!
পেইজ ঠিকমতো আসে কি না, আর ডোমেইন নামগুলো ঠিক আছে কি না, শুধু সেটুকুই দেখলাম। সবগুলো ডোমেইনই কাজ করছে।
_______________
বোকা মানুষ মন খারাপ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সব ডোমেইন পাওয়া যাচ্ছে।

রণদীপম বসু এর ছবি

সবগুলোআসছে। এ মুহূর্তে নেট এ আছি।
লেখার সাইজ ছোট। নরমাল বা বাড়াতে চাইলেই পেইজ চলে যায় এবং ম্যাসেজ আসে
দিস পেইজ ইজ নাউ টেম্পোরারিলি আনএভেইল্যাবল।ট্রাই নেক্সট।

সমস্যা আছে কোনো ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

আলমগীর এর ছবি

কাজ করছে তো। আবার দেখুন তো।

বিপ্লব রহমান এর ছবি

লেখায় কিছুতেই ছবি যোগ করতে পারিনি। অন্য সচলরা অবশ্য পারছেন দেখছি। কেমনে কী? খাইছে


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

সব পাওয়া গেলেও net সহজে হলো।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

কল্পনা আক্তার এর ছবি

আমি সব গুলোতেই ঢু মেরেছি এবং সবকটাই ঠিক ভাবে দেখতে পেরেছি।

যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা আবার প্রিয় সচলকে নতুন আঙ্গিকে দেখতে পাচ্ছি তাদের সবাইকে অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ হাসি

কল্পনা আক্তার

................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

মুজিব মেহদী এর ছবি

সবকটাই পাওয়া যাচ্ছে।

................................................................
তোমার হাতে রয়েছি যেটুকু আমি, আমার পকেটে আমি আছি যতটা, একদিন মনে হবে এটুকুই আমি, বাকি কিছু আমি নই আমার করুণ ছায়া

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

পান্থ রহমান রেজা এর ছবি

নাহ্ আমি www.sachalayatan.com ছাড়া সবগুলোতেই ঢুকতে পারতেছি।

আলমগীর এর ছবি

নাহ্ আমি www.sachalayatan.com ছাড়া সবগুলোতেই ঢুকতে পারতেছি।

এটাতে ঠিক কী দেখায়? সার্ভার অফলাইন, সাইট অফলাইন, ডোমেইন পাওয়া যাচ্ছে না- এরকম কিছু একটা বলে নিশ্চয়ই।
একটা ছবি জুড়ে দিতে পারেন কষ্ট করে?

পান্থ রহমান রেজা এর ছবি

সকাল থেকে ইন্টারনেট এক্সপ্লোরার-এ সচলায়তনডটকমে গুঁতাইছিলাম। বারেবারে এই মেসেজ দিতেছিল- Please wait while the site comes back up. পরে মজিলা ফায়ারফক্স মাধ্যমে ঢুকতে পারি। আর এখন ইন্টারনেট এক্সপ্লোরার-এ সচলায়তনডটনেটের মাধ্যমে ঢুকে আগের মতো লিখতেছি। তবে এই দুইটার www.sachalayatan.org এবং www.muktopran.org খোঁজ নেয়া হয়নি এখনো। আর চেহারা মনে হয় আগের টা ফিরে এসেছে। আমার কাছে নতুনটাই ভালো লেগেছিল। যাহোক কাজের সাথে যুক্ত সবাইকে ধন্যবাদ।

তীরন্দাজ এর ছবি

আমি সবগুলোই ঠিকভাবেই পেলাম।

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সৌরভ এর ছবি

সবই আসছে।
সচলায়তনডটনেট এর কন্টেন্টে মনে হয় সমস্যা আছে। কারণ আপনার এই পোস্টটা সচলায়তনডটনেটে দেখাচ্ছে না। সেটাই স্বাভাবিক নাকি? অনেকবার রিফ্রেশ করলাম।
আর সবগুলো ঠিক আছে।

শুধু ফ্রন্ট পেজই ঠিক আছে। ইউজারদের লিংকে টেমপ্লেট/সিএসএস ফাইল মনে হয় লোড হয় না। শুধু টেক্সট আসে।


আবার লিখবো হয়তো কোন দিন

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ক্যাশিং চালু করা আছে সেকারনে .net এ কনটেন্ট আসতে দেরী হতে পারে। তবে সেটাতো অন্যান্য গুলোর ক্ষেত্রেও হবার কথা!

ইউজার পেইজ ঠিক করলাম। একটা মডিউল বন্ধ করা ছিল।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সৌরভ এর ছবি

এখন সব ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ।


আবার লিখবো হয়তো কোন দিন