কমেন্ট পদ্ধতি কেমন চান?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: বিষ্যুদ, ০৭/০৬/২০০৭ - ৩:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি
যেমন আছে তেমনই তো ভালো । আমাদের সবকিছু সামহোয়ারের মতো হবে কেনো? ওদের চেয়ে বেটার করবো আমরা :)

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
আমাদের সচলায়তনেরটা ভালো লাগছে।
সৌরভ এর ছবি
হ্যাঁ, ভালোইতো লাগছে । তবে, রিপ্লাই এর রিপ্লাই এর রিপ্লাই ... বেশি লুপ হয়ে গেলে দৃষ্টিকটু হইতে পারে । ------ooo0------ এই আমি যদি জেগে উঠি অন্য কোন সময়ে অথবা অন্য কোন পৃথিবীতে ,তবে কি পারতাম আমি অন্য একজন হয়ে উঠতে ?

আবার লিখবো হয়তো কোন দিন

ধুসর গোধূলি এর ছবি
রিপ্লাই এর রিপ্লাই করলে কেমন হয় দেখি - টেস্টিং সৌরভ!
উৎস এর ছবি
আমি এখনকার মতো চাই, এছাড়া রিভার্স অর্ডার হলে ভালো। বেশী মন্তব্য হলে এরকম লিংক থাকতে পারে, "পুরোনোগুলো দেখুন", তাহলে পেজ লোড টাইম কম হবে।
ধুসর গোধূলি এর ছবি
বাহ্, রিপ্লাই করলে পার্টিকুলার কমেন্টের পরেই দেখায়, এটা খুব ভালো জিনিষ। এক্ষেত্রে যেটা করা যেতে পারে, রিপ্লাই কমেন্ট গুলো একটা লিংকে রাখা যেতে পারে যেমনটা উৎস ভাই বললেন। "এই কমেন্টের প্রতি উত্তর সমূহ" নামে একটা লিংকে ক্লিক করলেই কমেন্ট গুলো দেখাবে। আর গ্যাপ নিয়ে যেটা বলেছিলাম, সেটা মনেহয় এখনো আছে!
হাসিব এর ছবি
এরকম ফেইসবুকে আসে দেখছি । এইটাই ভালো । সামহয়ারের ওগোরে কইছিলাম । কিন্তু যথারীতি নো রিপ্লাই । স্বাক্ষর নাই কোন ।
হযবরল এর ছবি
হযবরল এর ছবি
হযবরল এর ছবি
হযবরল এর ছবি
হযবরল এর ছবি
হযবরল এর ছবি
হযবরল এর ছবি
হযবরল এর ছবি
হযবরল এর ছবি
হযবরল এর ছবি
হযবরল এর ছবি
হযবরল এর ছবি
হযবরল এর ছবি
হযবরল এর ছবি
দেখেন কাকা'রা লুপ বড় হইলে কেমন উল্টা পিরামিড হয়া যায়।
আরিফ জেবতিক এর ছবি
হ!
হিমু এর ছবি
সচলায়তনের ব্লগারুরা আশা করি খামাকাই এরকম উল্টা পিরামিড তৈরি করবেন না :) ... হে হে হে।
আরিফ জেবতিক এর ছবি
সত্য কথা!হা:হা:হা:।
এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
সত্য সত্য :)
ধুসর গোধূলি এর ছবি
কথা সত্য হইতে হইলে তো সবাইরে নৌকার এক পাশে গিয়া বইতে হইবো। তাইলে নৌকা ডুববো না? আর যদি দুই পাশেই বসার লোক আসে তখন যাতে কোন সুযোগের সুবিধা নিতে কেউ না পারে, সেই দিকেও খেয়াল রাখা উচিৎ, না কি জনগণ। _________________________________ <স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
যূথচারী এর ছবি
আপাতত এই রকমই থাক, সমস্যা মনে হলে পরে তো বদলানো যাবেই, তাই না?

চোখের সামনে পুড়ছে যখন মনসুন্দর গ্রাম...
আমি যাই নাইরে, আমি যেতে পারি না, আমি যাই না...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।