৩ | লিখেছেন সৌরভ (তারিখ: বিষ্যুদ, ০৭/০৬/২০০৭ - ৫:৩৭অপরাহ্ন)
হ্যাঁ, ভালোইতো লাগছে ।
তবে, রিপ্লাই এর রিপ্লাই এর রিপ্লাই ... বেশি লুপ হয়ে গেলে দৃষ্টিকটু হইতে পারে ।
------ooo0------
এই আমি যদি জেগে উঠি অন্য কোন সময়ে অথবা অন্য কোন পৃথিবীতে ,তবে কি পারতাম আমি অন্য একজন হয়ে উঠতে ?
৬ | লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: বিষ্যুদ, ০৭/০৬/২০০৭ - ১০:৪৬অপরাহ্ন)
বাহ্, রিপ্লাই করলে পার্টিকুলার কমেন্টের পরেই দেখায়, এটা খুব ভালো জিনিষ।
এক্ষেত্রে যেটা করা যেতে পারে, রিপ্লাই কমেন্ট গুলো একটা লিংকে রাখা যেতে পারে যেমনটা উৎস ভাই বললেন। "এই কমেন্টের প্রতি উত্তর সমূহ" নামে একটা লিংকে ক্লিক করলেই কমেন্ট গুলো দেখাবে।
আর গ্যাপ নিয়ে যেটা বলেছিলাম, সেটা মনেহয় এখনো আছে!
কথা সত্য হইতে হইলে তো সবাইরে নৌকার এক পাশে গিয়া বইতে হইবো। তাইলে নৌকা ডুববো না?
আর যদি দুই পাশেই বসার লোক আসে তখন যাতে কোন সুযোগের সুবিধা নিতে কেউ না পারে, সেই দিকেও খেয়াল রাখা উচিৎ, না কি জনগণ।
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
মন্তব্য
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আবার লিখবো হয়তো কোন দিন
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
নীড়পাতা.কম ব্লগকুঠি
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
চোখের সামনে পুড়ছে যখন মনসুন্দর গ্রাম...
আমি যাই নাইরে, আমি যেতে পারি না, আমি যাই না...
নতুন মন্তব্য করুন