অতি সম্প্রতি সচলায়তনে ফ্লিকার থেকে ছবি-ধারা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। এটা চালু করতে আপনার একাউন্ট সম্পাদনায় যান। লগইন করার পর উপরে হাতের ডানে আপনার নামে ক্লিক করলে আপনার প্রোফাইল পেইজ দেখতে পাবেন। সেখানে সম্পাদনা ক্লিক করলে আপনার uid.'/edit', array('title' => 'প্রোফাইল পেইজ সম্পাদনা'), NULL, NULL, TRUE, TRUE);?> করতে পারবেন।
স্ক্রল করে নীচের দিকে আসুন। পেইজ মাঝামাঝি এক জায়গায় "FlickrHood User Settings" দেখতে পাবেন। সেখানে আপনার ফ্লিকার ইউজার নেইম অথবা ফ্লিকার ইমেইল এড্রেস দিন। পেইজটি সংরক্ষণ করুন। এবার আপনার প্রোফাইল পেইজে অথবা ব্লগে হাতের ডানদিকে ফ্লিকারে আপলোড করা ৮ টি ছবি দৈবচয়ন করে দেখান হবে। শুধুমাত্র PUBLIC অপশন নির্বাচন করা ছবিগুলোই দেখা যাবে। একটি উদাহরণ পাবেন এখানে।
এছাড়া uid, array('title' => 'আপনার ফ্লিকার পেইজ'), NULL, NULL, TRUE, TRUE);?> আপনার সবছবি ব্রাউজ করা যাবে। এই লিংকটি আপনার প্রোফাইলেও পাবেন।
ফিচারটি এখনও বেটা পর্যায়ে আছে। ভবিষ্যতে এটি বন্ধ করা হতে পারে।