জরিপ: আপনার কাছে ইন্টারনেট কতটা গুরুত্বপূর্ণ?

ইন্টারনেট আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ? আপনাকে যদি বলা হয় দু সপ্তাহ ইন্টারনেট ব্যবহার অথবা দু সপ্তাহ সেক্স থেকে বঞ্চিত থাকতে হবে তাহলে কোনটা বেছে নিবেন?

এক্ষেত্রে সেক্সকে ইন্টারনেটের বিকল্প যে কোন কিছু ভাবতে পারেন। একইরকম জরিপ পশ্চিমা বিশ্বে চালানো হয়েছিল। আমাদের দেশের পরিপ্রেক্ষিতে সেক্সকে আপনার পছন্দের পরিপুরক একটা এক্টিভিটি ধরে নিন। যেমন, আড্ডা দেয়া, গান শোনা।

Choices

দুঃখিত, এই পোস্টে আপনার ভোট গৃহীত হবে না।

মন্তব্য

জ্বিনের বাদশা এর ছবি

আমার বেলা ইন্টারনেটতো বন্ধুদের আড্ডার কাছেই হাইরা যায়
তারপরও ৭১% !!!!
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

অছ্যুৎ বলাই এর ছবি

হাসপাতালে যাওয়ার আগ পর্যন্ত ভাবতাম ইন্টারনেট ও কম্পুটার ছাড়া থাকা সম্ভব না। আসলে সম্ভব। দেশে গেলে নেটে বসা হয় কদাচিৎ। কোনো শারিরীক সমস্যা না থাকলে আর সুযোগের অভাবে চরিত্রবান ক্যাটেগরী বাদে প্রায়োরিটি হিসেবে সেক্স অবশ্যই আগে আসে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অতন্দ্র প্রহরী এর ছবি

যারা এখনো সেক্স করে নাই (ইন্টারনেটের স্বাদ তো নিশ্চিতভাবেই পেয়েছে), তারা কিসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিবে, সেইটা ভাবছি চোখ টিপি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

হিমু এর ছবি

তাদের নিচের গানটি গুনগুনিয়ে গাইতে শোনা গেছে বলে জানা গেছে।


আমার এ দু'টি হাত পাথর তো নয়
তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায় ...


হাঁটুপানির জলদস্যু

অতন্দ্র প্রহরী এর ছবি

দেঁতো হাসি

তারপরও, দুধের স্বাদ কি আর ঘোলে মেটে? চোখ টিপি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

এনকিদু এর ছবি

সেটাই কথা । 'মাসুম' দের জন্য মাসুম টাইপের একটা অপশন দেয়া হোক । যেমন ধরেন "ফান্টা খাব না ২ সপ্তাহ" ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অতন্দ্র প্রহরী এর ছবি

আমাদের মাসুম কদু ভাইয়ের জন্য নতুন অপশন যোগ করা হোক দেঁতো হাসি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

স্পর্শ এর ছবি

পাক্কা দুই যুগ পার করে দিয়েছি সেক্স ছাড়া। এটা কোন ব্যপারই না। কিন্তু শেষ কবে নেট ছাড়া টানা দুই সপ্তাহ পার করেছি, মনে করতে গেলে স্মরণ শক্তির উপর ব্যপক চাপ পড়ে যাবে! ইয়ে, মানে...
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

ভূঁতের বাচ্চা এর ছবি

আমি হলে দুই হপ্তা সেক্স না করাটাকেই বেছে নিতাম কারণ ইন্টারনেট ছাড়া আমার চলবেনা। খাওয়ার চাইতেও জরুরি আমার কাছে এটা !!

--------------------------------------------------------

অতিথি লেখক এর ছবি

সেক্স? সেটার ক্ষুধা যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই তো অনাহারী। পারমু না কেমনে কই?

তবে ইন্টারনেট ছেড়ে থাকতে হবে বললে আমার কিছুই করার নাই। থাকতে হবে। কারণ সে তো আমার বউ না...

সুযোগ পেলে... যার স্বাদ কোনদিন পাই নাই সেটা পেতে চাইতাম, আর কি...

...নামহীন

অবাঞ্ছিত এর ছবি

সেক্স এর সমস্যা হইল যে আমগোর যাগো ঘরে বউ নাই, তাগোর লেইগ্যা ঐটা কোনো অপশন না.... ইসপিসালি যুদি যুক্তি আর বুদ্ধি লাগাইন...

তয় ইন্টারনেট ছাড়া আঁই দুই ঘন্টা থাক্তাইতোন্নো।.. বাকিডা পাইনা তাই খাইনা !

I think , therefore i am - Descartes

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

পান্থ আপনার মন্তব্যটি মুছে দিলাম। একটু বুঝেশুনে ব্রো।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দুইটার কোনোটা ছাড়াই চলবে না... ফাইজলামি নাকি?
তাই ভোটদানে বিরত থাকিলাম

তবে মন্তব্য পড়ে আমি খুবই হতাশ... বিবাহ এবং সেক্স দুইটারে এক কাতারে ফেলে দেবার তীব্র নিন্দা জানাই... একটা আরেকটার শর্ত হইতে পারে না...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

এই জন্যেই বিবাহিত কাউরে উইশ করার সময় রাশানরা শয়তানি কইরা কয়, "তোমার দাম্পত্য- ও ব্যক্তিগত জীবন সুখের হোক" চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

এনকিদু এর ছবি

রাশানরা আসলে বুদ্ধিমান জাতি ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হা হা হা হা... জটিল... এইটা মুখস্থ করলাম
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

কীর্তিনাশা এর ছবি

আমিও তিন নম্বর। মানে দুইটাই লাগপে দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ধুসর গোধূলি এর ছবি

- আগে ইন্টারনেট সেবা নিশ্চিত করো, আগামী দুই সপ্তাহে বিবাহের কোনই সম্ভাবনা নাই। আগে বড় হই, বিবাহ হইয়া নিক, তখন আইসা ভুটাইয়া যামুনে! দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

রানা মেহের এর ছবি

মুর্শেদের এই গোলগাল হাসিমুখ ছবি দেখে
কেন যেন মনে হচ্ছে সে এরকম একটা জরিপই করতে চাচ্ছে!!!!!! (জিহ্বা কামড়ে ধরাটিকন )
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

অমিত এর ছবি

দুই সপ্তাহ ইন্টারনেট ছাড়া থাকতে পারব, কিন্তু সেক্স ছাড়া পারব না

উপরের ক্যাটাগরীতে ভোট দিয়েছেন একজন। ইয়ে মানে আমাদের মধ্যে নববিবাহিত কেউ আছেন নাকি ? (অবশ্য ধূগো ভুট দিয়া থাকলে ব্যাপার অন্য।)

আর অন্য ক্যাটাগরিতে ভোট দেখা যাচ্ছে ছয় খান। সচলদের মধ্যে অবিবাহিত অথবা দীর্ঘ দিন ধরে বিবাহিত লুকজনের সংখ্যাই বেশি। তারা ২ সপ্তাহ সেক্স ছাড়া এমনিতেই থাকেন। তাই ক্যাটগরি বাছবিচারে সমস্যা হয় নি কোনও। তবে অপশনটা যদি নেট আর সেক্স না হয়ে নেট আর নেটসেক্স হত তাহলে মনে হয় হাড্ডাহাড্ডি হয়ে যেত একটা।

তারেক এর ছবি

এই অপশনে পরত্থম ভুট্টা আমিই দিছিলাম। হো হো হো
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

ধুসর গোধূলি এর ছবি

- এইরম ক্যারাবেরা যে ধুগোরে নিয়া লাগাইবেন এইটা জানতাম! মন খারাপ
নিজের পিণ্ডি ধুগোর ঘাড়ে!
অথচ ধুগো কেবল মাত্র এখনি এই পোস্টে ঢুকলো।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

দীর্ঘ দিন ধরে বিবাহিত লুকজনের সংখ্যাই বেশি। তারা ২ সপ্তাহ সেক্স ছাড়া এমনিতেই থাকেন।

কস্কি রে মমীন অ্যাঁ , আমিতো আরো ভাব্লাম বিয়া করি নাই বইলা ...

[পোয়েটিক তুইতোকারি কিন্তু]
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

অভ্রনীল এর ছবি

ভাবতে দেন... ভাইবা উত্তর দিব...

_______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

কবি এর ছবি

আসলেই শেষ কবে দু সপ্তাহ নেট ছাড়া ছিলাম মনেই পড়ে না !

অমিত [অতিথি] এর ছবি

কার সংগে সেক্স ??

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অমিত এইটা তোমার একাউন্ট না?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অমিত এর ছবি

হ ইটাই

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কনফিউজ হয়ে গেছিলাম এট্টু।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

যার সঙ্গে সেক্স করাটা যুক্তি, বুদ্ধি এবং রুচি সম্মত।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অমিত এর ছবি

তাইলে তো গিয়ানজাম হয়া গেল।রুচি না হয় বুঝলাম, কিন্তু যুক্তি আর বুদ্ধি দিয়ে ঐ কাজ করতে গেলে তো মনে হয় ২০ দিনের বেশি এমনিই লাগবে। ইন্টারনেটকেই বেছে নিতে হল মনে হচ্ছে !!

স্বপ্নাহত এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

এনকিদু এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
গুল্লি হইছে চলুক


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

এনকিদু এর ছবি

যারা নেট সেক্স করে তাদের ক্ষেত্রে কী হবে ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রণদীপম বসু এর ছবি

আত্মহত্যা...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

কোনওটাই সম্ভব নয় মন খারাপ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আমার পছন্দের অপশন নাইঃ

৩) দুই সপ্তাহ কোনোটাই ছাড়া থাকতে পারবো না ।

ধুসর গোধূলি এর ছবি
আনোয়ার সাদাত শিমুল এর ছবি

জনাব, খাইস্টা চিন্তা বাদ্দিয়ে পোস্টে কি বলা আছে সেটা মন্দিয়ে দেখেন।

রণদীপম বসু এর ছবি

আপনি তো ভাই সুবিধার লোক না ! দুটো অতি-আবশ্যক বিষয়কেই একই পাল্লার দু'দিকে তুলে দিলেন ! এ তো মহা-মুসিবত দেখছি !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’