শুনতে পারলাম না...
এখনো আমার ল্যাপটপ মিয়া ঠিক হয় নাই... তবে আগামীকাল ঠিক হয়ে যাবে বলে আশা করছি। তখন শুনবো...
শিমূলকে অভিনন্দন পুনরায়
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ইন্টারভিউয়ের মাঝে পুউঁত পুউঁত করে একটা শব্দ হচ্ছিল। সেটা সরাতে গিয়ে একটা mp2 ফাইল আপলোড করা হয়েছিল। সেটা ঠিক মতো শোনা যাচ্ছিল না। শেষমেষ ভাল একটা ভার্সন আপলোড করা হল।
৫ | লিখেছেন প্রকৃতিপ্রেমিক (তারিখ: রবি, ২২/০২/২০০৯ - ৯:৩২পূর্বাহ্ন)
অডিও ফরম্যাটে কোন পরিবর্তন করা হয়েছে কি? বিকালেও ক্লিক করে শোনা যাচ্ছিল এখন দেখি ইংরেজীতে দেখাচ্ছে "Click to play"। সেখানে ক্লিক করলেও কিছুই হচ্ছেনা শুধু বিরাট একটা Q দেখাচ্ছে
মন্তব্য
গ্রেটগ্রেটাগ্রেট!
অভিনন্দন গল্পকার শিমুলকে, আবারও।
হিমু ভাইয়ের ইস্ত্রি করা কণ্ঠও এই প্রথম শুনলাম। অনেক ভাল্লাগলো সত্যিই।
ধন্যবাদ।
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
আনোয়ার সাদাত শিমুলকে মারদাঙ্গা অভিনন্দন।
বেতারায়তনের পরবর্তী প্রকল্প কবে বাস্তবায়িত হবে?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
সাক্ষাতকার শুনে আমি টাস্কি পুরা টাশকি। হিমু এতো ভদ্রলোকের মতোন কথা কয় ???
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
সাক্ষাৎকার শুনলাম। দারুন হয়েছে। শিমুল ভাই অনেক স্বতস্ফূর্ত ছিলেন, জড়তা ছিল না কোনো। আর হিমু ভাইয়ের কিন্নরী কন্ঠ সম্পর্কে কী আর কইতাম
এমন উদ্যোগ বহাল থাকুক। সম্ভব হলে সব সচলের, যাদের বই এসেছে, সাক্ষাৎকার নেওয়া হোক। প্রকাশকদেরও (টুটুল ভাই, আলবাব ভাই) নেয়া যেতে পারে।
সাক্ষাৎকার শুনতারলাম না
তবে বই খানা কিনিয়াছি। পড়িয়া মন্তব্য করিবো আশা রাখি।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
শিমূলকে অভিনন্দন
...........................
Every Picture Tells a Story
অনেক অনেক অনেক ধন্যবাদ, মুস্তাফিজ ভাই।
আমি কি এ ছবিটি সংরক্ষণ ও বিতরণের অনুমতি পেতে পারি?
খাইছে, শিমুল ভাই দেখি ব্যাপক ভদ্রলোক !!!
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
শিমুল ভাইকে অভিনন্দন
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শুনতে পারলাম না...
এখনো আমার ল্যাপটপ মিয়া ঠিক হয় নাই... তবে আগামীকাল ঠিক হয়ে যাবে বলে আশা করছি। তখন শুনবো...
শিমূলকে অভিনন্দন পুনরায়
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ইন্টারভিউয়ের মাঝে পুউঁত পুউঁত করে একটা শব্দ হচ্ছিল। সেটা সরাতে গিয়ে একটা mp2 ফাইল আপলোড করা হয়েছিল। সেটা ঠিক মতো শোনা যাচ্ছিল না। শেষমেষ ভাল একটা ভার্সন আপলোড করা হল।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
দারুন সাক্ষাতকার হয়েছে তো!
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
শুনতাম ফারি না রে...শুন্তাম ফারি না!
----------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
চমৎকার একটি সাক্ষাতকার হয়েছে। শিমূল ভাইকে অভিনন্দন আর হিমু ভাইকে অসংখ্য ধন্যবাদ!
...........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
অডিও ফরম্যাটে কোন পরিবর্তন করা হয়েছে কি? বিকালেও ক্লিক করে শোনা যাচ্ছিল এখন দেখি ইংরেজীতে দেখাচ্ছে "Click to play"। সেখানে ক্লিক করলেও কিছুই হচ্ছেনা শুধু বিরাট একটা Q দেখাচ্ছে
প্রথম বই প্রকাশের অনুভূতি অবশ্যই অন্যরকম। শিমুলকে অভিনন্দন।
___________________
সহজ কথা যায়না বলা সহজে
শিমুলভাইকে প্রথম বই প্রকাশের অভিনন্দন। শুনে ভালো লাগল ইন্টারভিউটি। ব্লগ নিয়ে আলোচনাটা একটু বেশি ভালো লাগছে।
শিমুলভাইকে প্রথম বই প্রকাশের অভিনন্দন...
জাতি জানতে চায়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
- প্রতিটা উত্তরের পর "টুট" জিনিষটা আবার কী?
শিমুলকে অভিনন্দন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ