আনোয়ার সাদাত শিমুলের সাক্ষাৎকার: অথবা গল্পহীন সময়

বেতারায়তন এর ছবি
লিখেছেন বেতারায়তন (তারিখ: রবি, ২২/০২/২০০৯ - ২:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সম্প্রতি আনোয়ার সাদাত শিমুলের অথবা গল্পহীন সময় নিয়ে আলোচনার সুযোগ হয়েছে বেতারায়তন টীমের। আলোচনাটা তুলে দিলাম আপনাদের জন্য।


মন্তব্য

সাইফুল আকবর খান এর ছবি

গ্রেটগ্রেটাগ্রেট! চলুক
অভিনন্দন গল্পকার শিমুলকে, আবারও।
হিমু ভাইয়ের ইস্ত্রি করা কণ্ঠও এই প্রথম শুনলাম। অনেক ভাল্লাগলো সত্যিই। হাসি
ধন্যবাদ।

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আনোয়ার সাদাত শিমুলকে মারদাঙ্গা অভিনন্দন।

বেতারায়তনের পরবর্তী প্রকল্প কবে বাস্তবায়িত হবে?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

তানবীরা এর ছবি

সাক্ষাতকার শুনে আমি টাস্কি পুরা টাশকি। হিমু এতো ভদ্রলোকের মতোন কথা কয় ???

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অতন্দ্র প্রহরী এর ছবি

সাক্ষাৎকার শুনলাম। দারুন হয়েছে। শিমুল ভাই অনেক স্বতস্ফূর্ত ছিলেন, জড়তা ছিল না কোনো। আর হিমু ভাইয়ের কিন্নরী কন্ঠ সম্পর্কে কী আর কইতাম চোখ টিপি

এমন উদ্যোগ বহাল থাকুক। সম্ভব হলে সব সচলের, যাদের বই এসেছে, সাক্ষাৎকার নেওয়া হোক। প্রকাশকদেরও (টুটুল ভাই, আলবাব ভাই) নেয়া যেতে পারে।

কীর্তিনাশা এর ছবি

সাক্ষাৎকার শুনতারলাম না মন খারাপ

তবে বই খানা কিনিয়াছি। পড়িয়া মন্তব্য করিবো আশা রাখি।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মুস্তাফিজ এর ছবি

শিমূলকে অভিনন্দন

20090220_2677

...........................
Every Picture Tells a Story

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অনেক অনেক অনেক ধন্যবাদ, মুস্তাফিজ ভাই।
আমি কি এ ছবিটি সংরক্ষণ ও বিতরণের অনুমতি পেতে পারি?

সবজান্তা এর ছবি

খাইছে, শিমুল ভাই দেখি ব্যাপক ভদ্রলোক !!!


অলমিতি বিস্তারেণ

গৌতম এর ছবি

প্রতিটা উত্তরের পর "টুট" জিনিষটা আবার কী?

শিমুল ভাইকে অভিনন্দন
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শুনতে পারলাম না...
এখনো আমার ল্যাপটপ মিয়া ঠিক হয় নাই... তবে আগামীকাল ঠিক হয়ে যাবে বলে আশা করছি। তখন শুনবো...
শিমূলকে অভিনন্দন পুনরায়
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ইন্টারভিউয়ের মাঝে পুউঁত পুউঁত করে একটা শব্দ হচ্ছিল। সেটা সরাতে গিয়ে একটা mp2 ফাইল আপলোড করা হয়েছিল। সেটা ঠিক মতো শোনা যাচ্ছিল না। শেষমেষ ভাল একটা ভার্সন আপলোড করা হল।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অমিত আহমেদ এর ছবি

দারুন সাক্ষাতকার হয়েছে তো!
চলুক


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

দৃশা এর ছবি

শুনতাম ফারি না রে...শুন্তাম ফারি না!
----------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

কল্পনা আক্তার এর ছবি

চমৎকার একটি সাক্ষাতকার হয়েছে। শিমূল ভাইকে অভিনন্দন আর হিমু ভাইকে অসংখ্য ধন্যবাদ!

...........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

প্রকৃতিপ্রেমিক এর ছবি

অডিও ফরম্যাটে কোন পরিবর্তন করা হয়েছে কি? বিকালেও ক্লিক করে শোনা যাচ্ছিল এখন দেখি ইংরেজীতে দেখাচ্ছে "Click to play"। সেখানে ক্লিক করলেও কিছুই হচ্ছেনা শুধু বিরাট একটা Q দেখাচ্ছে মন খারাপ

জিজ্ঞাসু এর ছবি

প্রথম বই প্রকাশের অনুভূতি অবশ্যই অন্যরকম। শিমুলকে অভিনন্দন।

___________________
সহজ কথা যায়না বলা সহজে

বিমূঢ় এর ছবি

শিমুলভাইকে প্রথম বই প্রকাশের অভিনন্দন। শুনে ভালো লাগল ইন্টারভিউটি। ব্লগ নিয়ে আলোচনাটা একটু বেশি ভালো লাগছে।

বিপ্রতীপ এর ছবি

শিমুলভাইকে প্রথম বই প্রকাশের অভিনন্দন...

- প্রতিটা উত্তরের পর "টুট" জিনিষটা আবার কী?

জাতি জানতে চায়... চলুক
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

ধুসর গোধূলি এর ছবি