সার্ভার রিনিউ করার সময় হয়ে এসেছে। এক বছরের জন্য রিনিউ করার ইচ্ছে থাকলেও সম্প্রতি এর গতি নিয়ে আমরা সন্দিহান হয়ে পড়েছি। এখন আপনাদের ফিডব্যাকের ভিত্তিতে হয় এক বছরের জন্য নতুবা মাসিক ভিত্তিতে সার্ভারের অর্থ পরিশোধ করব আমরা। বলা বাহুল্য বাৎসরিক হিসাবের ক্ষেত্রে অর্থ কিছুটা কম লাগে।
মন্তব্যের ঘরে আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না যেন।
মন্তব্য
ভোট দিলাম, কারণ আগের সার্ভারের সাথে তুলনা করা খুব সহজ। সেই তুলনায় বলতে পারি, এটার অবস্থা বেশ খারাপ। আমি জার্মানীতে বসেই যদি (১৬ মে.বি.) ঠেলে ঠেলে browse করি, তাইলে দেশের অবস্থা অনুমেয় সহজেই।
অফিস থেকে আমি বেশ ভাল স্পীড পাই। কারন এখানে আমি ১মেগাবাইটের লাইন ব্যবহার করি। ক্লিক করা মাত্র পেইজ খোলে। কিন্তু বাসায় গিয়ে সাধারন লাইনে ঢুকতে কেয়ামত হয়ে যায়। তাই সমস্যাটা সার্ভারের না মনে হয়। কারন অফিসের হাই ব্যান্ডউইডথ দিয়েও আমারব্লগে ঢুকতে হিমশিম খাই। ওখানের সমস্যা সার্ভারে।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
মাঝে মাঝে এক পোস্ট দুইবার আইসা পড়ে। কেন পড়ে তা বুঝবার পারি না। আমার বেলায় দুইবার এই ঘটনা ঘটলো। এইটা সার্ভার সমস্যা না অন্যকিছু জানিনা।
সন্দেশ্ ভাইরে জানানো দরকার ভাইবা জানাইলাম
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
সার্ভারের নাকি আমার নিজের কানেকশনের গতি খারাপ ব্যাপারটা থিক ঠাওর করতে পারিনা!
তবে লিখামিখা হারিয়ে যায় মাঝে মাঝে। এই ব্যাপারটাতে নজর দেওয়া দরকার।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
পেজ লোড হতে সময় নেয় বেশি। আগে এতো বেশি নিতো না।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
একেক সময় একেক অভিজ্ঞতা। অনেকদিন কোনো লেখা বা কমেন্ট পোস্ট করা হয় না, সুতরাং ওতে কোনো ঝামেলা হয় কি না বলতে পারব না। তবে পেজ লোড হতে সমস্যা হয় না আমার। অবশ্য ব্রডব্যান্ড এবং ডায়ালআপ কানেকশন-- দুটোয় দুরকম অভিজ্ঞতা আছে। এটা তো বোঝাই যাচ্ছে মূল সার্ভারের সমস্যা না।
..................................................................................
যেন ধ্যানের চেয়ে কখনো বেশি মূল্য না-পায় কোনো দৃশ্যগান, আর মানুষই যেন হয় প্রকৃত আরাধ্য জন আগুনে-ফাগুনে পুড়ে
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
আগে বেশ ভালোই ছিল, গত কয়েক সপ্তাহ ধরে বেশ "ছোলো"। সদস্য ও অতিথি সংখ্যা বেড়ে গেলে আরও বেশি "ছোলো" হয়ে যায়।
ছোলো
আমারো ইদানিং বেশ সমস্যা হচ্ছে স্পিড নিয়ে। তবে আমি ভেবেছি এটা বোধহয় আমার লাইনের সমস্যা। এখনতো দেখি অনেক ভুক্তভোগী।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
মাঝে মাঝে বেশ ভালো ঘাপলা করে,পেজ লোড আর শেষ হয় না...
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
গতি মোটামুটি ভালোই থাকে, নতুন লেখা পোস্ট করলে আপলোড করতে একটু সময় নেয় তবে সেটা কোনো সমস্যা নয়।
আমু'র চে তো ভালো...
তাই সই!
আমার ব্রডব্যান্ড কানেকশানে সাইটগুলো মোটামুটি টপাং তপাং করে লোড হয়৷ আর ইউ এস বি কানেকশানে একটু হেলেদুলে হাইতুলে লোড হয়৷ তো, মাঝেমাঝে দেখি ইউ এস বি তো বাদই দিলাম, ব্রডব্যান্ডেও লোড হতে চায় না৷ অথবা শুধুই বর্ডার এসে, বাকীটা সাদা হয়ে বসে থাকে৷
--------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
ভুট দিলাম না । কারন গতি "সিরাম" আর "বেশ খারাপের" মাঝামাঝি - অর্থাত "ভালো" । তবে মূল সিদ্ধান্তটা দেশ থেকে ব্রাউজ করা ইউজারদের মতামতের ভিত্তিতে নেয়া উচিত ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
সার্ভারের গতি সময়ভেদে পরিবর্তিত হচ্ছে। এই যেমন এখন ভাল চলছে, কিন্তু লগিন করা সদস্য এবং অতিথির সংখ্যা বেড়ে গেলেই অবস্থা চরমে ওঠে। এমনও হয়েছে একটা মন্তব্য দিয়ে ৩০-৪০ সেকেন্ড বসে আছি কোন নড়াচড়া নেই। বোঝাই যাচ্ছে সচলের লোড সার্ভার বইতে পারছেনা। আমার ধারানা ইদানিং (গত এক মাসে) সচলে হিট+পেজভিজিট+অতিথির সংখ্যা উল্লেখযোগ্যহারে বেড়েছে। যে কারণে সার্ভার প্রায়ই ধীর হয়ে পড়ছে।
ব্যক্তিগত মত হলো সাময়িকভাবে মাসিক ভিত্তিতে চলুক, সেই সাথে ভালো সার্ভার খোঁজা এবং সাইট সরিয়ে নেয়ার প্রস্ততি শুরু হোক। অন্য সার্ভারে নিলে অন্তত ১৫ দিনের ওভারল্যাপ রাখা যেতে পারে যাতে সচল চালু রেখেই (অথবা সবচেয়ে কম সময় ডাউন রেখে) উদ্ভুত সমস্যাগুলোর সমাধান করা যায়।
@দুপুর ১:৩৯ ইএসটি:
আরেকটু তথ্য যোগ করি কাজে লাগতে পারে: প্রায়ই প্রোফাইলের ছবি আসেনা। থ্রটল দিয়ে কন্ট্রোল করা কিনা জানিনা তবে মাঝে মাঝে কারোটাই আসেনা, আবার কখনো কখনো কারোটা আসে কারোটা আসেনা।
আগে যে আমার ডায়াল-আপ-এর গরুর গাড়িতে সচলও কচ্ছপে গতিতে চলতো, সেটা পরিবর্তন হয়েছে সে কি সার্ভার পরিবর্তন, না কি আমার 'আলো আসবেই' আমার গ্রামীন মডেম ব্যবহার, সেটা নিয়ে ধাঁ ধাঁ-য় আছি। তবে এখন খুব না বললেও গতি যে বেশ, তা বুঝতে পারছি।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
এই নতুন সার্ভারে প্রথম দিকে 'গতি' বেশ ভালই ছিল। মাস কয়েক ধরে খেয়াল করছি--সার্ভার তার যৌবন হারিয়েছে---শ্লথ গতির হয়ে পড়েছে। এইটা কী কোন টেকনিকাল কারনে হচ্ছে? নাকি, সচলায়তনের জনপ্রিয়তা বাড়ায় প্রচুর লোকের সমাগম এর কারন? নাকি দুইটাই--???
সন্দেশ ভাই, সার্ভারের গতি বিষয়ক এইসব গূঢ প্রশ্ন কানে কানে করলে চলতো না?...কেনো লজ্জা দেন?
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...