অতিথি লেখক নিজের লেখা সম্পাদনা করতে পারেন না কেন?

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: রবি, ২৪/০৫/২০০৯ - ৮:৩৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তনে অতিথি লেখকদের অ্যাকাউন্টের অধিকার "অতিথি লেখক" অ্যাকাউন্টটির অধিকারের সাথে জড়িত। "অতিথি লেখক" অ্যাকাউন্টটি একই সাথে একাধিক অতিথি ব্যবহার করতে পারেন বলে ইতোপূর্বে কিছু সমস্যা দেখা দিয়েছে। জনৈক দুর্বৃত্ত অতিথি এই অ্যাকাউন্টের সম্পাদনা সুযোগ ব্যবহার করে ভিন্ন অতিথিদের ৮টি লেখা ডিলিট করে দেয়, যার প্রেক্ষিতে অতিথি লেখকের অ্যাকাউন্টে নিজের লেখা সম্পাদনার সুবিধাটি রহিত করা হয়।

সচলায়তনের পরবর্তী আপগ্রেডে অতিথি সচলরা, অর্থাৎ যেসব অতিথির নিবন্ধিত নিক অতিথি হিসেবে সচল করা হয়েছে, তাঁদের নিজের লেখা সম্পাদনার অধিকার যুক্ত করা হবে।