সচলায়তনে মডারেশনের কঠোরতা এবং গড় লেখা (পোস্ট ও মন্তব্যের মান নিয়ে সচলায়তনের সদস্যদের মতামত জানতে এই জরিপ।
দ্বিচলকীয় জরিপব্যবস্থা এখনো সচলায়তনে অনুপস্থিত বলে মডারেশনের কঠোরতা ও লেখার গড় মানকে তিনটি শ্রেণীতে বিভক্ত করে মোট নয়টি সম্ভাব্য উত্তর আপনাদের সামনে উপস্থিত করা হলো। এ থেকে অনুগ্রহ করে একটি বেছে নিন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ।
মন্তব্য
সচল যে অবস্থায় আছে, এটাই সবচে আদর্শ।
কোনো পরিস্থিতি তৈরি হলে অযথা তর্কে লিপ্ত না হয়ে যে যার দিক থেকে একটু মানিয়ে বা অপরকে বুঝিয়ে নেয়াটাই ভালো। দিনের শেষে আমরা আমরাই তো, তাই না?
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
--সম্পুর্ণ একমত।
ভোট দিছি , এখন আঙুলে কালি লাগায়া দেন।
. ১ম পাতায় ২টা পোস্ট দেখতে আমার খারাপ লাগে না (২৪ ঘন্টার ক্যাঁচাল মেনে)।
. মডারেশন নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই। আমি কখনোই মডারেশনের শিকার হই নাই। মডারেশনের শিকার না হয়ে লেখাটা কঠিন কিছু না, আমার মতোন বেকুব এইটা পারলে বাকিদেরও পারা উচিৎ। বাঙালীর রক্তে নিয়ম না মানার একটা প্রবণতা আছে যেটা পরিত্যাজ্য।
. মডারেশনের consistency বজায় রাখার প্রস্তাবে আমিও ভোট দিলাম। আমার ধারণা ছিলো ২৪ ঘন্টার ক্যাঁচালটা সার্ভারের কোনও এলগরিদম দিয়ে মেইনটেইন করা হয়, এইটা বে-নী-আ-স-হ-ক-লা-দের করার কথা না!
... এই সংক্রান্ত আলোচনার আশু-পরিসমাপ্তি দেখার অপেক্ষায় আছি।
ভুট একটা দিসি। আমি সবসময়ই সুস্থ মডু[!!!]রেশনের পক্ষে। ২৪ ঘন্টায় প্রথম পাতায় দুটি পোস্ট হিসাবটা ঠিকাছে।
একজন লেখক দু্টি পোস্ট করার পর ২৪ ঘন্টা বিরতি নিবেন [দ্বিতীয় পোস্ট থেকে সময় গোনা শুরু হবে]। এক্ষেত্রে ২৪ ঘন্টায় নতুন কোন পোস্ট প্রথম পাতাতে না আসলেও আমি মনে করি উক্ত লেখকের আবারো দুটি পোস্ট করার কোটা পাওয়া উচিৎ।
হয়তোবা এ ধারাই চালু আছে। আমি ঠিক নিয়মটি জানিনা। আমার জন্য বছরে ২০ টি পোস্ট হলেই চলবে।
- হৈ মিয়া, এইখানে কি জরিপ চলতাছে আপনে বছরে কয়টা পোস্ট চান সেইটা নিয়া?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
না মানে কইতেছিলাম যেহেতু বছরে ৭৩০ পোস্ট আমার নামে বরাদ্দ আছে তার থেইক্যা ৩০ টা পোস্ট আমি নিজের জন্য রাখুম আর বাকি ৭০০ টা পোস্ট স্বল্পমূল্যে বাজারে ছাইড়া দিমু।
মডুদের বলে কয়ে এই ব্যবসা চালু করন যায় না?
- এইটা এক ভালো বুদ্ধি। বিভিন্ন মার্কেটে যেরকম পজিশন বেচাবিক্রি হয়, তেমনি পোস্টের পজিশন বিকিনিকি হইবো।
আইচ্ছা, কমেন্টের ক্ষেত্রেও এইরম করা যায় না? ইদানিং তো আমার কমেন্ট ব্যবসা সুবিধার যাইতাছে না। ভাবতাছি নিজের কোটার একশ'টা থাইকা গোটা বিশ-পঞ্চাশেক শেয়ার মার্কেটে ছাইড়া দিমু!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমি যেহেতু বুদ্ধিটা দিসি আমারে পার্সেন্টেজ দিতে হইবে কিন্তু। লন একসাথে ব্যবসা করি। তাইলে আর ভাইয়ে ভাইয়ে গিয়ানজাম হবে না।
- একটু মিশটেক আছে জনাব, ভাইয়ে ভাইয়ে না হবে, "ভায়রা-ভাইয়ে"। এইটা আগে ঠিক করেন, হেরপর ঠিক কইরা দেখুম আপনের মতো শালিখেলাপীর লগে বাণিজ্য করুম কীনা!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
লিখতে গিয়াই মনে হইছিল এইটা নিয়া আপ্নে গিয়ানজাম করবেন। যাউকগা, শালি যখন আছেই তখন আপ্নের আর ভাবনা কি?
- ভাবনা তো আমার না, আপনের। শালি নিয়া যে ডায়লগ দিছেন, হাবশী দৈত্যটা ঘুম থাইকা উঠার আগেই ইশটিলের অন্তর্বাস হাতের কাছে রেডি রাখেন। মডেলিং করতে হইতে পারে পত্রপাঠ!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হাবশীও কিন্তু লাইনে আছে কইলাম।
এগুলা কি বলেন? আমি না গতমাসে আপনার শালীর বিয়ের দাওয়াত খেয়ে এলাম
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
---------------------------------------------------------------------------
একা একা লাগে
আমার শালি কি মাত্র একটা নাকি?
আপনি না পরিচয় করিয়ে দিয়ে বললেন 'আমার শেষ শালীর বিয়ে"
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
---------------------------------------------------------------------------
একা একা লাগে
কোন দিক থেকে শেষ তা কিন্তু বলি নাই।
ভালোই হইল তাইলে...আরো দাওয়াত খাইতে পারবো
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
---------------------------------------------------------------------------
একা একা লাগে
আপ্নে শ্বশুর মানুষ। আপ্নের দাওয়াত খাইতে উছিলা লাগে নাকি?
এটায় আমি রাজি, ৪-৫টা বা ৬-৭টা পোস্টের ব্যবধানে দুটি লেখা থাকতে পারে। কিন্তু দুটি লেখা থাকতে দেয়া উচিত। সবার তো আর সবসময় লেখার মুড আসবে না, তাই বলে যাদের আসবে তাদের দাবিয়ে রাখা উচিৎ হবে না!
ধন্যবাদ বিবেচনার জন্য!
প্রকৃতিপ্রেমিকের ৪/৫টি পোস্ট পর্যন্ত অপেক্ষা করার প্রস্তাব ও ইশতির মন্তব্য আমারও মত।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
ব্যক্তিগত মত হলো প্রথম পাতায় দুটি লেখা না দেয়া। তার উপর ১/২টা পোস্টের ব্যবধানে দুটি লেখা যত ভালই হোক, খারাপ লাগে। দুটি লেখা দেয়ার ক্ষেত্রে কমপক্ষে ৪/৫টি পোস্ট পর্যন্ত অপেক্ষা করা দরকার।
সহমত
আমার মত হল -- যেকোন প্রকার অসংগতিই যেন মডুদের নজরে আনা হয়। অজস্র ব্লগ/লেখা আসে প্রতিদিন বিভিন্ন প্ল্যাটফর্মে। সেগুলো পাঠকরা মডুদের নজরে আনলে ভাল হয়। অন্যথায় সব জায়গার সব লেখার উপর নজর রাখা দুষ্কর।
দ্বিতীয়ত, আমি মনে করি নীড়পাতায় দু'টি করে লেখা থাকতে দেওয়া উচিত। দুইয়ের অধিক হলে পুরনো লেখাটি একটি মেসেজ লিখে নিজ ব্লগে প্রকাশিত করা উচিত।
যদি কোন কারণে লেখার পরিমাণ কম হয়, তবুও যেন নিয়মিত লেখকেরা ২৪ ঘন্টা পার হয়ে গেলে দ্বিতীয় লেখা দিতে পারেন। এক্ষেত্রে দু'টি লেখাই নীড়পাতায় থাকুক।
মডারেশন নিয়ে আমার কোন অভিযোগ নেই। মডারেশন আছে বলেই ব্লগটা পরিচ্ছন্ন আছে। তবে মনে হয় অকারণ ভুল বোঝাবুঝিগুলো কমিয়ে আনা উচিত।
পুরনো জরিপগুলো কোথায় পাওয়া যাবে? সার্ভার বিষয়ক জরিপের ফলাফল কী?