সচলায়তনে প্রচুর কবিতা প্রকাশিত হয়। অস্বীকার করার উপায় নেই যে সচলায়তন প্রচুর কবিকে আকর্ষিত করে। কিন্তু কবিতার পাঠসংখ্যা এবং মন্তব্য সংখ্যা দেখে এটাও অস্বীকার করার উপায় নেই যে কবিতার পাঠক তুলনামূলক ভাবে কম। প্রশ্ন হচ্ছে নীড় পাতায় কটা কবিতা প্রকাশিত থাকতে দিলে প্রথম পাতায় আকষর্নীয় লেখাগুলো পাওয়া যাবে? এ বিষয়ে আপনাদের কি মত?
আপনাদের মতামতের ভিত্তিতে যদি নিয়মটি চালু করা হয় তাহলে সেটা কি শুধু অতিথিদের ক্ষেত্রে প্রযোজ্য করা হবে নাকি পূর্ণ সচলদের ক্ষেত্রেও চালু করা হবে? আর কি কি সমস্যা দেখা দিতে পারে? প্রবন্ধের ক্ষেত্রে কী করা যায়?
মন্তব্য
এই প্রশ্নটা অবান্তর ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
এই ভাগ বাটোয়ারার কি খুব দরকার আছে?
আমিও বলবো - যেভাবে চলছে সেভাবেই চলুক না।
বরং কি করে কবিতার পাঠক আরো বাড়ানো যায় তা নিয়েই হোক না আলোচনা ।
-------------------------------------------------
আমার জীবন থেকে আধেক সময় যায় যে হয়ে চুরি
অবুঝ আমি তবু হাতের মুঠোয় কাব্য নিয়ে ঘুরি।
আমার জীবন থেকে আধেক সময় যায় যে হয়ে চুরি
অবুঝ আমি তবু হাতের মুঠোয় কব্য নিয়ে ঘুরি।
কবিতা প্রকাশের ব্যাপারে আলাদা কোন সীমারেখা টানার দরকার আছে বলে মনে করি না।
যেমন আছে তেমনই থাক। এতে নানা রকম বৈচিত্র থাকে নীড়পাতায়। কখনো কবিতা, কখনো ছড়া, কখনো গল্প আবার কখনো অন্য কোন রকম লেখার আধিক্য থাকে। সংখ্যা দিয়ে বেঁধে ফেলাটা ভালো মনে হচ্ছে না।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
যেভাবে চলছে, সেভাবেই চলুক।
যা চলছে চলুক।
তারপরেও যদি কোনো সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিতেই চান, তবে একটি প্রস্তাবনা আছেঃ
৩০% প্রবন্ধ, ৩০% কবিতা, ৩০% গল্প। অতিরিক্ত ১০ শতাংশ মডারেটরের হাতে। এই তিন শ্রেণীর মধ্যে যেটির আধিক্য থাকবে, সেটি ১০% মডু কোটায় প্রথম পাতায় আসবে।
এর পরেও আমি বলবো, যা চলছে সেটাই ভালো।
কোনো সংখ্যা নির্ধারণ করাটা সমর্থন করছি না।
সচলায়তন নানান লেখনী ও লেখকের সমাবেশ। স্বাভাবিক গতিই বৈচিত্র্য নিয়ে আসবে। কখনো একঘেঁয়েমি আসতে পারে গল্প/কবিতা বা ছবি ব্লগের স্রোতে। এরপরেও আমার বিশ্বাস - সচলরাই সম্মিলিতভাবে লেখার বৈচিত্র্য ও মান ধরে রাখতে উদ্যোগী হবেন। কোনো সংখ্যা বা নীতিমালা এ ক্ষেত্রে লেখার স্বাভাবিক সহজাত চর্চাকে বাঁধাগ্রস্থ করবে।
যেভাবে চলছে সেভাবেই চলুক না...
_____________________________________________
কার জন্য লিখো তুমি জলবিবরণ : আমার পাতার নৌকা ঝড়জলে ভাসে...
____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"