হিউস্টন, উই হ্যাভ আ প্রবলেম

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: রবি, ২২/১১/২০০৯ - ৭:২৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১.
নাচ শেষ করে মঞ্চের আড়ালে ফিরবার পথে নাদিয়ার বুক দুরুদুরু করে ওঠে। বন্ধু শিবানীর হাত খামচে ধরে সে।

"শিবা, দেখরে নি!" কাঁপা গলায় বলে নাদিয়া।

শিবানী বেশ লম্বাচওড়া, নাদিয়ার মতো ছিপছিপে পল্লবিনীলতা নয়, তাছাড়া নাচ শেখার পাশাপাশি সে স্পোর্টসেও দক্ষ, শটপুটে প্রাইজ পেয়েছে কলেজ জীবনে, নাদিয়ার দৃষ্টি অনুসরণ করে লোকটাকে দেখে সে আপাদমস্তক।

"খেগু বে ইগু?" নিচু গলায় প্রশ্ন করে শিবানী, তার হাতের মুঠি পাকানো।

ছোটখাটো লোকটার মাথায় চুল কম, কিন্তু বড় জুলফি। চোখে চশমা। টিশার্টের আড়ালে ভুঁড়ির আভাস। হাতে একটা ডিজিটাল ক্যামেরা, মীর জুমলার কামানের মতো বিশাল তার লেন্স।

"ইগুর কতা কইসি নানি বে? খিতা জিগাইরে! লাগের ই বেটায় আমারে ফলো খরের!" নাদিয়ার গলা কেঁপে ওঠে অস্বস্তি আর আশঙ্কায়।

লোকটা নির্ণিমেষ নয়নে তাকিয়ে আছে নাদিয়ার দিকে।

শিবানী নাদিয়ার হাত ধরে টান দেয়। "আয় বে, জাইগি! ইস্টেজর মাজে উবাইয়া খিতা খরতে?"

নাদিয়া একটু লজ্জিত হয়ে দ্রুত পায়ে চলে আসে স্টেজের পেছনে। প্রোগ্রাম শেষ তার। বন্ধুদের সাথে একটু আড্ডার ইচ্ছে ছিলো, কিন্তু সাহসে কুলাচ্ছে না তার। তাড়াহুড়ো করে নূপুর খুলে ব্যাগে ভরে পার্কিঙের দিকে পা চালায় নাদিয়া, পাশে শিবানী, ইতিউতি চাইছে আশেপাশে। নাহ, সেই লোকটাকে আর দেখা যাচ্ছে না।

২.
লোকটাকে নাদিয়া প্রথম খেয়াল করে তাদের বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে। বন্ধুদের সাথে জোর আড্ডা হচ্ছিলো, হা হা হি হির ফাঁকে সে লক্ষ্য করে, একটা টেবিলে এক কাপ চা নিয়ে বসে আছে লোকটা, চেয়ারে হেলান দিয়ে, হাত দু'টো মাথার পেছনে। স্থির চোখে তাকিয়ে ছিলো নাদিয়ার দিকে। কেমন অশুভ একটা ভাব তার মুখে, যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে নাদিয়াকে! অসভ্য ছেলে সে কম দেখেনি ছেলেবেলা থেকে, কিন্তু এই লোকটা তো ছেলে নয়, দস্তুরমতো লোক! দেখলে তো মনে হয় বিয়েশাদিও করেছে, ছেলেপুলেও আছে! তারপরও কেন এইভাবে ইউনিভার্সিটিতে এসে জুলজুলিয়ে তাকিয়ে থাকবে সুন্দরী মেয়েদের দিকে?

নাদিয়ার দিকে চেয়ে থেকেই ধীরে ধীরে পকেট থেকে মোবাইল বার করে কী যেন বলছিলো লোকটা। নাদিয়া ত্রস্তপায়ে বেরিয়ে এসেছিলো ক্যান্টিন ছেড়ে।

পহেলা বৈশাখে কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে উঠেছিলো নাদিয়া, গানের গলা খারাপ নয় তার, বৃন্দসঙ্গীতে কাজ চালানোর মতো গাইতে সে জানে। সেই অনুষ্ঠানে গানের ফাঁকে নাদিয়া দেখতে পায়, সেই লোকটা! ক্যামেরা বাগিয়ে ছবি তুলে যাচ্ছে! অমঙ্গল আশঙ্কায় নাদিয়ার আত্মা কেঁপে উঠেছিলো। কী চায় লোকটা?

বাবাকে বলেনি সে কিছুই। কিন্তু আজ নাচ সেরে বাড়িতে ফিরতে ফিরতে তার মনে হয়, বাবাকে সব খুলে বলা উচিত।

৩.
কয়েক দিন কাটে, লেখাপড়ার ব্যস্ততায় নাদিয়া আস্তে আস্তে ভুলে যায় লোকটার কথা।

কিন্তু একদিন "বইপত্র" থেকে আনোয়ার সাদাত শিমুলের "অথবা গল্পহীন সময়" কিনে বের হবার পথে নাদিয়া চমকে ওঠে ভীষণ। তার শ্যামলা মুখটা ফ্যাকাসে হয়ে ওঠে পলকে। সেই লোকটা! আজ তার পরনে ফতুয়া, গলায় মোটা রূপালি চেইন ... আর হাতে সেই ক্যামেরা।

নাদিয়া প্রায় ছুটতে থাকে ডানদিকে, মহিলা কলেজের দিকে। একবার পেছন ফিরে তাকায় সে, লোকটা পিছু নিচ্ছে কি না দেখতে। না, একই জায়গায় দাঁড়িয়ে তার দিকে চেয়ে আছে লোকটা। ঐ তো! মোবাইল বার করলো! কাকে ফোন করে সে? কী চায় সে?

নাদিয়া ভীষণ ভয় পায়।

৪.
নিশুতি রাত।

দোতলায় নিজের ঘরে ঘুমাচ্ছে নাদিয়া।

পানির পাইপ বেয়ে নিঃশব্দে ঘরে ঢোকে এক ছায়ামূর্তি। ছোটোখাটো, লম্বা জুলফি, ভুঁড়ি আছে। ঘরে ঢুকে প্রথমে নিঃসাড়ে কান পাতে সে, কোথাও কোনো শব্দ নেই।

পা টিপে টিপে নাদিয়ার খাটের দিকে এগোয় লোকটা। নাদিয়া কুঁকড়েমুকড়ে শুয়ে আছে এক পাশ ফিরে, গভীর ঘুমে অচেতন, কাঁথা সরে গেছে তার গা থেকে।

খুব সাবধানে নাদিয়ার গায়ে কাঁথা তুলে দেয় লোকটা। কাঁথার ওম পেয়ে নাদিয়া এবার চিৎপাত হয়ে টানটান শোয়।

কোমরের পাউচ থেকে এবার লোকটা বার করে একটা ফিতা!

ফিতা দিয়ে নাদিয়ার মাথা থেকে পা পর্যন্ত মাপে সে।

তারপর মোবাইল তুলে আলগোছে ডায়াল করে একটা নাম্বারে। ফিসফিস করে বলে, "তেষট্টি ইঞ্চি, ওভার!"

ওপাশ থেকে জবাব আসে, "চেকিং! ওভার!"

লোকটা অপেক্ষা করে।

ওপাশ থেকে আবার কথা ভেসে আসে। "ঠিকাছে। গ্রেটার দ্যান পাঁচ ফুট, লেস দ্যান পাঁচ ফুট পাঁচ ইঞ্চি। কম্পিউটার বলছে সব ওকে! ওভার!"

লোকটা ফিসফিস করে বলে, "অখন খিতা খরতাম তে?"

ওপাশ থেকে কণ্ঠস্বর বলে, "রিট্রিট! ওভার!"

লোকটা বলে, "রজার দ্যাট! উইলকো! ওভার অ্যান্ড আউট!"

লোকটা ঘুরে দাঁড়ায় জানালার দিকে, এমন সময় নাদিয়ার ঘুম ভেঙে যায়! সে দেখতে পায়, ঘরের মাঝে দাঁড়িয়ে সেই লোকটা! এক দারুণ ত্রাস গ্রাস করে তাকে, সে প্রবল আর্তনাদ করে ওঠে, "ঈঈঈঈঈঈঈঈঈ! আব্বা গোওওওওও! মারি লাইলো!"

নিচে একটা হুটোপুটির শব্দ শোনা যায়, তারপর এক জোড়া পা ধুপধাপ করে উঠে আসতে থাকে সিঁড়ি বেয়ে। লোকটা বুঝতে পারে, এই পায়ের মালিক অবব্রিগেডিয়ার সফদার জং বাহাদুর না হয়েই যায় না!

কাঁপা হাতে মোবাইল তুলে সে ডায়াল করে, তারপর বলে, "হিউস্টন, আলবাব খইরাম! উই হ্যাভ আ প্রবলেম!"


আজ নজমুল আলবাবের জন্মদিন। জন্মদিনে তাকে শুক্না কাঁথার শুভেচ্ছা দিতে চেয়েছিলাম, কিন্তু দেবো না। আমার ঘটকালির কাজে সে এক শতাংশও অগ্রসর হয় নাই। সুন্দরী সিলটি পাত্রীদের নিয়ে সে মাস্তি করে বেড়ায় এদিক সেদিক, কিন্তু আমি বিয়েশাদির প্রসঙ্গ তুললেই সে অসুস্থ থাকে, সুন্দরবন যায়, ব্যস্ত থাকে, ছেলের স্কুল থাকে, বৌয়ের অফিস থাকে, আর এইসব কিছু তামাদি হয়ে গেলে তার বাপজান তাকে জরুরি কাজে বাইরে পাঠান। এহেন একজন পাপাত্মাকে আর যাই হোক, শুক্না কাঁথার শুভেচ্ছা জানানো যায় না! আপনারা কেউ জানাতে চাইলে জানাতে পারেন, হিউস্টনের তাতে কোনো সমস্যা নাই!


মন্তব্য

রেনেসা এর ছবি

হিমু ভাই,

জটিল হইসে...আমি ব্লগ এ লিখি না কিন্তু আপনাদের সবার লেখার পরার চেষ্টা করি।

ভাল থাকবেন।

হিমু এর ছবি

ধন্যবাদ ... কিন্তু রেনেসাঁ নিকটা একজন ইতিমধ্যে ব্যবহার করছেন সচলায়তনে। ভালো থাকুন আপনিও।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

খেকশিয়াল এর ছবি

খ্যা খ্যা খ্যা খ্যা খ্যা !!

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

রাহিন হায়দার এর ছবি

হো হো হো

শুভ জন্মদিন নজমুল আলবাব কে।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

ধুসর গোধূলি এর ছবি

- হেতারে ফাইয়া লৈ!
জন্মদিনের শুভেচ্ছা দিমুনি পহেলা বৈশাখে তোলা নাদিয়ার ফটুক সহকারে। আমার কাছে ঐটা। চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

হিমু এর ছবি

ব্যস। বহুত সহ্য কর্ছি। আর্না। ২৪ ঘন্টা পার হৈয়া লৌক্ষালি ... ঠেরেজিয়েনভিজেতে তোর বেলাল্লাপনার সব ছবি আপ্লোডাইতেছি খাড়া। তারপর ঐ পোস্টের লিঙ্ক পাঠাইতেছি দেশে তোর শ্বশুরের কাছে।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

ধুসর গোধূলি এর ছবি

- ঐ বলদা, তুই ক্ষেপস ক্যান? তোর নাম কি নাদিয়া?
যাউকগা, শ্বশুরের ঠিকানাটা দিস তো আমারে, হালার্পুতেরে একটা টেলিগ্রাম করুম! বড় মাইয়া না, ছোট মাইয়া ফাইনাল আর টেকা বিশ হাজার, এইটা জানাইয়া।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

তুলিরেখা এর ছবি

মোটে বিশ হাজার?
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

ধুসর গোধূলি এর ছবি
মূলত পাঠক এর ছবি

শুভ জন্মদিন, নজমুল আলবাব। এবার একটা গতি করেই দিন এই দুর্গেশনন্দনের, নইলে পাগলে যাবে যে!

তুলিরেখা এর ছবি

শুভ জন্মদিন।
আজকে জোড়া পোস্টে শুভেচ্ছা পাইলেন নজমুল আলবাব। হাসি
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

প্রকৃতিপ্রেমিক এর ছবি

একটু যেন মাথার উপর দিয়ে গেল ভাই মন খারাপ
শুভকামনা রইল; আলবাব ভাই যেন আপনার জন্য কিছু একটা করেন।

ধুসর গোধূলি এর ছবি
প্রকৃতিপ্রেমিক এর ছবি

আশ্চর্য কানেকশন তো! আমি মন্তব্য করার সময়ই আপনার কথা ভেবেছিলাম; ভেবেছিলাম এই মন্তব্য দেখলে আপনি অবশ্যই কিছু একটা লিখবেন হাসি

হিমু এর ছবি

আলবাব আমাকে ব্ল্যাকমেইল করে চলছেন। পাত্রী নাকি বেশ কয়েকটা তিনি গুদামস্থ করেছেন, কিন্তু আমাকে সিলেট উপস্থিত হতে হবে। পাত্রীরা আমাকে টিপেটুপে দেখবে, মাটিতে আলতাগোলা পানি ঢেলে তার উপর হাঁটাবে, গজফিতা দিয়ে নানা মাপজোক করবে, তারপর নাকি কিছু হোলেও হোতে পারে। আমি সিলেট যাবো, তবে আলবাবকে প্যাঁদাইতে।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

শাহেনশাহ সিমন এর ছবি

আপনার 'পরিবর্তন' দেখাইতে আমারেও লগে নিয়েন দেঁতো হাসি
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

প্রকৃতিপ্রেমিক এর ছবি

অবস্থা দেখে হাসি আসতেছে, যদিও বিষয়টা হাসির নয়।
...............................
নিসর্গ

ধুসর গোধূলি এর ছবি

আমি সিলেট যাবো, তবে আলবাবকে প্যাঁদাইতে।
আমারে লৈয়া যাইস। নাদিয়ার টোপ সে আমারেও দিসে! রেগে টং

আমার তো ঘোর সন্দেহ আছে, ঐসব নাদিয়া, ফাদিয়া আসলে কিছুই না। তোরে আর আমারে বেক্কল পাইয়া 'প' এর জায়গায় 'ন' লাগাইয়া ইট্টু মশকারি কর্তাছে! জাকাজা ইন্টেল বলে, এর পেছনে নাকি জনৈক দক্ষিণগোলার্ধবাসি মাস্টার আর বউপিটুনিখাওনপটিয়সী জনৈক মেম্বরেরও 'কালো হাত' বিদ্যমান আছে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মামুন হক এর ছবি

শুভ জন্মদিন অপু ভাই!

গৌতম এর ছবি

হা হা হা। বেশ লাগলো। শুভ জন্মদিন অপু ভাই।

ইয়ে, নাদিয়া আর শিবানীরে দেখতে মঞ্চায়। দেঁতো হাসি

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নৈষাদ এর ছবি

নজমুল আলবাবকে জন্মদিনের শুভেচ্ছা।

অবব্রিগেডিয়ার সফদার জং বাহাদুরের রেফারেন্স না থাকলে তো ঘটনা কী তা বুঝতেই পারতাম না।

"খেগু বে ইগু?" কথাটা ভাল লাগল। ইংরেজি-সিলেটি অভিধানের কতদূর কে জানে।

(মনে আছে একটা 'মেম্বার সিলেকশন' বোর্ডে আরও নয় জনের সাথে আমিও ছিলাম। বন্ধুস্থানীয় এক সিলেটি বোর্ড-মেম্বারের জন্ম এবং পড়াশুনা ছিল যুক্তরাজ্যে। তখন মোটামোটি সে ইংরেজিতেই বেশিরভাগ কথা বলত, বাংলা কথা যা বলত তার বেশির ভাগই ছিল খাঁটি সিলেটি। সিলেটের এক অ্যাপ্লিকেশন অনেকক্ষণ ধরে পড়ার পর হঠাৎ আমার কাছে দিয়ে জানতে চাইল, 'খিগু বে ইগু'? অন্য আট জন বোর্ড-মেম্বার ইংরেজি কোন কথা ধরে নিয়ে বুঝতে চেষ্টা করল অনেকক্ষণ ধরে...।)

অতিথি লেখক এর ছবি

শুভ জন্মদিন। জগতের সব সুখ আপনার হোক। আর হিমু ভাই আপনার লেখা সব সময়ই অসাধারণ। ধন্যবাদ সুন্দর একটা লেখার জন্য।
দলছুট।

অবাঞ্ছিত এর ছবি

শুভ জন্মদিন হাসি
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

ভ্রম এর ছবি

শুভ জন্মদিন! হাসি

দ্রোহী এর ছবি

হা হা হা........দারুণ লেখা হিমু!

আলবাব ভাইয়েরে জন্মদিনে শুক্না কাঁথার শুভেচ্ছা আমিই দিলাম যাতে করে অতিস্বত্তর হিমুর একটা বন্দোবস্ত হয়।

জুয়েইরিযাহ মউ এর ছবি

বেশ মজার লেখাটা..... ভাল্লাগলো হাসি

------------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

সাফি এর ছবি

নজু ভাইয়ের পোস্টের মতন এখানেও শুভ জন্মদিন। খেগু বে ইগু মানে কি?

অতিথি লেখক এর ছবি

হিমুদা, খেগু বে ইগু?

নাজমুল আলবাবকে জন্মদিনের শুভেচ্ছা।
হুম্ম, দুইবার পইরা বুইজ্যা ফালাইসি... আর জিগানের কাম নাই।

মনজুর এলাহী

সুহান রিজওয়ান এর ছবি

আম্মো বিয়া কর্বার চাই...

শুভ জন্মদিন নজমুল আলবাব ভাই !!

______________________________________________________

মধ্যরাতের কী-বোর্ড চালক

অতিথি লেখক এর ছবি

সুহান, বিয়া কর্বা ভালো কথা। কিন্তু, কর্পোরেট বালিকারা তো এখন আর আগের মতো বুকা নাই। প্রকৌশলীকে বিয়া কর্তে তাদের কোন আপত্তি নাই, কিন্তু তুমি যে আবার একের মধ্যে দুই অফার ছারসো (সাহিত্যিক কাম প্রকৌশলী); তাতে তোমার ব্রান্ড ইমেজ কই গেসে সেই হুশ কী তুমার আদৌ আসে???
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মনজুর এলাহী
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বস... আপনে এই পোস্ট লেখছেন তা তো জানতাম না, তাইলে আমার পোস্ট ছাড়তাম না। এইটা হইলো কিছু?

এইটা তো গুল্লি পোস্ট হইছে...

এইখানে শুভেচ্ছা দিতাম না... আগে আপনের কপালে একটা সিলটি পুরী জুটায়ে দিক আলবাব সাহেব... তারপর ভেবে দেখবো
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

দেবোত্তম দাশ এর ছবি

ফাটাফাটি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

অতন্দ্র প্রহরী এর ছবি

মারাত্মক লাগসে! হা হা হা। ব্যাপক হাসি পাচ্ছে হো হো হো

অপু ভাইরে আরেকবার জন্মদিনের শুভেচ্ছা। ব্লগে দুইবার (মোট তিনবার) জানাইসি, প্রতিবারের জন্য একটা করে কেক চাই দেঁতো হাসি

সাইফ তাহসিন এর ছবি

নজমুল আলবাবকে জন্মদিনের শুভেচ্ছা।

হিমুদা, পোস্ট সেরাম হইসে, চউক্ষে পানি চইলা আসছে হাসতে হাসতে। নাদিয়া ছবি দেখপার মন্চায়
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

যুধিষ্ঠির এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা!

অতিথি লেখক এর ছবি

হিমুভাই,
আপনি অপু ভাইরে ঘটকালির নামে গ্যারিলা যুদ্ধে পাঠাইলেন মনে হইতাছে?

নাদিয়ার ফটুক চাই।

-মজনু

পলাশ দত্ত এর ছবি

হাসতে হাসতে পেটে খিল। কিভাবে লেখেন বলেন তো এইভাবে???
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

নজমুল আলবাব এর ছবি

যারে বেটা যা, যত বিতলামি খরার খরিলা। চিপাত যেসময় পড়বে দেখমু তোর খেইগ্গে আইয়া তোরে উদ্ধার খরে।

আর যারা যারা ইনো আইয়া বিতলামিত শরিক ওইলা, ফিসকারি মারলা, মনো থাকবো আমার। নাম ইগুন টুকি রাখলাম লিলুয়া খাতাত। সময় মতো খামো লাগাইমু। হুঃ

২.
মানুষের কি সাধ্য আছে ভালোবাসার জবাব দেবার?
নাই, নাই, নাই।
আনত হই শুধু।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

আহির ভৈরব এর ছবি

হায়রে! ঘটনা তো তাইলে পুরাই ঘোলা!

-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

মুস্তাফিজ এর ছবি

হিউস্টন, আলবাব খইরাম! উই হ্যাভ আ প্রবলেম!"

মজা পাইলাম

.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

লুৎফুল আরেফীন এর ছবি

অতি জটিল হইছে! ঠা ঠা ঠা ঠা করে হাসলাম দেঁতো হাসি

ভুতুম এর ছবি

আমিও ঠা ঠা করে হাসলাম। চরম, অ্যাজ ইউজুয়াল।

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

জুম্ম [অতিথি] এর ছবি

শুভ জন্মদিন, আলুর বাপ অপুভাই।
হিমুভাই, আমিতো মনে করেছিলাম আপনি জার্মানীর কলোনের বাসিন্দা নাদিয়াকে নিয়া লিখতাছেন। হাসি :)

অনুপম ত্রিবেদি এর ছবি

ছুবো জম্মো-কম্মোদিন। বালা তাকুইন।

হিমু ভাই, লেখাটা হইছে পুরাই কশিল্লা (কশা+জশিল্লা)।

================================================
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

আরিফ জেবতিক এর ছবি

ই পুস্টটারে মাইনষর বিরুদ্দে হুদা বদনাম লাগানির অভিযুগে বেন করা অউক।

নজমুল আলবাব আমার বিয়ার ঘটক। হি সময় তো তাইন কুনু বেরাছেরা করছইন না , এখন বেরাছেরা করলে মনে অয় দামান্দ'র কুনু প্রবলেম আছে, ঘটকোর নায়।

দামান্দ নিজে ঠিকোউক্কা আগে।

ধুসর গোধূলি এর ছবি
নজমুল আলবাব এর ছবি

ওউ আইলায় জাগামতো। কিজাত ফুটানি তান, তাইন জার্মনির দেশো বই থাখবা, আর ইকান তাকি ফুড়িনতে ফাল দিয়া তান গেছে যাইবোগি, বাব ওইলো ওলা।

ওবা আরিফবাই, হালারবাই ইমু ইগু আস্তা বেমতালা। হা...হা...হা...

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

ধুসর গোধূলি এর ছবি

- এইটা বুজছি, কেডা জানি জার্মান দেশে থাকে আর ঐখানে পাত্রি নাকি ফাল দিয়া তালগাছে উইঠা যায়! দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।