অপু(র্ব) জন্মদিন

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: সোম, ২৩/১১/২০০৯ - ১:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ঘরে এখন ডিভিডিতে চলতেছে মানিক বাবুর অপরাজিত... অপু ট্রিলজি আমার ভালো লাগে বেশ। পথের পাঁচালী দেখে খুব দুঃখ হয়েছিলো- আমি ক্যান অপু হইলাম না?
কিন্তু অনায়াসেই অপু হয়ে গেলো নাজমুল আলবাব। না জেনে না বুজে। এইটা একটা কাম করলো?

প্রথম যেবার বিরিশিরি যাই, গারো পাহাড় দেখে পাহাড়ের মাটি ছুঁয়ে প্রতীজ্ঞা করেছিলাম একদিন একটা (মাত্র) পাহাড় কিনবো, সেই পাহাড়ের উপরে ঘর বানানোর পয়সা না থাকলে গাছের তলে থাকবো।
কিন্তু অসংখ্য সুন্দরীর মতো পাহাড়গুলোও আমার হয় নাই... তাদের গাত্রে থাকতে দেয় নাই।
অথচ দেখেন, নাজমুল আলবাবের বাড়ি এক পাহাড়ে, একটা পাহাড় হইলে তাও কথা আছিলো... তার বাড়ির সামনে পিছে ডাইনে বাঁয়ে যেন শোকেসে সাজায়ে রাখছে পাহাড়... পাহাড়ের ওপাড়ে পাহাড়, মৃত্তিকার মতো তুমি আজ... সেই পাহাড়ের উপরে গাছ, গাছের উপরে পাখি, পাখির উড়াল আসমান...
আমি দেখি আর দীর্ঘশ্বাস ছাড়ি।

অবিবাহিত জীবনে একমাত্র এইম ইন লাইফ ছিলো কোনো সিলেটি মেয়ে বিয়া করা। কিন্তু কপালে জুটলো না।
কিন্তু নাজমুল আলবাব বাউল হয়াও নির্বিবাদে বিয়ে করে ফেললো এক সিলেটিকেই...

সব দেখে শুনে এই আমি বুঝলাম- আল্লায় যারে দেয় তারে থাপ্পর মেরেই... থুক্কু ছাপ্পড় মেরেই দেয়... নাজমুল আলবাবরেও তাই দিছে।

যাহোক... আমি নাজমুল আলবাবকে নিয়ে এতো কথা হয়তো দুঃখ থেকে বলতেছি। এবার অন্য একজনকে নিয়ে একটু বলি... আজ বাবাইয়ের বাবার জন্মদিন... যিনি নিজেকে বাউল বলে পরিচয় দেন...

লোকটার সদগুন বলতে কিছু নাই... ব্যাপক ঘাড়ত্যাড়া একটা লোক... অতীব শীতকালেও তার মাথা গরমই থাকে। সাইজেও খাটো, কিন্তু হম্বি তম্বি করে বাঘের মতো। এতোই তার বাঘ স্বভাব যে, যখন সে সুন্দরবন গেলো জীবনের প্রথমবারের মতো, তখন রয়েল বেঙ্গল টাইগার সমাজ একজন প্রতিনিধি পর্যন্ত পাঠাইছিলো তারে দেখতে। দেখে এমুন ডরাইছে যে কিছু কওনেরও সাহস পায় নাই, পলায়ে চলে গেছে। এমনই তার মাস্তানী।

যাহোক... জন্মদিনে খালি মুখে বেশি কথা কইতে মন চায় না। কেক কুকের আওয়াজ দিলে নাহয় ভাইবা দেখা যাইতো।
তবু শেষকথা কয়ে যাই... লোকটা খারাপ হইলেও মানুষটা ভালোই... তার উপরে আবার লেখে সাঙ্ঘাতিক... তার নিজের জন্য আমার কোনো শুভেচ্ছা নাই, কিন্তু যেহেতু লোকটা একজন ভালো কবি এবং একজন প্রাক্তন সাংবাদিক... এবং যেহেতু বাবাই নামের একটা অতীব দূর্দান্ত সন্তানের বাবা (যদিও সে আমার মেয়েরে নিজের হোন্ডায় বসায়া ঘুরেফিরে ইদানীং) এবং যেহেতু সে সেলিনা তুলির মতো একজন ভালো মানুষের সঙ্গী... শুধু সেজন্যই তাকে একটা জন্মদিনের শুভেচ্ছা...

শুভ জন্মদিন হে প্রস্তর যুগের ব্লগার... শুভ জন্মদিন...

(ইচ্ছা ছিলো তার কিছু লেখার এবং অন্য কিছুর লিঙ্ক দিবো, কিন্তু সচল মেরামতের দরুণ কিছুই দিতে পারলাম না) মন খারাপ


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

শুভ জন্মদিন, বাউল!

অনার্য সঙ্গীত এর ছবি

শুভ জন্মদিন হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অতিথি লেখক এর ছবি

শুভ জন্মদিন হে প্রস্তর যুগের ব্লগার

গুন্ডা মাস্তান

খেকশিয়াল এর ছবি

শুভ জন্মদিন অপু ভাই।

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অছ্যুৎ বলাই এর ছবি

হেপি বাড্ডে কমরেড!!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সচল মেরামতের চাপাটা আন্দাজে দিলেন। মেরামতের সব কাজ হইতেছে অফলাইনে। মিয়া...

অপু ভাইরে হেপী বাড্ডে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এহ্, হিমুরে জিগান আমি এইটার ভুক্তভোগী কি না...
উপায়ান্তর না দেখে তারে অনলাইনে পেয়ে টোকা দিছিলাম পর্যন্ত...

অপু মিয়ার ব্লগে ঢুকতে নিলাম, কয় ফাটাল এরর... তার কোনো লেখা বের করতে পারলাম না, আমার সিলেট ভ্রমণের লিঙ্ক দিতে চাইলাম, আবারো কয় ফাটাল এরর... এইসব আর কী... ব্যাপার না... ভালোমতো মেরামত হইলেই কাফি...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রাজিব মোস্তাফিজ এর ছবি

বস, অপু ট্রিলজি বিভূতিভূষণের না?
আর অনেক ধন্যবাদ এত সুন্দর একটা জন্মদিনের পোস্ট লেখার জন্য আমার প্রিয় এক ব্লগারকে নিয়ে।

শাহেনশাহ সিমন এর ছবি

অপু ট্রিলজি বিভূতিভূষণের-ই। আর মুভি ডিরেক্টর সত্যজিৎ রায়। তাঁর কাছের মানুষেরা (যেমন ববিতা, নজরুল) তাকে মানিক বা মানিকদা বলে ডাকেন খাইছে
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

রাজিব মোস্তাফিজ এর ছবি

ধন্যবাদ সিমন

হিমু এর ছবি
সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সত্যজিৎ রায় সাহেবকে মানিকবাবু বা মানিকদা বলার পেছনে একটা গল্প আছে। ফাইজলামি করতে করতে বিষয়টা এখন এমন পর্যায়ে গেছে যে এখন আর সত্যজিৎ নামটা মনেই থাকে না।
গফটা আরেকদিন কমুনে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

স্নিগ্ধা এর ছবি

শুভ জন্মদিন, আলবাব হাসি

অনিকেত এর ছবি

শুভ জন্মদিন নজমুল আলবাব--!

তুলিরেখা এর ছবি

শুভ জন্মদিন। শুভকামান দুম্‌ দুম্‌ দ্দুম।
পাহাড়ের মানুষকে এক সমুদ্র শুভেচ্ছা।
আর এই জন্মদিন পোস্টের লেখককে পাহাড়ে বাড়ীর শুভেচ্ছা।

----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

বর্ষা এর ছবি

শুভ জন্মদিন নজমুল আলবাব।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

নুরুজ্জামান মানিক এর ছবি

শুভ জন্মদিন !

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

গৌতম এর ছবি

শুভ জন্মদিন অপু ভাই, বাবাইয়ের বাবা।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

মামুন হক এর ছবি

শুভ জন্মদিন ভাইজান হাসি

সাইফ তাহসিন এর ছবি

শুভ জন্মদিন বস!
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অতিথি লেখক এর ছবি

শুভ জন্মদিন হে প্রস্তর যুগের পাস্তুরিত ব্লগার----------এস হোসাইন

---------------------------------
"মোর মনো মাঝে মায়ের মুখ।"

অনিন্দিতা চৌধুরী এর ছবি

শুভ জন্মদিন
লেখাটা ও খুব ভাল লাগল ।
চমৎকার জন্মদিনের পোস্ট।

অতিথি লেখক এর ছবি

শুভ জন্মদিন। এতো সুন্দর একটা পোষ্টের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা, এর চেয়ে ভালো কিছু হয় বলে মনে হয় না। ধন্যবাদ নজরুল ভাই।
দলছুট।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

"লোকটার সদগুন বলতে কিছু নাই... ব্যাপক ঘাড়ত্যাড়া একটা লোক... অতীব শীতকালেও তার মাথা গরমই থাকে। সাইজেও খাটো, কিন্তু হম্বি তম্বি করে বাঘের মতো।"

অতীব ঠিক কথা। আমি নিজে সাক্ষী। সিমনের মত ঘটোৎকচ সাইজের পোলারেও সে পিডাইছে।

************************************************************

শুভ জন্মদিন বাউল! ভালো থাকুন, সব সময়ের মত আনন্দে থাকুন।

বাঁশ্রাফুলের মত "ব্যাড প্যাচের" দোহাই না দিয়ে আবার কবিতা পোস্টানো শুরু করুন।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সিমনের মত ঘটোৎকচ সাইজের পোলারেও সে পিডাইছে।

হো হো হো গড়াগড়ি দিয়া হাসি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ধুসর গোধূলি [অতিথি] এর ছবি

আমি বড় হয়া নজমুল আলবাব অপু বাউল হৈতে চাই।

উজানগাঁ এর ছবি

শুভ জন্মদিন ভাইজান।

বন্যরানা [অতিথি] এর ছবি

লোকটা খারাপ হইলেও মানুষটা ভালোই

শুভ জন্মদিন।

জুয়েইরিযাহ মউ এর ছবি

জানাই জন্মদিনের শুভেচ্ছা..... হাসি
আর এই দুর্দান্ত পোস্টের জন্য নজরুল ভাইকে চলুক চলুক চলুক

-------------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

রাজিব মোস্তাফিজ এর ছবি

শুভ জন্মদিন প্রিয় গল্পকার ।

মৃত্তিকা এর ছবি

শুভ জন্মদিন!!
এই ফাঁকে জানিয়ে দিই, আপনার 'পাতা ঝরার আগের গল্প' পড়ে মুগ্ধ হয়েছিলাম!
ভালো থাকুন।

শাহেনশাহ সিমন এর ছবি

শুভ বাড্ডে। আপনে বোতল দিয়া যে বাড়িটা মার্ছিলেন, ঐটা এখনো দুখায় মন খারাপ
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

মুস্তাফিজ এর ছবি

আমরা যখন সুন্দরবন যাই সহযাত্রীদের কাছে বললাম আমার এক ছোট ভাই আমাদের সাথে যাবে। ওরা খুশী হলো, বললো বাপ্পি’দা কে নাম পাঠিয়ে দেন ফরেস্টে ঢোকার পার্মিশন বের করতে। ফোনে অন্যদের নাম পাঠাতে ঝামেলা হলোনা কারন সবার সাথে কমবেশী উনি পরিচিত। সমস্যা হলো আলবাব কে নিয়ে। ফোনে যতবার বলি আলবাব ততবার উনি শুনেন আলুর বাপ।
এই আলুরবাপ কে নিয়ে পরে আর কোন সমস্যা হয়নি, গর্জন কাঠের লাঠি হাতে নিয়ে বন আর দুবলার চর ঘুরে বেড়িয়েছে। সানন্দে আমার ক্যামেরার লেন্স হাতে নিয়ে ঘুরেছে। একজায়গায় বাউলগানের আসর দেখে আমরা থামাতে সে আসরে বসে তালি দিয়ে মাথা দুলাতে দুলাতে চমৎকার ভাবে মিশে গেলো ওদের সাথে। কি সুন্দর।
এই ছেলেটার সাথে আমার পরিচয় একবছরের বেশী না। দেখা হয়েছে ছয় মাসও পেরোয়নি। অথচ মনে হয় কতদিনের চেনা। আপন করে নেবার ক্ষমতা অসাধারণ। ছেলে অন্তঃপ্রাণ, সিগারেট টানেনা, বিড়বিড় করে কবিতার লাইন মেলায় আবার তা ফোনে তুলেও রাখে। একটু রগচটা? কী জানি, আমি দেখিনি।
আমার ভালো লেগেছে। এখন আরো ভালো লাগছে ওর জন্মদিনে শুভেচ্ছা জানাতে পেরে। শুভ জন্মদিন আলবাব।

.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আলুর বাপ... গড়াগড়ি দিয়া হাসি (গড়াগড়িহাসি) গড়াগড়ি দিয়া হাসি (গড়াগড়িহাসি) গড়াগড়ি দিয়া হাসি (গড়াগড়িহাসি) গড়াগড়ি দিয়া হাসি (গড়াগড়িহাসি) গড়াগড়ি দিয়া হাসি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

দ্রোহী এর ছবি

শুভ জন্মদিন বস। খাওয়াইবেন না?

পান্থ  এর ছবি

শুভ জন্মদিন, বাউল ভাই!

নুপুর এর ছবি

শুভ জন্মদিন।

কল্পনা আক্তার এর ছবি

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা হাসি
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

লিটন এর ছবি

রগ সবারই চটে - তবে মাত্রার ভেদ হয় , অপুর মাত্রা যথাযথ বলেই আমার ধারনা l
শুভ জন্মদিন .. আলুর বাপ (নতুন নাম)..

Renaissance এর ছবি

3_happy_birthday

দেবোত্তম দাশ এর ছবি

শুভ এই দিনটি আপনার জীবনে বার বার ফিরে আসুক ।

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

সুহান রিজওয়ান এর ছবি

শালার এত্তো বস বস জর্মদিনের পুস্ট আসে আজকাল- তারাইতেও পারি না...

শুভ জন্মদিন হে বাবাই পিতা !!! ভালো থাকুন...

______________________________________________________

মধ্যরাতের কী-বোর্ড চালক

অতন্দ্র প্রহরী এর ছবি

খুব অল্প দিনেই খুবই প্রিয় মানুষের তালিকায় উঠে পড়া (যেটা সচরাচর হয় না) অপু ভাইকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই। হাসি

নজরুল ভাই, লেখাটা হেব্বি হইসে। এতো ভালো একটা লেখা দিলেন, এইবার কী খাওয়াবেন, কন। দেঁতো হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আপনেরে কিছু খাওয়াইতে চাইলেও তো বিরাট সমস্যা... দেখা যাইবো পার্শ্বেল কইরা পাঠাইতে হইতেছে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সৌরভ এর ছবি

আলুর বাপ!! শেষ পর্যন্ত বাউলের কপালে এই ছিলো? জন্মদিনের শুভেচ্ছা দেবো না, নিজে নিয়া নেন।


আবার লিখবো হয়তো কোন দিন

যুধিষ্ঠির এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা!

নিবিড় এর ছবি

শুভ জন্মদিন অপু ভাই


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অমিত এর ছবি

শুভ জন্মদিন আলবাব ভাই

সবজান্তা এর ছবি

আলুর বাপ ভাই, হেপি বাড্ডেটা দিতাম, কিন্তু বুঝেনই, রাত হইসে, ভাত খাইতেসি, তাই দিতে পারলাম না দেঁতো হাসি


অলমিতি বিস্তারেণ

সুজন চৌধুরী এর ছবি

এইরে! বড্ডো লেইট হৈয়াগ্লাম!
শুভ জন্মদিন আলবাব ভাই!!


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

হাসান মোরশেদ এর ছবি

কি আর বলি নানার পুত।
বড় হও, দীর্ঘ হও আরো( যদিও সম্ভাবন নাই আর হো হো হো
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আহির ভৈরব এর ছবি

শুভ জন্মদিন! দারুণ কাটুক বছরটা।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

নজমুল আলবাব এর ছবি

সবাইকে কি বলে কৃতজ্ঞতা জানাই?
নজরুল ভাই নাহয় আমার মেয়ের বাপই বটে, তার বউও আমার মেয়ের মা, বাকিরা...???

এইটাই হইলো মায়া। কি ভিষন ভয়ংকর মায়া!!! টের পান আপনারা কেউ? আমি পাই, রোজ পাই, রোজ।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

লুৎফুল আরেফীন এর ছবি

শুভ জন্মদিন বাউল, আর ধন্যবাদ নজুভাই।
হু, মায়া বড়ই ভয়ঙ্কর! বড়ই!

রণদীপম বসু এর ছবি

জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। বালা থাকিঅইন !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।