বড় লোভ হে...

নজমুল আলবাব এর ছবি
লিখেছেন নজমুল আলবাব (তারিখ: মঙ্গল, ২৪/১১/২০০৯ - ২:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাবার সাথে উপজেলা সদরে ঘোরার কালে আমি নিতান্তই বালক ছিলাম। থানার ভেতরে ছিলো সেসব বাড়ি।

সফেদ পাঞ্জাবী পরা পোষ্টমাস্টার বাবার ছেলে আমি অনেকবার থানার বাবুদের বাড়ির রঙিন উৎসব দেখেছি। দাদা কিংবা মা বলেছে, এবার নভেম্বরে আমাদের বাড়িতেও এমন উৎসব হবে। আমি খুশি হয়েছি, কিন্তু প্রতিবারই কোন না কোন ঝামেলায় ভেসে গেছে সেইসব নভেম্বর। পরের নভেম্বরের জন্যে আবার আমি মন বেঁধেছি।

মফস্বলি মধ্যবিত্তদের অনেক স্বপ্ন থাকে, তারচেয়ে বেশি থাকে স্বপ্নভঙ্গের বেদনা। প্রাপ্তিযোগের চে বেশি হয় অপ্রাপ্তির ফিরিস্থি।

নিতান্তই স্মৃতিভুক এক মানুষ। ভেতরে ভেতরে পুষে রাখি এক প্রত্ন মন। কবেকার কোন বেলাদি, প্রতিভোরে আমারে ঘুম থেকে জাগিয়ে তোলে। প্রতিরাতে মহাদেব এসে স্বপনে গল্প বলে। নলজুর নদীর জন্যে তার মন কেমন করে, আমারেও সে সেই বেদনায় ভাসায়, আমি নলজুর থেকে পাল তুলে পাড়ি দেই কালনীর ঢেউয়ে। নলুয়ার হাওয়ের প্রবল আফাল উঠে আমার বুকে...

হাতের তালুর মতই পরিচিত আমার শহর সিলেট। এই শহর আমারে আগলে রাখে, এই শহর আমারে পোড়ায়, এই শহর আমারে অশ্লিল করে। তবু এই শহরেরই পথে পথে আমি ঘুরি, এই শহরের সব মোড়ে, সব সড়কে ছড়িয়ে আছে আমার তরুণ প্রভাত, উচ্ছল বন্ধুতা, সজিব বিকেল...

সৃষ্টিছাড়া মানুষ হতে চেয়েছি, তবু সেই পথে যাওয়া হয়নি আমার। গানের দলের সাথে মাইলের পর মাইল হেটেছি, তারপর ধুলোমাখা পা নিয়ে ফিরেছি বাড়ি। পুকুরের জলে ধুয়ে গেছে সেইসব ধুলো-বালি-কাদা। বুকের ভেতরে তবু রয়ে গেছে এক বাউল মন। আমি ঘরে ফিরি প্রতিবার এই তিরিশ পেরুনো সময়ে, ঘরেই ফিরি আমি, তবুও আমি ফিরি না ঘরে কিংবা আমি রয়ে যাই বাসুদেব বাড়ির বারুনির মেলায়।

জানি সকলি তবে ভন্ডামী আর আমিও বেজায় ভন্ড, তাই জনারণ্যে ভালো লাগে না আমার, তবু তিল তিল করে শুষে নেই জনারণ্য...
মানুষে বিশ্বাস হারায়েছি কবে তার নেই কোন নিকাশ, তবু মানুষেরই ভালোবাসায় ভিজতে ভিজতে পার করতে চাই এইসব রতিজাগা রাত।

০২.

পরশু একটা মেইল এলো। ফেইসবুকের নোটিশ ছিলো তাতে। বন্ধু গৌরীশ লিখেছে আমার চিকিৎসা দরকার। তার অভিযোগ, আমি শুভেচ্ছার কাঙাল, তাই নভেম্বর আসতেই ফেইসবুকে ঘন ঘন যাতায়াত করি! হাসি সেই অভিযোগ কিংবা খোচা খেয়ে। কিন্তু ভেতরে ভেতরে স্বিকার করে নেই, তুই ছাড়া আর কে এমন বুঝেছে আমায়...

০৩.

একবার চাচিআম্মা হুলস্তুল বাধিয়ে দিলো। মিষ্টি এলো, হালুয়া রাধা হলো। এ বাড়ি ও বাড়ি থেকে মানুষজন এলো। আব্বা বাজারে গেলেন... নতুন প্যান্ট আর শার্ট পরে শীতের বিকালটা ঘুরছি কালনীর পাড় ধরে... বড়ো বেশি উজ্জল ছিলো সে বিকেল। এখনও সেই বিকেলের উত্তাপ পাই বুকের ভেতর।

সেইসব হুলস্থলি বিকেল পেরিয়ে এসেছি কবে। ভালোবাসায় ভিজতে ভিজতে পার করে এসেছি দুরন্ত উনিশ। তবু নভেম্বর এলেই আমি বদলে যাই। লোভ এসে বাড়ি বাধে আমার ভেতরে। ভালোবাসার লোভ, বড় তীব্র নেশা জাগানিয়া লোভ...

শেষরাতে ঘুম ভেঙে গেলে, জানলা খুলে দিই। দেখি নজরুল ভাই, দেখি হিমু। ঘুম জড়ানো চোখ আরো ঝাপসা হয়ে আসে। এমন লেখা পড়লে হাসি আসে, যার আসে না তার মানষিক স্বাস্থ্য প্রশ্নের মুখে পড়বে। হায় আমি কি সত্যি তবে হয়েছি বিভ্রান্ত? মনোবৈকল্য দেখা দিয়েছে আমার? সারাদিনমান আমি শুধু আপ্লুতই হলাম। এইসব রঙ ঢঙ এ কতোটা দুলে বুকের ভেতর, আলবাব ছাড়া আর কে বুঝেছে কবে?

অপ্রাপ্তির খাতায় টুকে রাখা শৈশবরে আজ সত্যি সত্যি ভেংচি কাটি, দেখ বেটা এখন, আজ কেমন ভালোবাসায় উপচে পড়ে আমার জীবন। এই যে মগ্ন সময় ভরে উঠে ভালোবাসায়, তবু মন ভরে না! লোভ বাড়ে, ভালোবাসার লোভ...

আজ, তারিখের ঘরে যখন বসেছে চার, বয়েস বেড়ে গেছে একদিন, তখন সবারে জানাই কৃতজ্ঞতা। আনত হই শুধু হে বন্ধুরা, আপ্লুত হই, লোভি হই। সকলি তোমাদের তরে, এতো ভালোবাসা দিতে হয় বুঝি?

আমি এক ক্ষুদ্র মানুষ। তুচ্ছ মানুষ। গৌণ মানুষ আমি। আমারে এতো ভালোবাসা দিতে নাই বন্ধুরা। ভালোবাসার বদলে ভালোবাসাও যে ফেরত দিতে পারি না আমি...

...................................
বিষণ্ণ মেঘের গান

স্থবির বিষণ্ণ এক মেঘখন্ড
বসে আছি, একা

চারপাশে দাড়িয়েছে দেয়াল অন্ধ বন্ধ
আমি নিঃশ্বাসে নিয়েছি বিষ মৌনতার

রাত, দিন, আলো ও অন্ধকার সবকিছু
একাকার হয়ে চেপে ধরেছে আমারে
আমারে নিংড়ে নিয়েছে বিষণ্ণ বাতাস

আমি বসে আছি, স্থবির হয়ে আছি, অপেক্ষায় আছি দমকা বাতাসের,
ঝরে পড়তেই জন্মেছিলাম, এই সত্য জেনেছি বলেই জলে দিয়েছি মন...


মন্তব্য

শুভাশীষ দাশ এর ছবি

আলবাব ভাই, আপনি দেখি অসাধারণ লোক।

শুভ জন্মদিন। ভালো থাকেন আজীবন।

নজমুল আলবাব এর ছবি

ভাই লজ্জা দিয়ে দিলেন।
ভালো থাকবেন আপনিও।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

অতিথি লেখক এর ছবি

শুভ জন্মদিন।

স্বপ্নদ্রোহ

নজমুল আলবাব এর ছবি
পুতুল এর ছবি

জন্মদিন শুভ হোক।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

নজমুল আলবাব এর ছবি

ধন্যবাদ পুতুল ভাই।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

ধুসর গোধূলি এর ছবি

- রেডি হন। যেকোনো মুহূর্তে হানা দেয়া হৈতে পারে। সিলেট থেকে ডাইরেক্ট সুন্দরবন। হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

নজমুল আলবাব এর ছবি

খালি লম্বা কথা বলে। তিন বচ্ছর ধরে রেডি হয়ে আছি, আসে না। গাট্টি রেডি। কবে আইবি আয়, নয়তো আমি চল্লাম খাগড়াছড়ি।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

ধুসর গোধূলি এর ছবি

- এইবার খেলা ফাইনাল। মেম্বররে পাঠাইতাছি সরেজমিন পর্যবেক্ষণের লাইগা। সিগনাল ব্লু আইলেই ডাইরেক্ট গেইটলকে উইঠা বসুম। হেরপর আল্লার কসম খাগড়াছড়ি।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দ্রোহী এর ছবি

এই জন্যই আমি আপ্নারে এতো ভালা পাই।

নজমুল আলবাব এর ছবি

আপ্নে মিয়া বেশি বেশি।
দেশে আসেন, সিলেট আসেন।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

মূলত পাঠক এর ছবি

শুভ জন্মদিন!

নজমুল আলবাব এর ছবি

আগেইতো দিছেন। আর কতো। অনেক ধন্যবাদ।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

মূলত পাঠক এর ছবি

বেশি হইয়া গ্যালে ফিরৎ দিয়া যান। হাসি

নজমুল আলবাব এর ছবি

উঁহ্, শখ কতো।

চোখ টিপি

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আপনার মধ্যে কী যেন একটা আছে, খুব সহজে খুব আপন করে নিতে পারেন। আমি নিজেই অবাক হই, আমি পারতপক্ষে নিজের বাড়ি ছাড়া আর কারো বাড়ি থাকি না। বউ অনেক চেষ্টাতেও শ্বশুড়বাড়িতে রাত্রিবাস করাতে পারে না আমার। কিন্তু আমি নির্দ্বিধায় আপনার বাড়িতে চলে যাই... আপনি একটা বস লোক বস। আপনার ঝুনঝুনিটা ঘরে আছে, মাঝে মধ্যে বাজাই আমি।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নজমুল আলবাব এর ছবি

এই মিয়া এইটা কি আপনেরে দিছি নাকি? এইটা আমার মেয়ের। আপ্নে বাজান কোন সাহসে? আইজের পরে আর যদি ধরেন খবর করে দেবো।

আর এমন টোকা দিয়ে কথা বলবেন না দয়া করে। বুকে বাজে। চিত্ত বড়ো দুর্বল হে...

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

ধুসর গোধূলি এর ছবি

এই মিয়া এইটা কি আপনেরে দিছি নাকি? এইটা আমার মেয়ের।
মন্তব্যে মাছ মাছ সুগন্ধ। আপনেরা দুইজনেই লাইনে খাড়ায়া যান মিয়ারা, ডিএনএ টেস্টিং করুম! দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

নজমুল আলবাব এর ছবি

বাপ হিসাবে আমি অভিজ্ঞ। সুতরাং জয় আমারই হবে।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

মুস্তাফিজ এর ছবি

মানুষটা তুমি বালাই আছো

.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

নজমুল আলবাব এর ছবি

মায়া মহব্বত সর্বদাই নিম্নগামী বড়ভাই।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

অতিথি লেখক এর ছবি

আবারো জন্মদিন শুভেচ্ছা অপু ভাই....
*তিথীডোর

নজমুল আলবাব এর ছবি

অনেক ধন্যবাদ *তিথীভাই। ( ইশটাইলটা ঠিক রাখলাম চোখ টিপি )

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

জুয়েইরিযাহ মউ এর ছবি

আবেগমেশানো এই লেখাটা বেশ!
আরেকবার জন্মতিথির শুভেচ্ছা জানাই। ভালো থাকুন ভাইয়া, অনেক ভালো হাসি

------------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

নজমুল আলবাব এর ছবি

ধন্যবাদ মউ।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

অতিথি লেখক এর ছবি

"আমি এক ক্ষুদ্র মানুষ----------------------------------- ভালোবাসার বদলে ভালোবাসাও যে ফেরত দিতে পারি না আমি"____________মহান আর বিশাল মনের অধিকারি না হলে নিজেকে ছোট মনে করা যায় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই বিশালতার জন্যে।
এস হোসাইন

---------------------------------
"মোর মনো মাঝে মায়ের মুখ।"

নজমুল আলবাব এর ছবি

ভাই, আপনার কমেন্ট এর উত্তর দেবার ভাষা নাই আমার। তব্দানুভূতি হইতেছে। ভালো থাকবেন।

আপনি বেশ কমেন্ট করেন। লিখছেন না কেনো? নাকি আমার চোখে পড়েনি এখনো?

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

অনার্য সঙ্গীত এর ছবি

আহা ! আপনার বাড়িতে যাব... যাবই কোন একদিন... ঠাস করে গিয়ে হাজির হয় বলব আমিও সচল...
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

নজমুল আলবাব এর ছবি

আপনার বাড়িতো আমি ঘুরেই এলাম। এবার আপনার পালা। আসুন।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

লুৎফুল আরেফীন এর ছবি

অপু, বড় ভাল লাগল! সর্বদাই এমন রসসিক্ত থাইকো ভাই। এই কামনা।
আপনারে সামনাসামনি দেখার একটা তাড়ণা অনুভব করি, কবে সেটা পূর্ণ হবে খোদাই জানেন!

রাজিব মোস্তাফিজ এর ছবি

আমিও জানি না।

নজমুল আলবাব এর ছবি

আরেফীন ভাই এবং রাজিব মোস্তাফিজ অনেক ধন্যবাদ আপনাদের।

প্রস্তর যুগের একজন ব্লগার। আলী মাহমেদ। আমাদের পোকামানব শুভ ভাই। লোকটা অনেক আজব আজব কথা বলে। তার মাঝে একটা হলো, মন্তব্যগুলো ছুয়ে যায়। মন, শরীর সব ছুয়ে যায়। আপনাদের মন্তব্যও সেভাবেই আমারে ছুয়ে গেলো।

ভালো থাকবেন।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

sojol chotri এর ছবি

buzi na andage likchi

sojol chotri এর ছবি

prothom montobbo ta jokhon gese tahole ata o jabe asa kora jay, blog, facebook valoy to lagche, tindin holo, not bad, opu bhi, sohoj hole bloge o likhbo.

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ভাই, বাংলায় লিখতে Ctrl + Alt + U (ইউনিকোড) বা Crtl+Alt+P (ফোনেটিক) ব্যবহার করুন। ধন্যবাদ।

...............................
নিসর্গ

নজমুল আলবাব এর ছবি

ধন্যবাদ সজল। তোমাকে এখানে দেখে ভালো লাগছে।
বাঙলা লেখা শিখে ফেলো।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

সুহান রিজওয়ান এর ছবি

আড্ডায় আপনার মুখোমুখি হয়ে থাকা সময়ের বিস্তৃতি ছিলো বড়জোর ঘন্টাদু'য়েক...
সে সময়েই আপনার অফুরন্ত প্রাণশক্তির পরিচয় পেয়েছি হে প্রস্তর যুগের ব্লগার...বাবাইয়ের জন্যে ভালোবাসার মাঝে আপনি প্রায়ই অজান্তে প্রকাশ করে ফেলেছেন আপনার ভেতরের বাবাইকে'ও...

ভালো থাকেন, শুভেচ্ছা আবারো।

______________________________________________________

মধ্যরাতের কী-বোর্ড চালক

নজমুল আলবাব এর ছবি

এরা দেখি সবাই ভেতর টেতর সব দেখে ফেলেরে! এখন থেকে সাবধান থাকতে হবে।

অনেক ধন্যবাদ সুহান।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

রাহিন হায়দার এর ছবি

আবার বলি, জন্মদিন শুভ হোক। দীর্ঘজীবি হোন আপনি।

________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

নজমুল আলবাব এর ছবি

ধন্যবাদ রাহিন।

দীর্ঘজীবি হইতে চাইনা দাদা।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

বইখাতা এর ছবি

শুভ জন্মদিন।
যদিও কখনো কোনো মন্তব্যে জানানো হয়নি, আপনার লেখা আমার অনেক ভালো লাগে।

নজমুল আলবাব এর ছবি

ধন্যবাদ বইখাতা

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

ভণ্ড_মানব এর ছবি

তবু মানুষেরই ভালোবাসায় ভিজতে ভিজতে পার করতে চাই এইসব রতিজাগা রাত।

রাত বাজে সোয়া দুইটা। আমার পক্ষ থেকে আরো এক বালতি ভালবাসায় ভিজিয়ে দিলাম আপনাকে যান। শুভ জন্মদিন। ভালো থাকবেন। হাসি
আর হিমু ভাই, নজরুল ভাইকেও ধন্যবাদ। উনাদের পোষ্টদুটাও পড়েছি, ওখানে কমেন্টানো হয় নাই।
__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

নজমুল আলবাব এর ছবি

ধন্যবাদ ভণ্ডভাই।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

ফারুক হাসান এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা!
লেখা পড়ে খালি সুনীলের কথা মনে পড়ল।

নজমুল আলবাব এর ছবি

কার কথা মনে পড়ে?!!!!!!!!!

কি বলেন এইসব? আপ্নে কি আমারে বিদায় করে দিতে চান?

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

মণিকা রশিদ এর ছবি

এই লেখা পড়ে আমার এত মন খারাপ কেন হয়ে গেল কে জানে! আপনাকে জন্মদিনের অনেক শুভকামনা!
_______________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

নজমুল আলবাব এর ছবি

ধন্যবাদ আপনাকে।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

আরিফ জেবতিক এর ছবি

মাতলেউ কইবে মাতিলাই।

নজমুল আলবাব এর ছবি

মাতোনারাবা। একবারতা মাতিলাও। আর কুনদিন কিতা খইলাম? সারাজীবনতো তুমিউ মাতলায়।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

গৌতম এর ছবি

মানুষটা তুমি বালাই আছো। হাসি (সাহিত্যিক তুমি-তোকারি)

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নজমুল আলবাব এর ছবি

তুইও মানুষটা ভালা আছিসরে। চোখ টিপি (সাহিত্যিক তুই তুকারি)

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

আলমগীর এর ছবি

কতো অইল? অত দুঃক কিতার লাগিরে বা!
শুবেচ্ছা দিত ফাউরিলাইছি মনে অয়। লেইট শুবেচ্ছা।

নজমুল আলবাব এর ছবি

মাষ্টসসাবে বয়স জিকাইন খেনে?

শুবেচ্ছার লাগি দইন্যবাদ

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

রণদীপম বসু এর ছবি

সব্বাই দেখি কম-বেশি দার্শনিক হয়ে যাচ্ছে ! কী সব ভার-ভারিক্কি কথা-বার্তা !
আমি না হয় একটু হাসির কথাই বলি ?

'জন্মদিন হলো একটা হাস্যকর চিহ্ন, যা
দূরবর্তী হতে হতে নিশ্চিহ্নের ঠিকানাটা চিহ্নিত করে।' (আগাম উৎবচন)

ভাবলেই হাসি পায় ! জন্মদিন শুভ হোক।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নজমুল আলবাব এর ছবি

চিন্তারাজি প্রকাশ করে প্রমান করিলেন, আপনি মহান।

ধন্যবাদ রণদা। ভালো থাকবেন।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

রণদীপম বসু এর ছবি

মহান মানে ! মশকারি করেন ?

কী ফুরফুরে মেজাজে আছিলাম ! উল্টা-পাল্টা পোস্ট দিয়া মানুষের মন খারাপ কইরা দেন, আবার মশকারিও করেন !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নজমুল আলবাব এর ছবি

দেঁতো হাসি

ক্ষেপছেরে ক্ষেপছে। রণদা ক্ষেপছে। এবার বাজিবে দামামা...

দাদাগো কি করি, ভিত্রেতো খালি উচাটনগো দাদা। বড় ভাঙচুর।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

গৌরীশ রায় [অতিথি] এর ছবি

তোর এই লিখাটা কিভাবে মিস করলাম ? যাক , দিলি তো আমারে হেভী বাঁশ টা ।
এই বাঁশেরও যে কী মজা সে তো আমিই বুঝি!
খুব ভাল থাকিস ................................................

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।