তোমাদের চলে যাওয়াকে নিয়ে কোন প্রশ্ন করিনি আজ অব্দি
যেই ডাক এলে পরে দুধের শিশুও মায়ের কোল থেকে নেমে পড়ে কাদায়
কূলবধু তার পর্দা ভুলে, সে ডাকের মোহে, মাথার ঘুমটা কোমরে প্যাঁচিয়ে
দ্রিপ্ত পায়ে এগিয়ে চলে সূর্য ছোঁবে বলে,
তোমরা চলে গেছো দিগন্তে তোমাদের ব্যাপ্ত ছায়া রেখে।
সে ছায়ার আলোর নীচে ঈশ্বরো আজ অসহায়, হায়!
কিন্তু দ্যাখো, নির্লজ্জ শকুনের পাল আজো ঘুরে-ফিরে তোমাদের পায়ের গন্ধ খোঁজে,
তোমাদের গায়ের গন্ধ খোঁজে - কোন এক অশনী দৃষ্টি নিয়ে।
তোমরা চলে গেছো - ফিরে আসবে বলে,
বটের ছায়ায় এখনো ছোট্ট শালিক খুঁজে ফেরে
তোমাদের ফেলে যাওয়া পালক - শান্তিতে ঘর বোনার আশায়।
তোমরা দিয়ে গেছো তারার বুকে নীল আলো,
সন্ধ্যাকে করে গেছো তোমাদের আদরে তুলতুলে ম্লান।
তাই মা আমার আজো মাটির প্রত্যেকটি কণাকে ডেকে বলে
তার খোকার গল্প। প্রতিটি শষ্যদানা জানে সেই ঘুম পাড়ানি গান,
তোমরা ঘুমিয়ে পড়ার আগে বাতাস যে গান নিয়ে এসেছিলো
তার বুকে করে, তোমাদের তৃষ্ণার্ত ঠোঁট থেকে -
"আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।"
তোমাদের চলে যাওয়াকে নিয়ে কোন প্রশ্ন করিনি আজ অব্দি
কারণ তোমরা চলে গেছো - ফিরে আসবে বলে।
মন্তব্য
শেষের ছবিটা অসম্ভব সুন্দর!
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
অনেক ধন্যবাদ।
===========================================
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
উরে খাইছে, প্রিয় সু', ফাডায়লাইছেন গো, সবুজ গালিচার মাঝে রক্তের পুকুর আমি খুব ভালো পাই। লক্ষ করছেন বস, সবুজের সাথে লালের কম্বিনেশন যত সুন্দর লাগে, অন্য কোন ২ টা রঙের কম্বিনেশন এত ভালো হয় না, আর আমার খাই মিটে না। তাই সবুজ আর লাল একসাথে পাইলেই যেন গিলে গিলে খাই।
আর ২য় ছবিটা দেইখা কেমন যেন শীত শীত লাগতেছে। পোস্টে, ছবিতে , লক্ষকোটি তারা।
কেমনে জানি ১ লম্বর জায়গা বেদখল হইয়া গেল, বুঝা গেল আমার মত আরো অনেকেই ওৎ পাইতাছিল
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
হ, লাল-সবুজ কম্বিনেশনটা কেমন জানি ঘোর লাগা। দেখলে রক্তে নাড়া পাই।
২য় ছবিটা গত ডিসেম্বরে বান্দরবান গিয়া তোলা, তাই শীত তো লাগবই।
হ, আপনে মিয়া ডিস্কোয়ালিফাইড। বেটার লাক নেক্সট টাইম।
===============================================
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
অসম্ভব সুন্দর- ছবি কবিতা ছবিতা- সবগুলোই
______________________________________
আসলে কি ফেরা যায়?
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
ধন্যবাদ, ওডিন। আপনাদের ভালো লাগে বলেই তো এইসব আলতু-ফালতু কাজে এখনো আছি।
==========================================
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
সু'ভাই... ফাটায়া ফেলছেন... আর কিছু বলার নাই
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আররে নজু ভাই দেখা যাচ্ছে যে!! এতো ফাটা-ফাটি চললে আবার সচলের সার্ভার না ফাইট্টা যায়।
আমার অখাদ্য-কুখাদ্য পোষ্টে আপনার পদধূলির জন্য ধইন্যাপাতাবাদ্দিয়ারান্ধাঝালতরকারিরবেশুমারঝোল।(পারলে ঠিক মতো পইড়া দেখান!!)
====================================
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
'ধনিয়াপাতা বাদ্দিয়া রান্ধা ঝাল তরকারির বেশুমার ঝোল।'
ঠিকাছে?
মনজুর এলাহী
তোমাদের চলে যাওয়াকে নিয়ে কোন প্রশ্ন করিনি আজ অব্দি
কারণ তোমরা চলে গেছো - ফিরে আসবে বলে।
অবুঝ কামনায় চলবে ভালোবাসাবাসি
ঢেলে যাওয়া দুইলক্ষ বীজে হে বাংলাদেশী
হয়তো তোমরা ফিরে আসবে
অবশ্যই
২ নাম্বারটাতো ফাডাফাডি বস...
_________________________________________
সেরিওজা
অপূর্ব লেখা, অসাধারণ ছবি।
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
লক্ষ বীরের প্রতি অজস্র সালাম।
সুন্দর কবিতা।
ভালো লাগলো।
ধন্যবাদ
---- মনজুর এলাহী ----
উফফ কি সুন্দর ছবি
এককথায়; "টেন অন টেন"
(অংকে কাঁচা তাই আর ভাগবন্টনে গেলাম না )
শেষের ছবিটা দেখলে গৃহতেয়াগী হতি মন্চায়...
--------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
শেষের ছবিটা আপনার সব ছবির ভেতর একটা মাস্টারপিস!
নতুন মন্তব্য করুন