সম্প্রতি সচলায়তন থেকে তনুজা ভট্টাচার্যের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। তিন পর্বের এই সাক্ষাৎকারের তৃতীয় পর্বটি এখানে প্রকাশ করা হল।
তনুজা ভট্টাচার্য আমার ব্লগে নিয়মিত লিখে থাকেন। সম্প্রতি তিনি অমর একুশে বইমেলা ২০১০ এ প্রকাশিত কাব্যগ্রন্থ "সাময়িক শব্দাবলী" এর জন্যে সিটি-আনন্দ আলো সাহিত্য পুরষ্কারে পেয়েছেন।
এই সাক্ষাৎকারে নীচের প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে।
==============================
বাংলা ব্লগোস্ফিয়ারকে কীভাবে মূল্যায়ন করবেন?
বর্তমানে বাংলা কবিতার জগতকে সবচেয়ে বেশি প্রভাবিত করে চলেছেন কারা? কবি, সাহিত্য পাতার সম্পাদক, প্রকাশক, পৃষ্ঠপোষক, সমালোচক ... কয়েকজনের নাম বলুন।
বাংলা কবিতার ভবিষ্যৎকে অনলাইন মাধ্যম নিয়ন্ত্রণ করবে। আপনি কি এ কথার সাথে একমত?
ব্লগে সক্রিয় কবিদের মধ্যে কাদের কবিতা ভালো লাগে আপনার?
আমাদের সাক্ষাৎকার আজ এখানেই শেষ হচ্ছে। তনুজাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেয়ার জন্যে। বাংলা ব্লগ আপনার সক্রিয় পদচারণায় আরো সমৃদ্ধ হোক।
==============================
মন্তব্য
এইখানে দেখি মাত্র ৩ মিনিটের মতো আছে আসোলে!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি