কেউ আসে নাই!

শাফায়েত চৌধুরী এর ছবি
লিখেছেন শাফায়েত চৌধুরী [অতিথি] (তারিখ: শনি, ২৭/০৩/২০১০ - ৮:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

কোনো কোনো দুপুরে
ঢিল পড়ে পুকুরে
দরজায় কার যেন ঠক্ঠক্।

ভাতঘুম টুটে যায়
বুকখানি তড়পায়
মনে হয় ফিরে এলো
ফেলে আসা স্মৃতিটুক্।

পা টিপে টিপে যাই
দরজার চৌকাঠে
ছিটকিনি খুলি কী আলতো!

অচেনা মুখ এক
অচেনা কাউকে
খুঁজে খুঁজে দিনশেষে
এইখানে ক্লান্ত।

সেই মুখ ভড়কায়
এই বুকও তড়পায়
কেউ নই কারো
কোনো চেনা যে!

ভুল ছিলো ঠক্ঠক্
ভুলে বুক ধক্ধক্
দরজার এপারে
শুধু চোখ জ্বালা রে!


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

শুরুটা মনকে তালে তুললো,
মাঝে ছন্দের খোঁজে আসা যাওয়া করে শেষবেলায় আবার পথে ফিরলো।

শুরুটা বড় বেশী আশাজাগানিয়া। ধরে না রাখায় অবাক হলাম।

মর্ম

অতিথি লেখক এর ছবি

ভালো লেগেছে । যদিও মর্ম [অতিথি লেখক]-এর মত শেষবেলায় আমিও কিছুটা আশাহত ! হাসি

মুক্ত বিহঙ্গ

স্পর্শ এর ছবি

প্রথম ছ'লাইন ভালো লেগেছে।


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ভালো লাগছে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অনিন্দ্য রহমান এর ছবি

আগেরগুলা ভালো ছিল শাফায়েত ভাই। আর খবর কি? কবিতা পোস্ট দিয়া দিয়াই ঘাপটি মারেন ক্যান?


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।