কলে টিপ দিলে আসে না রে পানি
ওপরে ঘোরে না ফ্যান
তবু তোরা শুধু বিচারের ত্যানা
প্যাঁচায়ে চলিছো ক্যান?
কৃষকের মাঠে পচে গোল আলু
দেশে নাই হিমাগার
ইন্ডাস্ট্রিতে গ্যাস নাই, নাই
স্টোরে ইউরিয়া সার।
পদ্মায় নাই পানি, আছে বালু,
সুরমায় নাই জল
দেশের এমন হালত, বিচার
করে লাভটা কী, বল?
ছিনতাই খুন চুরি রাহাজানি
জনতা হারায় দিশে
এসবের কোনো সুরাহা না করে
বিচারে সুবিধা কীসে?
বিশ্ব ব্যাপিয়া পচে জলবায়ু
মেরুর বরফ গলে
তোরা কি না চাস মজিয়া রহিতে
বিচারের রসাতলে?
এদেশে প্রতিটি উৎপীড়িতের
ক্রন্দনরোল যবে
ফুরাবে, তখন দেশের মাটিতে
বরাহবিচার হবে
প্রতিটি বাড়িতে যবে জ্বলিবেক
লাখো রোশনাই বাতি
কলে রবে পানি, এসির বাতাসে
কাটিবে গ্রীষ্মরাতি
তার আগে এই "বিচার" "বিচার"
মিছে রব নাহি তুলে
অতীতের কথা আল্লার নামে
এসো সবে যাই ভুলে।
বিভেদ ভুলিয়া পিতার ঘাতক,
মায়ের বলাৎকারী
তাহাদেরও যেন মামা চাচা ডেকে
জড়ায়ে ধরিতে পারি।
গুলু নিজু মুজা বরাহসকল
এ দেশেরই সন্তান
হোক না ঘাতক-ধর্ষক-খুনী
বন্দে পাকিস্তান
বিচারের বাণী নিভৃতে কাঁদুক
ও শালা ছিঁচকাঁদুনে
কী লাভ ওসব বাজে কথা ভেবে
আশার প্রহর গুণে?
বিচার বন্ধ হলে কলে কলে
রবে বিশুদ্ধ পানি
বিদ্যুৎ রবে প্রতিটি ঘরেতে
খোদার মেহেরবানি
কানা ফিরে পাবে দৃষ্টিশক্তি
বোবা ফিরে পাবে কথা
কুষ্ঠ রোগীর বগলে ফিরিবে
মাখনের কোমলতা
বরাহকাগুর বিচারের দাবি
রাখো সিন্দুকে ভরে
স্বর্গ আসিয়া দাঁড়াবে চ্যাগায়ে
আমাদের কুঁড়েঘরে।
মন্তব্য
বিচারের নামে গুলু নিজু মুজার মতো নেক মুসলিমদের হেনস্তা করলে হাশরের ময়দানেও পানি পাওয়া যাবে না। আর তো কলের পানি !
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
--সূত্র
খুনীর মুখে লাগাম দেয়ার
কোনোই উপায় নাই কি?
যা খুশী তা বলবে ওরা
শুনতে হবে তাই কি?!
মর্ম
হ, ছড়ার কথাগুলোই ঘুরেফিরে হারামজাদেদের মুখে মুখে...
সরকার বিচার করার দৃঢ়তা দেখাতে না পারলে খতরনাক পাব্লিকই একদিন পাওনা উশুল করে নিবে, কড়ায় গণ্ডায়...
কেউ একজন পোস্টটিতে একতারা দিয়েছেন। তা আপনি আপনার গণতান্ত্রিক অধিকার মতে তা দিতেই পারেন। কিন্তু কেন তা দিয়েছেন তা যদি দয়া করে একটু বলে যেতেন তাহলে কৃতার্থ হতাম। না বলার অধিকার আপনার আছে, তবু যদি বলেন তাহলে আমি আমার বোঝার সীমাবদ্ধতাটা একটু বুঝতাম।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
ভাই আমিতো পাঁচ তারা দাগাইছি। এই ছড়ায় এর চেয়ে কম দেয়ার কোন সুযোগ নাই ( আমার মতে)
ষষ্ঠ পাণ্ডবের প্রশ্নটা আমারও পক্ষ থেকেও রইল।
কোর্টমার্শাল নাটকটার কথা মনে পড়ল। ৯০ এর দশকের নাটক। ৭০ এর দশকের ঘটনা। এই দশক, শূন্যোত্তর দশকেও বিষয়গুলা বিশ্রীভাবে প্রাসঙ্গিক। একটা জাতি চারটা দশক ধরে কতগুলা শুয়োরের সাথে ধস্তাধস্তি করে গেল।
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
বাদ্দেন বিচারের দাবীখান
সকল মুশকিল হইবে আছান
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমার প্রিয় পত্রিকা প্রথম আলোর প্রিয় দুই লেখকের আজকের দুটো কলাম পড়ে এরকমই মালুম হলো।
ছড়া তো ভালোই কিন্তু আলু বা জলবায়ু "পঁচে" কেন? চন্দ্রবিন্দুকে বিদায় দিন কবি।
----------------------------------------
"ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে"
ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে
সাকা ঠিকই বলিয়াছেন!!
সাকার কথায় পাঁচ তারা, কিছু লোক যে কী না! সেই ৪০ বছর আগের কাহিনী নিয়া মাতামাতি করে!
বাদ্দেন বিচারের দাবীখান
সকল মুশকিল হইবে আছান
_________________________________________
বোহেমিয়ান কথকতা
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
বিচার ঠিচারের দরকার নাই, বরাহপিশে তেল বার করে সেই তেল দিয়েই আমাদের দেশ কয়েক বছর পরিবেশ বান্ধব বিজলী পেতে পারে। তখন তুম ভি খুশ, আউর হাম ভি খুশ।
দারুন ছড়া!
গো-চাটাদের কথা পড়লে বা শুনলে মনে হয় বিদ্যুৎ,জ্বালানী,পানি,গণপূর্ত-সব মন্ত্রনালয়ই যেনো বিচার নিয়ে পড়ে আছে।
মনে হচ্ছে, বিদ্রোহী কবির কবিতা পড়ছি।
শেখ নজরুল
শেখ নজরুল
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
মায়রে বাপ কোবতে হোইসে...
_________________________________________
সেরিওজা
এসো সাম্যের গান গাই,
গোআ, নিযামী, মুজাহিদ হোক
আমাদের দুলাভাই।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
ফাটাফাটি!!!!
- বিরোধীদলের বিরোধিতাসুলভ থলির বিড়াল আস্তে আস্তে বাইর হয়া আসতাছে। ভাবটা যেন এই, বরাহদের বিচার না করলেই বাংলাদেশ ফলে, ফুলে, শষ্যে, শ্যামলে ভরপুর হয়ে যাবে। কথা হলো বিয়েনপি-বরাহ জোট তো ক্ষমতায় আছিলো। তারা অলি আউলিয়া দিয়া দেশ চালাইছে। বরাহ, দুর্নীতি কোনো কিছুরই বিচার হয় নাই, দেশ কি তখন বেহেশত হইয়া আছিলো? তাগো সূত্র মোতাবেক তো সেইটাই হওনের কথা আছিলো।
যেহেতু হয় নাই, সেহেতু বিচার আর নিরবিচ্ছিন্ন পানি-বিদ্যুৎ সরবরাহের সাথে কোনো সংঘর্ষ নাই। সাকা'র মতো কুখ্যাত খুনী রাজাকারদের নিজেদের আস্তিনে ঠাঁই দেয়া বলবৎ রাখার জন্য বিয়েনপি এইসব ঘোলা কথাবার্তা বলার চেষ্টা করতেছে। আর এইটা তো ঐতিহাসিক প্রমাণিত জিয়াউর রহমান ক্ষমতায় এসেই বরাহদের জন্য বাংলাদেশ অভয়ারণ্য করেছিলেন। তো তার স্ত্রী এবং অনুসারীরা বরাহদের বিচারে হায় হুসেন, হায় হুসেন আর্তনাদ করে এগিয়ে আসবেন না, তা কী করে হয়!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এসব আবদার শুনে চোউক্ষে পানি এসে যায়।
চরম হৈসে ... ...
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
রেটিং নিয়ে আমি সচরাচর কথা বলি না।
এই পোস্টে যে বা যাঁরা ১/২/৩ রেটিং দিয়েছেন- তাঁর/তাঁদের কাছে জানার ইচ্ছা - সমস্যা কোথায়? ছন্দে নাকি বক্তব্যে?
আমার মনে হয় সমস্যাটা ছড়াকারে ।
এটা কোনো সমস্যা না। ১ যিনি দিয়েছেন, তিনি তাঁর অধিকারটুকুর চর্চা নিরিবিলি করে যান। আমার রেটিং নিয়ে কোনো অভিযোগ নেই, যে যখন খুশি ১ দিয়ে যাবেন।
অসাধারণ
______________________________________
লিনলিপি
______________________________________
লীন
মারহাবা! আপনাকে আমি 'জুলমাতে বাংলাস্তান' পদবী দিলাম...
দুর্দ্দান্ত!!! এই কথাগুলো আগে অনেক আলোচনায় বলে থাকলেও আজ ছড়াকারে পড়তে ভালো লাগলো। আগামী বইমেলায় এ বারের আমেদাক্তারিবই স্টাইলে একটা নামিয়ে দিন না।
"আল্লাহর" না লিখে "আল্লার" লিখলে ছন্দে সুবিধে হতো না? আর পচা নিয়ে তো হরফ বলেছেন দেখলাম।
ঠিক।
দারুণ!
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
সেই। আরও কতরকম যে বাহানা শুনতে হবে কেন বিচার হওয়ার চেয়ে উদ্ভুত অনেক সমস্যার সমাধান করা জরুরি এখন।
খেলা সবেমাত্র শুরু।
ভাল হয়েছে, হিমু। ভাল থেকো।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।
---------------------------------------------------------------------------
একা একা লাগে
---------------------------------------------------------------------------
একা একা লাগে
স্মরণীয় এবং বিচারসংক্রান্ত প্যাঁচসৃষ্টিকারীদের কাছে প্রেরণীয়।
সম্ভব হলে ব্লগাঙ্গনে যাঁরা এধরনের পেচাইল্লা কর্ম করেন, তাঁদের সবার পোস্টে পোস্টনীয়।
যদিও তাতে লাভ হৈবেক লাই রে বুদ্ধু, নাঃ, আপ্নেরে না, নিজেরে কৈলাম।
লেখায় ধন্যবাদ।
অ.ট.: একটা মেল পাঠাইতে পারি, জবাব দিয়েন কিন্তু।
আপনি আমার ইমেইল ঠিকানা কীভাবে জানেন, জানি না, কিন্তু কোনো মেইল পাইনি।
পুরা ফাটানি আর কোপানি ছড়া হইছে।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
মারহাবা... তবে কথা হলো, এখানে কাদের কথা বলছেন? ওনাদেরকে তো যুদ্ধাপরাধী বলার সু্যোগ নেই।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
জোস ছড়া !!! ৫ তারার যোগ্য!!
ব্লগবাড়ি । ফেসবুক
নতুন মন্তব্য করুন