আমাদের স্কুলের মাঠের এক পাশে বেশ কিছু ডাবগাছ ছিলো। সকালবেলা কিছু পিচ্চি সাইজের ঝরে পড়া ডাব গাছের নিচে পড়ে থাকত, আর আমি স্কুলে ঢোকার সময় সেগুলোরই কয়েকটা হাতে নিয়ে ক্লাসের দিকে হেঁটে যেতাম। এমনই এক ডাবকুড়ানো দুপুরে ক্লাসে ঢুকে এক নতুন ছেলের দেখা পাই। হ্যাংলামতো ভালোমানুষ চেহারার শ্যামলা এই ছেলেটাকে প্রথমদিন তেমন আহামরি কিছু মনে হয়নি। কিন্তু দিন যত যায়, তত এই ছেলের তেলেসমতি বাড়ে। ধুলোভরা খেলার মাঠে পুরো ক্লাসের সব ছাত্র যখন একটা টেনিস বলে শুধু কোনভাবে লাথি কষানোর পায়তারা করত, তখন সে উল্টোদিকের গোলপোস্টের সামনে দাঁড়িয়ে বলের অপেক্ষা করে, কখনো আবার টিপসও দিত, ফ্রিতে! সেই ছেলেই আবার ক্লাসের ফাঁকে কুইজের উত্তর দিয়ে এগিয়ে দিত টীমকে! এসবের পাশাপাশি, ক্লাসে ফার্স্ট-সেকেণ্ড হয়ে আমাদের ফেলে দিত ধন্দে (হুঁহুঁ পোলা ভালোই তালেবর)। ফাজলামোতেও সে ছিলো ওস্তাদ। স্কুল জীবনে নিকনেম হিসেবে ‘ক্যাবলা’ নামের প্রাপ্তিতো ওরই বদান্যতায়!
কোন এক বোরিং ক্লাসের মাঝখানে যখন সবাই হাই তোলায় ব্যস্ত, তখন তার নতুন এক গুণ আমাদের সামনে উন্মোচিত হয়। দারুন গল্প বলতে পারত সে। টেনিদার হাসির গল্প থেকে মুহাম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন, কাজী আনোয়ার হোসেনের ‘কুয়াশা’ থেকে শুরু করে হুমায়ুন আহমেদের ‘বোতল ভুত’; আমাদের সম্মিলিত অনুরোধে শোনাতে থাকে একের পর এক। বোরিং ক্লাসগুলোর পড়াশোনা লাটে তুলে আমরা বিমুগ্ধ হয়ে শুনতে থাকতাম। ওর বাচনভংগী আর উপস্থাপন এতই প্রাণবন্ত ছিলো যে স্যাররাও আমাদের আবদার ফেলতেন না ওর গল্প শোনার লোভে। সেসময় ওর অনুপ্রেরণাতেই শুরু করি নানা রকম বই পড়া, বই কেনা।
দিন যায়, স্কুলে ক্লাস সেভেনের বৈতরণী পার হতেই সে পাড়ি জমায় পাশেরই এক স্কুলে। যোগাযোগ কমে যায়, তবে খবর পেতাম। ওই স্কুলে ব্যপক পরিচিতি লাভ করে সে কুইজার হিসেবে, বেশ কিছু প্রতিযোগীতায় অংশ নিয়ে বেশ সাড়াও ফেলে দিয়েছিল সে। স্কুলের গন্ডি পেরিয়ে ও ভর্তি হয়েছিলো নটরডেমে। তখন থেকে ওর সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ি বেশ কয়েকবছরের জন্য।
গতবছরের শুরুর দিকে, খোমাখাতায় হুট করে পেয়ে যাই কৈশরের এই প্রিয় বন্ধুকে। ততদিনে বন্ধু আমার হাঁতুড়ি শাবল নিয়ে সাহিত্যের প্রাসাদে খুটখাট শুরু করে দিয়েছে। ফেসবুকে নোটসে আসতে থাকে তার গল্প। ভালো লাগে, কমেন্ট করি আর উৎসাহ দেবার চেষ্টা করি।
এরপর একদিন কথা প্রসংগে ফেসবুকে মেসেজে সে আমায় পাঠায় হিমু ভাইয়ের ‘গোয়েন্দা ঝাকানাকা’র লিঙ্ক। সচলে আমার অনুপ্রবেশও ঘটে ওর হাত ধরেই। প্রথমদিকে খেয়াল না করলেও, একদিন নীড়পাতায় একটা লেখার নিচে দেখি বন্ধুটির নাম। পড়ে বুঝলাম, বন্ধু আমার তালেবর হয়ে গেছে। কৌতুহুলী হয়ে লেখা অনুসরণ করতেই চক্ষু চড়কগাছ! অনন্য সাধারণ লেখা গুলো পড়ার পাশাপাশি উপভোগ করলাম ওর প্রতি সচলের সব নামী ব্লগারের বিস্ময়মিশ্রিত মুগ্ধতা। যার স্বিকৃতিও সে পেয়েছে সচলের সব সিনিয়রদের স্নেহেও ভালোবাসায়।
যন্ত্রপ্রোকৌশলের ছাত্র আমার এই বন্ধুটির সম্ভবত সবচেয়ে কনিষ্ঠতম জনপ্রিয় ব্লগার যার লেখা পড়ার জন্য মুখিয়ে থাকেন সচলের গুরুরাও। ব্রাজিলের পাঁড় সমর্থক, মেসি ভক্ত এই ব্লগারের আজ জন্মদিন!
আজ সুহান রিজওয়ানের জন্মদিন।
শুভ জন্মদিন সুহান! নান্দনিকতার নকশা বুনে তুই এগিয়ে যা সৃজনশীলতাকে সম্বল করে। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।
---- মনজুর এলাহী ----
মন্তব্য
খুব ভাল লাগল এরকম একটা লেখা পড়ে।
হ্যাপী বাড্ডে সুহান! হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে!
=======================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
অনেক অনেক ধন্যবাদ কাকা'দা !!!
_________________________________________
সেরিওজা
সচলায়তনে আমার সবচেয়ে প্রিয় লেখকদের একজন সুহান। তাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো।
মনজুর এলাহী, এটা সম্ভবত সচলে আপনার প্রথম লেখা। তাই
ভালো লেগেছে আপনার লেখা। এবার থেকে নিয়মিত লিখুন।
[ বানানঃ উপস্থাপণ, ব্যাপক, কৈশোর, হাতুড়ি, কৌতূহলী ]
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
বুনোহাঁসাপু, এটা আসলে সচলে আমার পঞ্চম লেখা। একটু অনিয়মিত লেখি, কিন্তু কমেন্টে আমি নিয়মিত এমনকি আপনার কাছ থেকে আমি এম্বিও আদায় করেছি নিজের নামের
শুদ্ধ বানানগুলোর জন্য অশেষ ধন্যবাদ।
---- মনজুর এলাহী ----
আপনাকে মন্তব্যের সূত্রেই চিনি। অ্যাম্বির কথাও মনে আছে।
এত অনিয়মিত হলে তো বারেবারে "স্বাগতম" গ্রহণ করতেই হবে।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
পাইসি...
বুনোপা সবার খুঁত ধরে বেড়ান, এইবার আমি ওনারটা ধরলাম।
আপনের বাক্যে "রীতিসিদ্ধ অর্থবাচকতা" রক্ষিত হয় নাই। যেমনঃ গরু আকাশে ওড়ে।:D
... বিশাল থ্যাঙ্কু বুনোপা।
_________________________________________
সেরিওজা
উড়ন্ত গরু ভালু পাই।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
@বুনোহাঁস
"উপস্থাপন" হবে।
আমিও তাই জানতাম। অবাক করা ব্যাপার হলো অভিধানে এ বানান পাই নি। তাই বিভ্রান্ত হয়েছি। দুঃখিত। এরপর আরো সতর্ক হবো।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
আপনি অভিধান ডট অর্গ-এ দেখতে পারেন। এখানে গিয়ে "present" লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। এখানে দেখুন।
যদিও এটা শুধুমাত্র ইংরেজি-থেকে-বাংলা অভিধান। তাই কাঙ্ক্ষিত শব্দটি খুঁজে পেতে চাইলে সেটার ইংরেজিটা জানতে হবে। এটাই একটা সমস্যা মনে হয় আমার কাছে। আপনার দেয়া লিংকটা বেশ কাজের। এখানে বাংলাও সার্চ করা যায় দেখি।
বুনোহাঁস এবং অতন্দ্র প্রহরী, আপনাদের দুজনের দেয়া লিংকের জন্য অনেক ধন্যবাদ।
আমি আর্জেন্টিনার সমর্থক হলেও এ বেলায় জন্মদিনের শুভেচ্ছাটুকু দিতে কোন কার্পণ্য করবো না।
শুভ জন্মদিন সুহান। অনেক বড় হও ...
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
আমি এই বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই সাপোর্টের চিন্তা কর্তেসি...
আর আশীর্বাদের জন্য ধন্যবাদ ...
_________________________________________
সেরিওজা
সুহানকুমার গেলো কই? জন্মদিন সেলিব্রেট করে নাকি?
সুহানা সফর জারি রহে!
আর সেলিব্রেট ?? ঘর থেকেই বাইরাইতে পার্লাম না ...
ধন্যবাদ পাঠুদা।
_________________________________________
সেরিওজা
জন্মদিনের অনেক শুভেচ্ছা সুহান রিজওয়ান কে।
প্রিয় ব্লগারদের অন্যতম একজন ইনি।
..........................................................................................
জগতে সকলই মিথ্যা, সব মায়াময়,
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় ।
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
থ্যাঙ্কু, থ্যাঙ্কু ... !!!
_________________________________________
সেরিওজা
শুভ জন্মদিন সুহান রিজওয়ান!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ধন্যবাদ বস !!
_________________________________________
সেরিওজা
ওরে মনজুর, তোর এই গল্পটা বেশ হয়েছে...
তবে ট্যাগে সাইন্স ফিকশন লাগালে আরো জোরদার হতো। তোর কল্পনাশক্তির জোর আছে বলতে হয়...
...
ধন্যবাদ -ধন্যবাদ-ধন্যবাদ বন্ধু। স্কুলের বন্ধুরা আসলে পুরোনো হয় না কখনো...
তোকে আবার একটা ধন্যবাদ।
_________________________________________
সেরিওজা
আরেকবার জন্মদিনের শুভেচ্ছা নেন সুহান মিয়া
এইবারেরটা অবশ্য ব্রাজিলের সমর্থক হওয়ার জন্য
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
ধন্যবাদ। আবারো...
_________________________________________
সেরিওজা
- জন্মদিনের শুভেচ্ছা ব্রাজিলতুতো ভাই সুহান।
আপনার জন্মদিনের উপহার নিয়ে আসুক ব্রাজিলের সাউথ আফ্রিকা জয়। হাতে কোকের বোতল নিয়ে (মুসলমানের ছেলের হাতে শ্যাম্পেনের বোতল রাখায় ওস্তাদের নিষেধ আছে) 'ফুঁশ' করে আমরা ব্রাজিলের জয় এবং আপনার জন্মদিন, দুইটাই উদযাপন করবো এনশাল্লাহ।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
খাইসে, এমন হার্ডকোর ব্রাজিল সাপোর্টার তো বহুদিন দেখি না...
মনে দুইটাই আফসুস বস, যদি বার্সা এইবার বিশ্বকাপে খেলতারতো...আর যদি আপনে মন্নানের লগে সুডোকু খেলতার্তেন
থ্যাঙ্কস বস।
_________________________________________
সেরিওজা
জার্মানির পক্ষ হৈতে জর্মদিনের শুভেচ্ছা এবং মেসিকে চোখ টিপি
বিশ্বকাপটা আইতে দ্যান খালি। চোখটিপি হাড়ে হাড়ে টের পাওয়ামু...
_________________________________________
সেরিওজা
শুভ জন্মদিন, প্রিয় গল্পকার
অপ্রদা মার্লো এক প্যাঁচ
ধন্যবাদ বস।
_________________________________________
সেরিওজা
শুভ জন্মদিন, সুহান! দিনটি আশা করি ভালই গেছে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।
ধন্যবাদ। ... দিন খুব একটা ভালো যায় নাই।
_________________________________________
সেরিওজা
শেষবেলায় শুভ জন্মদিন সেরিওজা! বেশিরভাগ মানুষের জীবনের বেশিরভাগ সময় চলে যায় তাকে কোন পথে হাঁটতে হবে সেটা জানতে। কামনা করি তুমি এই বয়সেই তোমার জন্য সঠিক পথের শুরুটা জেনে যাও।
ভালো থেকো, আনন্দে থেকো। তোমার সাহিত্যকর্ম সদা-সচল থাকুক।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
শিভেচ্ছার জন্যে ধন্যবাদ পান্ডবদা।
_________________________________________
সেরিওজা
শুভ জন্মদিন। আরু বড় হও, সুনা।
থ্যাঙ্কো...
_________________________________________
সেরিওজা
জন্মদিনে অভিনন্দন সুহান বাবাজী। বড় হও, দীর্ঘ হও, মন্দিয়া মেশিন ডিজাইনের বই পড়ো।
আপাততঃ হিট পর্তাসি... মেশিন্ডিসাইন পরে পড়ুম নে...
ধন্যবাদ ধর্মপুত্র।
_________________________________________
সেরিওজা
সুহানের ছোটবেলা দেখি বাংলা সিনেমার হিরোদের মতো হাউজফুল সাককেসে ভরা
শুভদিন
(এইবার নায়িকা আর ভিলেনের আগমন ঘটবে। সাবধান)
আমি কিন্তু ভিলেনই হৈবার চাই...
ধন্যবাদ।
_________________________________________
সেরিওজা
জন্মদিনে নিখাদ শুভেচ্ছা সুহান!
লেখা ভাল্লেগেছে...
ইয়ে,
>তেলেসমাতি
>স্বীকৃতি
>ভূত
[অভিধান পরীক্ষিত নয় ]
--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
বানান ভুলের বাজারে আমার নিত্য আনাগোনা,
আপনাদেরই আশির্বাদই লেখার প্রেরণা।
শুদ্ধ বানানের ব্যপারে আমি
নিতান্তই অজ্ঞ,
সহায় পেয়ে ধন্য হলাম
হে বিশেষজ্ঞ।
---- মনজুর এলাহী ----
বানান ভুলের বাজারে আমার নিত্য আনাগোনা,
তবু, আপনাদেরই আশির্বাদই লেখার প্রেরণা।
শুদ্ধ বানানের ব্যপারে আমি
নিতান্তই অজ্ঞ,
সহায় পেয়ে ধন্য হলাম
হে বিশেষজ্ঞ।
---- মনজুর এলাহী ----
আশির্বাদ > আশীর্বাদ
আচ্ছা, আপনি আশীর্বাদ চাচ্ছেন কেন?
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
সচলে প্রথম দিকের মিথস্ক্রিয়া চর্চায় জাহিদ ভাই, ইশতি ভাই, রাফি ভাই দের যে সাহায্য পেয়েছিলাম; তা ব্যাখ্যা করে বলার মত নয়...
অনেক ধন্যবাদ জাহিদ ভাই। আশা রাখি ভবিষ্যতেও আপনাকে পাশে পাবো।
_________________________________________
সেরিওজা
শুভ জন্মদিন আমাদের শব্দশিল্পী।
@ মনজুর এলাহীঃ জন্মদিনের পোষাক পরা সুহান ওরফে শব্দশিল্পীর ছবি কই? লেখা ভালু পাইলাম।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
দিলেন সাইব্বাই আবার রুনা লায়লা বানায়া...
ধন্যবাদ।
_________________________________________
সেরিওজা
খোমাখাতায় একবার বলেছিই ,তবে সচলে জন্মদিন জানানোর সুযোগটা মিস করা মনে হয় ঠিক হবেনা .
পরীক্ষা না থাকলে তোর বাড্ডেতে একটা ফুটবল ম্যাচ খেলে ফেলা যেত ,ম্যালা দিন বলে লাথিগুঁতো দেইনা ।
অদ্রোহ।
একদিন বিলম্বে শুভ জন্মদিন সুহান!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
সচলে কয়েকদিন না ঢোকায় লেইট
শুভ জন্মদিন সুহান রিজওয়ান
অদ্রোহ, নীড়সন্ধানী এবং আনন্দী কল্যাণকে ধন্যবাদ।
_________________________________________
সেরিওজা
নতুন মন্তব্য করুন