পোস্ট লেখা যেমন একজন লেখকের স্বাধীনতা, তেমনি ডিলিট করাও তাই। কিন্তু যখন বাকবিতন্ডা হয় তখন রাগের মাথায় লেখক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। অতি সম্প্রতি আমরা এই ব্যাপারটির একাধিক উদাহরন দেখেছি।
কিন্তু একজন লেখক জন্য অনলাইন মিডিয়ায় একটি লেখা প্রকাশ করেন তখন তার প্রতি পাঠকদের একটি ভালোলাগা, একটি দাবী জন্মায়। লেখক যখন লেখাটি মুছে দেন, তার সাথে মুছে দেন পাঠকের মন্তব্য, তাদের সাথে কথোপকথনের স্মৃতি ইত্যাদি।
তাই প্রশ্ন হল সচলায়তনে পোস্ট ডিলিট ক্ষমতা কি মডারেট করা উচিৎ? আপনার পছন্দটি ভোটের মাধ্যমে জানিয়ে দিন।