গোল্লা ছাড়া ইউনিকোড কার-বর্ণ, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু লিখব কীভাবে?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: শুক্র, ২৩/০৪/২০১০ - ১০:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

১। জিরো ওয়াইড্থ জয়েনার (ZWJ বা শুন্য দৈর্ঘ্যের জোড়) এর ব্যবহার
কতগুলো অক্ষর যেমন কার-বর্ণ, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু হসন্ত এইগুলি সাধারণত একটা কুৎসিত গোল্লা ছাড়া লেখা যায় না ইউনিকোড কোডে। এই গুলি গোল্লা ছাড়া লিখতে হলে জিরো ওয়াইড্থ জয়েনার (ZWJ বা শুজো) নামের একটি বিশেষ অক্ষর ব্যবহার করতে পারেন।

ZWJ দুটি অক্ষরের মধ্যে বসলে তাদেরকে জোর করে যুক্ত হবার নির্দেশ করে। তাই একটা স্পেসের পরপর একটা ZWJ ব্যবহার করে গোল্লাপ্রদানকারী অক্ষর লিখলে গোল্লাটা স্পেস অক্ষরের সাথে যুক্ত হয়ে যায়।

সুত্র
গোল্লা ছাড়া অক্ষর = স্পেস + ZWJ + গোল্লাপ্রদানকারী অক্ষর

সচলায়তনের বিভিন্ন কিবোর্ডে ZWJ এর ব্যবহার
অমুক এবং ইউনি: স্পেস~Q = ‍ং
ফোনেটিক: স্পেস~u = ‍ু
প্রভাত: স্পেস`h = ‍ঃ

সচলায়তনের অভ্র ফোনেটিক লেআউট এখনও এই অক্ষরটি যুক্ত করা হয়নি। "মাউস দিয়ে বাংলা" ব্যবহার করে এই ক্ষেত্রে কাজ চালাতে পারেন।

গ্যালারী
আপনার সুবিধার্থে কয়েকটি অক্ষর এখানে দেয়া হল। প্রয়োজন বোধে কপি পেস্ট করতে পারেন।
চন্দ্র বিন্দু - ‍ঁ
অনুস্বার - ‍ঃ
বিসর্গ - ‍্
আ কার - ‍া
উ কার - ‍ু
ঊ কার - ‍ূ
ই কার - ‍ি
ঈ কার - ‍ী
এ কার - ‍ে
ঐ কার - ‍ৈ
ও কার - ‍ো
ঔ কার - ‍ৌ
ঋ কার - ‍ৃ

২। জিরো ওয়াইড্থ নন জয়েনার (ZWNJ বা শুন্য দৈর্ঘ্যের বিজোড়) এর ব্যবহার
জিরো ওয়াইড্থ নন জয়েনার (ZWNJ বা শুবিজো) হচ্ছে জিরো ওয়াইড্থ জয়েনার-এর উল্টো। এটিও অদৃশ্য কিন্তু দুটি অক্ষরের মাঝে বসলে তাদের যুক্ত হতে দেয় না।

এর ব্যবহার হতে পারে র‌‌্যাব লিখতে। কিংবা হসন্ত লিখতে, যেমন ‍পিটস‍্বার্গ।

সুত্র
যুক্ত নাহতে চাওয়া অক্ষরদ্বয় = প্রথম অক্ষর + ZWNJ + দ্বিতীয় অক্ষর
যেমন: ক-হস-ষ = ক + হসন্ত + ZWNJ + ষ
যেমন: র-ফলা = র + ZWNJ + য-ফলা

সচলায়তনের বিভিন্ন কিবোর্ডে ZWNJ এর ব্যবহার
অমুক এবং ইউনি: পিটn`gবার্গ = ‍পিটস‍্বার্গ
ফোনেটিক: r`Yab = র‌্যাব
প্রভাত: r~/Zab = র‌্যাব

সচলায়তনের অভ্র ফোনেটিক লেআউট এখনও এই অক্ষরটি যুক্ত করা হয়নি। "মাউস দিয়ে বাংলা" ব্যবহার করে এই ক্ষেত্রে কাজ চালাতে পারেন।

তাছাড়া র-যফলা সংক্রান্ত এই পোস্টটিও দেখতে পারেন।

গ্যালারী
আপনার সুবিধার্থে কয়েকটি অক্ষর এখানে দেয়া হল। প্রয়োজন বোধে কপি পেস্ট করতে পারেন।
র‌্যাব
‍পিটস‌‍্বার্গ
খাচ‍্চড়

ডিসক্লেইমার

এই পোস্ট উল্লেখিত পদ্ধতিটি বেশ কয়েকবছর ধরে ইউনিকোডে প্রচলিত থাকলেও অতি সম্প্রতি বিভিন্ন সিস্টেমে চালু হতে শুরু করেছে। তাই সবার সিস্টেমে এটাকে সঠিকভাবে নাও দেখাতে পারে।

তবে আপনার কিবোর্ড লেআউটে ZWJ এবং ZWNJ অক্ষরদুটি থাকতে হবে। সচলায়তনে প্রায় সবগুলো লেআউটে এই অক্ষরটি আছে। এই অক্ষরটি খুঁজে না পেলে লেখার বাক্সের উপরে মাউস দিয়ে বাংলা ক্লিক করে সেখান থেকে ZWJ অথবা ZWNJ ক্লিক করুন।

ZWJ এবং ZWNJ অক্ষরদুটি অদৃশ্য। টাইপ করলে কিছু দেখতে পাবেন না। কিন্তু ব্যাকস্পেস দিলে কার্সরটা থেমে থাকবে, অর্থাৎ শুন্য দৈর্ঘ্যের এই অক্ষরটি মুছলেও কার্সরটি দৃশ্যতঃ সেখানেই দাঁড়িয়ে থাকবে।


মন্তব্য

পল্লব এর ছবি

BNG আর SolaimanLipi ব্যবহার করলে যে সমস্যাটা পাচ্ছি তা হল, বাংলা লেখার সাথে কোন ইংরেজি লেখা থাকলে ইংরেজি লেখাটা ডিসপ্লেসড হয়ে যায় এবং/অথবা ইংরেজি লেখা পাশের বাংলা লেখার মধ্যে ঢুকে যায়।

কিন্তু তারপরেও, লাভ হলনা। সেরিফ, স্যান-সেরিফ আর মনোস্পেস/ফিক্সড উইডথ তিনটাতেই দিতে হবে না? গুগল ক্রোম, ফায়ারফক্স দুইটাতেই চেষ্টা করলাম, ভিস্তাতে।

==========================
আবার তোরা মানুষ হ!

==========================
আবার তোরা মানুষ হ!

সাবিহ ওমর এর ছবি

বুঝলাম না ঠিক, আমিতো গোল্লা দেখতে পাচ্ছি...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এই পোস্ট উল্লেখিত পদ্ধতিটি বেশ কয়েকবছর ধরে ইউনিকোডে প্রচলিত থাকলেও অতি সম্প্রতি বিভিন্ন সিস্টেমে চালু হতে শুরু করেছে। তাই সবার সিস্টেমে এটাকে সঠিকভাবে নাও দেখাতে পারে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

পল্লব এর ছবি

সিস্টেম বলতে কি বোঝাচ্ছেন? অপারেটিং সিস্টেম? ইয়ে, মানে... আমি গোল্লা দেখছি পুরো পোস্ট জুড়েই। লেখার চেষ্টা করলাম, কিন্তু হলো না। স্পেস দিয়ে zwj বোতামে চাপ দিলাম, একটা তালগাছ মার্কা চিহ্ণ আসলো, তারপর কার বা অনুস্বার চাপলে আবার সেই গোল্লা মন খারাপ

==========================
আবার তোরা মানুষ হ!

==========================
আবার তোরা মানুষ হ!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

BNG বা SolaimanLipi ফন্ট ইউজ করেন।

http://www.sachalayatan.com/to_write_bangla

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

রণদীপম বসু এর ছবি

হুমমম, প্রয়োজন হবে। ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নহক [অতিথি] এর ছবি

পোস্টে উল্লখিত অসুবিধায় পড়েছিলাম প্রথম দিকে। ইনস্টলের সময় মর্ডান স্টাইল বাংলা টাইপিং সিলেক্ট করার পর আর সমস্যাটা হয়নি, জানিনা কেন ইয়ে, মানে...

আজকাল আরেক ঝামেলায় পড়েছি। কয়েকমাস আগে পিসি সেটআপ দিয়ে অভ্র ইনস্টল করার পর " ও @ জায়গা অদলবদল করে, | এর জায়গায় ~ , % এর জায়গায় £, \ এর জায়গায় # ইত্যাদি চলে আসে। অভ্র আনইনস্টল করল আবার ঠিক হয়ে যায়। কয়েকবার সেটআপ, অপারেটিং সিস্টেম বদলের পরও সমস্যাটা যায়নি। এটা ঠিক করার উপায় কী?

ধুসর গোধূলি এর ছবি

- আপনি মনে হয় অন্য ভাষার কিবোর্ড ব্যবহার করেন। অভ্র আংরেজী কিবোর্ড ফলো করে। সুতরাং অভ্রে লিখতে গেলে অন্য কিবোর্ডে একটু গোলমাল লাগে। আমারও লাগে, জার্মান কিবোর্ড থাকার কারণে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

নহক [অতিথি] এর ছবি

ধূগোদা, আমি জব্বার আলীর আংরেজি কী বোর্ড ব্যবহার করি , এ ফোর টেকের তৈরি। সুতরাং এ সমস্যা হইল কেনু? এখন কাগু জার্মান কী বোর্ডে নিজের বোতাম বসাইলে অবশ্য আলাদা কথা........ চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

- বুঝছি, যতো দোষ জব্বার ঘোষ।
এক কাজ করেন, জব্বার কাগুর আংরেজী কিবোর্ডরে আলবিদা-খুদাপেজ জানিয়ে একটা সাধারণ আংরেজী কিবোর্ড লাগিয়ে দেখেন কী অবস্থা হয়!

যদি দেখেন সমস্যা ফিরে ফিরে আসে তাইলে, ফি সাবিলিল্লাহ। আর যদই দেখেন প্রবলেম সলভড, তাইলে যেইখানে কাগুর আংরেজী কিবোর্ড ফেললেন, সেইখানে একটা তালপাতার নিশান টাঙ্গাইয়া দিয়া আইসেনঃ আরআইপি জব্বার কাগু।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

নহক [অতিথি] এর ছবি

পোস্টে উল্লখিত অসুবিধায় পড়েছিলাম প্রথম দিকে। ইনস্টলের সময় মর্ডান স্টাইল বাংলা টাইপিং সিলেক্ট করার পর আর সমস্যাটা হয়নি, জানিনা কেন ইয়ে, মানে...

আজকাল আরেক ঝামেলায় পড়েছি। কয়েকমাস আগে পিসি সেটআপ দিয়ে অভ্র ইনস্টল করার পর " ও @ জায়গা অদলবদল করে, | এর জায়গায় ~ , % এর জায়গায় £, \ এর জায়গায় # ইত্যাদি চলে আসে। অভ্র আনইনস্টল করল আবার ঠিক হয়ে যায়। কয়েকবার সেটআপ, অপারেটিং সিস্টেম বদলের পরও সমস্যাটা যায়নি। এটা ঠিক করার উপায় কী?

মাহবুব লীলেন এর ছবি

‍ু ‍ে ‍ৈ ‍ৎ ‍ঁ ‍ৃ ‍া ‍ি

গুড গুড গুড
এইটা খুঁজছিলাম
টেস্টাইয়া দেখলাম ঠিকাছে

কিন্তু মাত্রা ছাড়া ‍ে কার কেম্নে লিখে?

শিশুদের বর্ণমালা বই লেখার সময় আলাদাভাবে এই বর্ণগুলোও লেখা দরকার পড়ে

এনকিদু এর ছবি

ধন্যবাদ, বেশ কাজের জিনিস হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

টেস্ট
হা‍া‍া‍া হু‍ু‍ু‍ু হি‍ি‍ি‍ি

হা ‍া ‍া হু ‍ু ‍ু ‍ু হি ‍ি ‍ি ‍ি

স্পেস ছাড়া লেখা যায় না। চিন্তিত

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

লীন এর ছবি

আমি অভ্র-এর হেল্প ফাইল দেখে এই প্রয়োগ শিখেছিলাম

______________________________________
লিনলিপি

______________________________________
লীন

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ওহ জানা ছিলা না।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অতিথি লেখক এর ছবি

হেঁ হেঁ... আমি এইটা জানি... অভ্র'র সাপোর্ট ফোরামে গুঁতাগুঁতি করে এটার উত্তর বাগিয়ে নিয়েছিলাম সিয়াম ভাইয়ের থেকে। পোস্টের জন্য ধন্যবাদ মামু।

কৌস্তুভ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হাচল পল্লবের প্রশ্নের উত্তর দিতে গিয়ে পোস্টটা তৈরী। বহু আগে লীলেনদাও সম্ভবতঃ এর উত্তর খুঁজছিলেন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির