মুসা ইব্রাহীম এভারেস্ট বিজয়ের অব্যবহিত পরে নেপালে পুরোনো বন্ধু জিয়াউল খালেদের সাথে যোগাযোগ করেন। এভারেস্ট বিজয় যাত্রার শুরুতে জিয়াউল খালেদই মুসাকে বিদায় দিয়েছিলেন। মুসা ইব্রাহীমকে নিয়ে আসতে নেপালে যান প্রথম আলোর আনিসুল হক। সঙ্গে ছিলেন আশরাফ কায়সার এবং নেপালে বাংলাদেশ অ্যাম্বাসীর নাসরীন জাহান লিপি।
সেসময় বিভিন্ন সময়ে কিছু কথোপকথন ধারণ করেন জিয়াউল খালেদ। তার থেকে একটি কম্পাইলেশন প্রকাশ করা হচ্ছে সচলায়তনের পাঠক শ্রোতাদের উদ্দেশ্যে।
প্রতিটি বিপ একট নতুন কথোপকথন ইঙ্গিত করে। শুধুমাত্র শেষের একট বিপ একটি কোম্পানীর নাম অনুল্লেখ্য রাখতে ব্যবহার করা হয়েছে।
সচলায়তনের টেকনিক্যাল সহায়তা (অডিও এডিট এবং পোস্ট) থাকলেও পুরো আলাপের সর্বস্বত্ব এবং দায় সম্পূর্ণভাবে জিয়াউল খালেদের। তার অনুমতি ক্রমে অতিথি লেখকের একাউন্ট থেকে এটি সচলায়তনে প্রকাশ করা হচ্ছে।
মন্তব্য
আসলে সকল প্রশংসা মাহাবুব মোর্শেদের। আমি রেকর্ড করে নিয়ে বসে ছিলাম। উনিই যোগাযোগ করেন। তারপর কষ্ট করে ফাইলগুলোকে এডিটও করেছেন তিনি। ধন্যবাদ
খুব ভালো লাগলো কথোপকথন। নিজ চেষ্টায় এভারেস্ট জয় সত্যি অনেক প্রেরণার।
জিয়াউল খালেদকে অসংখ্য ধন্যবাদ এই অডিওটি সচলায়তনের সাথে শেয়ার করার জন্য।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির