প্রিয় সচল ও অতিথিবৃন্দ,
সচলায়তনে প্রতিটি পোস্টকে পূর্ণ সচল সদস্যগণ ১ থেকে ৫ এর ভিত্তিতে রেট করতে পারেন, যা পর্যায়ক্রমে "তেমন ভালো নয়" থেকে শুরু করে "অসাধারণ" পর্যন্ত প্রতিক্রিয়া নির্দেশ করে।
কে রেট করছেন, এ তথ্যটি গোপন থাকায় রেটিং নিয়ে দীর্ঘদিন ধরে সচলদের মধ্যে নানা ক্ষোভের সৃষ্টি হয়ে আসছে। যদিও এই ক্ষোভটি একপেশে, অর্থাৎ বেশি রেটিং পেলে তেমন প্রতিক্রিয়া না থাকলেও কম রেটিঙের বেলায় অনেকে মারমুখো হয়ে পড়ছেন, এবং কখনো কখনো কৈফিয়ত দাবি করছেন।
এই পরিস্থিতির নিরসনের জন্যে অনেক বিতর্ক হয়েছে। কেউ কেউ রেটিং ব্যবস্থা তুলে দিতে বলেছেন, কেউ রেটিং ব্যবস্থা প্রয়োগের সুযোগ নির্ধারণ লেখকের হাতে ছেড়ে দিতে বলেছেন, কেউ এ ব্যাপারে মাথা না ঘামানোর পরামর্শ দিয়েছেন। যেহেতু রেটিং মতপ্রকাশের একটি পন্থা, তাই আমরা প্রস্তাব করছি, রেটিঙের তথ্য উন্মুক্ত করে দেয়ার। সচলরা নিজ নামে নিজেদের ভালো লাগা বা মন্দ লাগার ব্যাপারে মত প্রকাশে পিছপা হবেন না, আমরা এমনটিই মনে করি।
আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা, রেটিঙের তথ্য কি এখন থেকে উন্মুক্ত রাখা হবে? তথ্য উন্মুক্ত বলতে আমরা বোঝাচ্ছি, কে কত রেট করছেন, তা পোস্টের নিচে একটি আলাদা ফ্লোতে দেখা যাবে। এখানে স্মর্তব্য যে রেটিঙের তথ্য উন্মুক্ত করা হলে এ যাবৎ পোস্ট করা সব লেখার রেটিঙের তথ্যই দেখা যাবে।
এ ব্যাপারে আপনাদের মূল্যবান মত আশা করা হচ্ছে। জরিপের ফলাফলের ওপর ভিত্তি করে আমরা ব্যবস্থা গ্রহণ করতে আগ্রহী। জরিপের মেয়াদ ৪ দিন। ধন্যবাদ।
মন্তব্য
ভালু/খ্রাপ ভার্সন টা থাকলেই ভালো লাগতো।
জীবনটাকে 'হালকা ভাবে' নেওয়ার একটা আনন্দ আছে।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
যেমন আছে থাকুক।
কয়জনের ভালো লেগেছে, কয়জনের খারাপ লেগেছে আলাদা হলে ভালো হয়।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
আমি রেটিং পদ্ধতি তুলে দেওয়ার পক্ষে৷ লেখা পছন্দ অপছন্দের বিষয়টা অনেকটা সাবজেকটিভ, সেখানে রেটিং ব্যপারটা আমার কাছে একটু অস্বস্তিকর লাগে৷ তবে রেটিং থাকলে তার তথ্য গোপন রাখার পক্ষে৷ উন্মুক্ত করলে ক্যাচাল বাড়বে ছাড়া কমবে না বলেই আমার মনে হয়৷
রেটিং যদি নিতান্তই তুলে দেওয়া না যায়, সেক্ষেত্রে লেখকে অপশান দেওয়া হোক যে তিনি তাঁর লেখায় রেটিং চান কি চান না৷ লেখাক চাইলে তাঁর লেখায় রেটিং দেওয়ার সুযোগ থাকবে, না চাইলে থাকবে না৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
পছন্দ/অপছন্দ করার সুযোগ পেয়ে মহা আনন্দিত। রেটিং নিয়া এত চিন্তা করি নাই ... করি না ... করবোও না ... তবে উন্মুক্ত থাকা ভালো। তখন হয়তো আমরা একটু ভেবে চিন্তেই তারকা দাগাবো।
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
১.
যদিও আমি রেটিং প্র্যাকটিসটা খুবই কম করেছি, তবু আমার মতামত হচ্ছে হয় বর্তমান পদ্ধতি বহাল থাকুক, নয়তো রেটিং ব্যবস্থা উঠিয়ে দেয়া হোক। কিন্তু গোপনীয়তা উন্মুক্তির বিপক্ষে আমি। এটা বাধ্য করার কোন বিষয় নয়। এতে করে শেষপর্যন্ত লেখক হয়তো প্রয়োজনীয় পাঠক প্রতিক্রিয়া থেকেই বঞ্চিত হবেন।
২.
মন্তব্য একটা স্বতস্ফূর্ত প্রক্রিয়া। রেটিংও তাই। যদিও এর ভুল প্রয়োগ হতেই পারে। তবে একটা হীরক খণ্ডকে গণমতামতে কাচ বানানোর প্রবণতা থাকলেও হীরক কাচ হয়ে যায় না। একইভাবে কাচও হীরক হয়ে যাবে না। লেখক নিজেই তা বুঝতে পারেন। আর এটা তো কোন প্রতিযোগিতার যুদ্ধ নয় ! কেবল পাঠকপ্রতিক্রিয়া বুঝার অন্যতম একটা উপায় মাত্র।
৩.
মন্তব্যে ভালো খারাপ ব্যবস্থাটা মন্দ নয়। তবে সচলায়তনে বিকৃত বাংলার অফিসিয়াল ব্যবহার কাম্য নয়, যা তার স্ট্যাটাসকে হালকা করে দিতে পারে। আর ভালো-খারাপের বীজগণিতিয় নীট ফলাফল (১০ - ৯ = ১) শেষ পর্যন্ত কোন প্রকৃত ফলাফলই প্রকাশ করে না। আলাদা ফলাফল জানানো না গেলে এরকম অদ্ভুত রেজাল্ট পরিত্যাজ্য হওয়াই তো উচিত।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
বিকৃত বাংলা শব্দবন্ধের বদলে অনানুষ্ঠানিক বাংলা আমি ব্যবহার করবো ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
দাদার এই দু'টি বক্তব্যে আলাদা করে সহমত জানাচ্ছি। নীট ফলাফলটি প্রকৃত চিত্র বহন করবে না। তাই থাকলে আলাদা আলাদ করে কয়জনের ভাল লেগেছে আর কয়জনের ভাল লাগেনি সেটা আসা উচিত।
উন্মুক্ত করার পক্ষে ভোট দিলাম। তবে আগের পদ্ধতিতে যেহেতু সেটা গোপন ছিল তাই আগের পোষ্টগুলির ভোটিং উন্মুক্ত না করাই ভাল।
----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
- ভালু/খ্রাপ পরীক্ষামূলক সম্প্রচার।
- বাগ ফিক্সিং এবং টুইকিং করা হবে সপ্তাহ খানেক পর।
- ব্যবহার ও আলোচনা চলুক। একটা গ্রহণযোগ্য সমাধান নেয়া হবে আলোচনার পর।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
- কিছু অতিথিদের এই সুবিধা দেয়া হল। এনজয়!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
- সব অতিথিদের এই সুবিধা দেয়া হইল। এনজয়!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ধইন্যা!!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
আচ্ছা, কিছু ব্যাপার লক্ষ্য করলাম, এগুলি সম্ভবত পরে সংশোধিত হবে –
১) নিজের মন্তব্যেও লাইক/ডিস্লাইক করা যাচ্ছে।
২) একই মন্তব্যে একবার লাইক দেবার পরে আবার ডিসলাইক-ও দেয়া যাচ্ছে! অবশ্যই একটা মন্তব্যে একবারের বেশি লাইক/ডিসলাইক দেবার কোন সুযোগ থাকা উচিত নয় বলে মনে করি।
৩) লাইক/ডিসলাইক বাটন খুব বেশি কাছাকাছি অবস্থিত এবং একাধিকবার লাইক/ডিসলাইক দিতে পারার সুযোগটা থেকে যাবায় একটা দিতে গিয়ে ভুলে অন্যটায় চাপ পড়ে যাবার সম্ভাবনা থাকছে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
‘ভালু’ পাওয়া প্রথম প্রয়োগ করলাম। ধন্যবাদ!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
ভালু পাইলাম
এখানে 'কিছু' অতিথির নির্ধারণী নীতিমালা কিভাবে নিরূপণ হবে?
সকলেই যদি 'অতিথি'-ই হন, তাহলে এটা বৈষম্য সৃষ্টিকারী হবে না?!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
আমারে দেয়া হয় নাই ! দিলে আপ্নে একখান ভালু পাইতেন!!
_________________________________________
ৎ
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
অন্যদিকে লাইক ডিসলাইক বাটন দিয়ে এতো সুক্ষভাবে জিনিসপাতি বোঝানো যাবে না । ঐ অপশনটা একটু বেশীরকমের চরমপন্থী । হয় ভালু নাহয় ভালু না ! মোটামুটি, বেশ ভালো ইত্যাদির কোন পছন্দ নাই !
নীড়পাতা.কম ব্লগকুঠি
ভালু/খ্রাপের চাইতে, কিংবা ভালু/খ্রাপ প্লাস-মাইনাস হয়ে নিউট্রাল হয়ে যাওয়ার চাইতে '___জন সমর্থন করেছেন' '___জন সমর্থন করেননি' থাকতে পারে। কারণ, ভালু প্লাস খ্রাপ যে সংখ্যাটা আসবে সেটা শুধু ব্যবধানটাই নির্দেশ করে, কিন্তু আলোড়নের ব্যপকতা নির্দেশ করে না। যেজন্য এই পদ্ধতিতে ৫০ টি ভালো যোগ ৪৯ টি খারাপ যেমন ১টি ভালো, আবার শুধু ১টি ভালো মানেও ১টি ভালো।
_________________________________________
Any day now, any day now,
I shall be released.
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
'___জন সমর্থন করেছেন' '___জন সমর্থন করেননি' এটা ভাল মনে হচ্ছে। আমারো মনে হয় আসলেই যোগ-বিয়োগের পরের মান পাঠকদের কাছে কোন মন্তব্য কতটুকু গুরুত্ববহন করেছে তার প্রকৃত 'ভ্যালু' বোঝায় না।
এটা লিখে একটা নতুন মন্তব্য করার কোন প্রয়োজনই হত না যদি আমি নিজেও 'লাইক' অপশন ব্যবহারের যোগ্যতা পেতাম!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
উন্মুক্ত করার পক্ষে। আগের রেটিং এর ক্ষেত্রে গোপনীয়তা ইস্যু হয়ে থাকলে সেই ড্যাটা মুছে দেয়া যেতে পারে।
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
অনার্য সঙ্গীতের সাথে একমত। যারা রেটিং দিচ্ছেন, তাঁরা চুপিচুপি দেন কেন? আমি মানলাম তাঁর সে-অধিকার আছে। কিন্তু, লেখায় পাঁচতারা দাগিয়ে বলতে যদি কুণ্ঠা না থাকে, তাহলে একতারা দাগিয়ে কুণ্ঠিত হওয়ার মানে কী?
লেখকও কি চাইতে পারে না গঠনমূলকভাবে সমালোচিত হওয়ার জন্যে? অযথা রেটিং-এর ব্যবহারটা (ওপরে রেনেটের মন্তব্য) কোনভাবেই বন্ধ করা যাবে বলে মনে হয় না, ওটা নিয়ে মাথাব্যথাও নেই। কিন্তু, ব্যাপারটা বিদ্বেষমূলক হচ্ছে কি-না, সেটা জানার অধিকার লেখকের আছে বলে মনে করি। সচলের নিয়মেই কিন্তু সহসচলদের ত্যক্ত না করার নীতিমালা আছে, ভক্তি করার ব্যাপারে বাধা নাই।
আরেকটা ব্যাপার বেশ কৌতুককর মনে হচ্ছে। রেটিং কিন্তু পরীক্ষিত সচলদেরই অধিকার। আমি বা অন্য অতিথি লেখক তা দিতে পারি না/পারেন না। সচলে পূর্ণ সদস্য হওয়ার সুযোগ দেরিতে দেওয়া হয়, কারণ হিসেবে নানাজনের মন্তব্যে পেয়েছি: তাঁর মানসিকতা, অন্য সহসচলের প্রতি শ্রদ্ধাবোধ, তর্কে/বিতর্কে/কুতর্কে জড়িয়ে পড়ার তাঁর প্রবণতা ইত্যাদি ইত্যাদি দেখা হয়। কিন্তু, সেই সময়পরীক্ষিত তাঁরাই যদি রেটিং বা এমনি অন্য ব্যাপার নিয়ে নিজেদের বিতর্কিত করেন, তাহলে তো হতাশ হয়ে বলতেই হয়: ক্যামনে আর কী!!
আর, এটাও কি প্রশ্ন করতে পারি যে, তাহলে আসলে কিউতে দাঁড়ানো অন্য অপেক্ষমাণ সদস্যদের ব্যাপারে অতিরিক্ত কালক্ষেপণের কারণ অথবা মানেটাই বা কি?
এট দ্য এন্ড অব দ্য ডে তো যা দেখতে পাচ্ছি, আসলেই কোন কিছুর কোন মানে নাই।
হতাশা আর ভালোবাসা থেকেই বললাম।
_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!
(ছাই: মণীন্দ্র গুপ্ত)
_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!
(ছাই: মণীন্দ্র গুপ্ত)
আমার ধারণা, বলে কয়ে এক তারা দাগলে পোস্ট লেখকের সাথে ভোটদাতার ভবিষ্যত মিথস্ক্রিয়ায় সমস্যা হবে বিধায় এ কাজটি কেউ করেন না।
আবার পারষ্পরিক শত্রুতামূলক সম্পর্কের উপর ভিত্তি করেও একতারা দাগানোর সুযোগ থেকে যায়।
বিষয়টা নির্ভর করছে ভোটদাতার উপর। আড়াই হাজার বছর আগে প্লেটো বলেছিলেন “The measure of a man is what he does with power.”
বিস্ফোরক দিয়ে কী করবেন তা নির্ভর করছে আপনার উপর। বিস্ফোরক নিষিদ্ধ করে এর অপব্যবহার রোধ করতে গেলে সুব্যবহারের পথটাও রুদ্ধ হয়ে যায় না?
কি মাঝি, ডরাইলা?
উম্মুক্ত করার বিপক্ষে।
রেটিং এতো গুরুত্ব পাবার মতো বিষয় না।
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আমার মনে হয়, অনেক ক্ষেত্রেই লোকজন লেখককে পছন্দ/অপছন্দের ভিত্তিতে
তারা দেয়। অন্যদের কথা বলতে পারবো না। আমি জানি, আমি লিখলেই কিছু সচল নির্বিচারে পাঁচতারা দাগান...(পোস্টের ভিতরে আলুভাজাই থাকুক, আর বেগুন পোড়াই থাকুক)...
এরকম ঘটনা যেহেতু ঘটে, তেমনি এর বিপরীত ঘটনা ঘটাও অসম্ভব কিছু না (অযথা একতারা দেয়া)...
ব্যক্তিগতভাবে আমি মনে করি, রেটিং এর খুব একটা প্রয়োজন নেই।
আর যদি রেটিং সিস্টেম থাকেই, রেটিং উন্মুক্ত করা যেতে পারে, তবে সেটি নতুন পোস্টের ক্ষেত্রে প্রযোজ্য হতে হবে। পুরানো পোস্টের গোপনীয়তা উন্মোচন করা খুবই আন-এথিকাল একটা কাজ হবে।
---------------------------------------------------------------------------
একা একা লাগে
---------------------------------------------------------------------------
একা একা লাগে
ভালুখ্রাপ ক্যাম্নে কী সেইটা টেস্টাইবার লাইগা রেন্টু মিয়ার কমেন্ট বাইছা লইলাম (সবার নিচে আছিল বলে)
ভালুখ্রাপ ভুটাভুটির সাথে তার কমেন্টের মতামতের লগে মিলঅমিলের কোনো সমপক্ক নাই
মন্তব্যে ভালু/খ্রাপ পাওয়ার ফিচার ব্যবহারের সুযোগটা কি শুধুমাত্র পূর্ণ সচলরা ভোগ করতে পারবেন নাকি অতিথি সচলরাও এ সুযোগের সুবিধাভোগী? সাফির মন্তব্য পড়ে মনে হল অতিথি সচলদের ভালু/খ্রাপ পছন্দ করার সুযোগ নেই।
আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ভালু/খ্রাপ পাওয়ায় সুযোগটা পূর্ণ-সচল/অতিথি নির্বিশেষে যারা নিজ নামে লগইন করার সুযোগ পান তাদের জন্য উন্মুক্ত করে দিলে ভাল হয়।
কারণ যে অতিথিকে সরাসরি মন্তব্য করার সুযোগ দেয়া হয়েছে তাকে "ভালু/খ্রাপ পাওয়ার" সুযোগ দেয়া থেকে বঞ্চিত করার কোন অর্থ নেই।
কি মাঝি, ডরাইলা?
দ্রোহীদা...
আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ভালু/খ্রাপ পাওয়ায় সুযোগটা পূর্ণ-সচল/অতিথি নির্বিশেষে যারা নিজ নামে লগইন করার সুযোগ পান তাদের জন্য উন্মুক্ত করে দিলে ভাল হয়।
ভালু পাইলাম কিন্তু বাটন টিইপ্যা কইতে পার্লাম্না...
-------------------------------------------------
জানতে হলে পথেই এসো,
গৃহী হয়ে কে কবে কী পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ভালু/খ্রাপ পাওয়ায় সুযোগটা পূর্ণ-সচল/অতিথি নির্বিশেষে যারা নিজ নামে লগইন করার সুযোগ পান তাদের জন্য উন্মুক্ত করে দিলে ভাল হয়।
সহমত । দ্রুহীদাকে জাঝা!
(ভালু পাইছি কিন্তু কইলাম! )
_________________________________________
ৎ
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
এব্যাপারে দ্রোহীর মতামতের সাথে পরিপূর্ণরূপে একমত।
এটা বলতে ভুলে গিয়েছিলাম।
_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!
(ছাই: মণীন্দ্র গুপ্ত)
_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!
(ছাই: মণীন্দ্র গুপ্ত)
আমি রেটিং পদ্ধতি তুলে দেওয়ার পক্ষে। কারণ অপব্যবহার। একটা উদাহারন দেই, আমার সব লেখায় কয়েকটা করে পাঁচ তারা পড়ে, বানান ভুল থাকলেও, আমি তাতে আত্মপ্রসাদ লাভ করি, ভুল গুলা ভুলই থেকে যায়। যেইটা উচিত না। তবে মন্তব্যে লাইক ডিজলাইক ঠিক আছে।
...........................
Every Picture Tells a Story
আপনার সব লেখায় কয়েকটা করে পাঁচ তারা পড়ে, এইটা 'অপব্যবহার' কিভাবে হইলো? লেখায় তো বানানই একমাত্র বিষয় না। আপনার দূর্দান্ত ছবি দেখেই লোকজন ফিদা হয়ে তারা মারে, আমিও মারি। এইটাকে 'অপব্যবহার' হিসাবে অভিহিত করায় মাইন্ড খাইলাম, মন্তব্যও ডিসলাইক করলাম...
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
ওকে, দেখা যাইতেসে, আমার লাইক বা ডিসলাইক করার রাইট নাই... হুমম...
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
পরিবর্তনের ধারা দেখতে পেয়ে ভীষণভাবে পুলকিতবোধ করছি।
____________________
অভূতপূর্ব
মন্তব্যে লাইক/ডিজলাইক অপশন যুক্ত হল। আমরা একে ভালু/খ্রাপ (আইডিয়া হিমু) বলে অভিহিত করছি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
সম্ভবত আমিই সচলায়তনে প্রথম এই অপসন ব্যবহারকারী। স্বর্ণাক্ষরে লিখিয়া রাখা হোক
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
@নজুভাই: 'ভালু'র টা তো আপনি পান নাই। কিন্তু আপনার টায় 'খ্রাপ' চাইপা নিজের নাম স্বর্ণাক্ষরে লিখুম কিনা ভাবতেসি
@মুর্শেদ ভাই: দারুণ পছন্দ হয়েছে ব্যবস্থাটা। অবশ্য ট্রাফিক ও স্পীডে প্রভাব পড়বে কিনা সেইটা বুঝতেসিনা। কিন্তু সে চিন্তাতো আপনার । আপাতত এই ব্যবস্থারে 'ভালু পাইলাম'
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
যে না! হইনাই! আমি তাহল ঘন্টা তিনেক ধরে কি করলাম?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
অতিথিরাতো কর্তৃপক্ষের অনুমোদনের পরেই নিজ-নামে লগিনের সু্যোগ পান এবং পূর্ণ-সচল না হওয়া পর্যন্ত মডারেশনের আওতাধীন থাকেন। পোস্ট লাইক/ডিস্লাইকের সু্যোগ না হয় নাই পেলাম কিন্তু মন্তব্যের ক্ষেত্রেও সুযোগ দেয়া হবে না?! আবার নতুন একটা মন্তব্য লিখে জানাতে হবে যে অমুক মন্তব্যের সাথে 'একমত' পোষণ করছি? এমন কী লাভ হল? এবার সত্যিই খানিকটা বঞ্চিত বোধ করছি।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
আপনারগুলা গনায় ধরা হবে না। সেগুলা পরীক্ষামূলক সম্প্রচার হিসেবে গন্য হবে
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমি ট্রাই করে দেখলাম। আপনার এটাতে লাইক দিলে বলে ২ জন ভালু পেয়েছেন। আবার ডিসলাইক দিলে শূন্য করে দেয়। বাগ নাকি? নাকি আমি নিজেই দুইজন, টের পাইতেছি না?
অতিথি হিসেবে বঞ্চিত ও ক্ষুব্ধ বোধ করছি।
নুরুমানিকের বাম হাত-ই আমাদের ভরসা
'ভালু/খ্রাপ' প্রয়োগ করে আসলেই দারুণ মজা পাচ্ছি!! এই মজা পেতে চাইলে শিজ্ঞিরি দারুণ মজার মজার সব লেখা দেন। তারপর দেখেন ম্যাজিক। মজার বিনিয়মে মজা কার্যক্রম! হে হে হে
আর 'হাতই ভরসা' শুনলে কী জানি মনে পড়ে। আমার মন ময়লা
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
তার ওপর উনার নিজের হাতও না!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
মাইন্ডাইয়েন্না বস। আপ্নের কমেন্ট সব থিক্যা চিপায় দেইখ্যা টেস্টানোর লিগ্যা একটা ডিস্লাইক মার্লাম। লিক্সে, (-১ ) জন ভালু পেয়েছেন...
_________________________________________
সেরিওজা
এইসব পুলাপানগুলারে জলপান করে ফেলা উচিৎ... যাই হোক নুরুর্মানিকের বাম হাত আর লাগবোনা, এখন আমরাও...
পরীক্ষামূলক ভালু দিলাম
_________________________________________
Any day now, any day now,
I shall be released.
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
খ্রাপ পেয়ে দেখলুম । দেখাইতেছে -১ জন ভালু পাইছেন !
নীড়পাতা.কম ব্লগকুঠি