বিশ্বকাপ ফুটবলে কোন দলটি আপনার ফেভারীট?

জনপ্রিয়তার ক্রম অনুযায়ী টীমের থীম নিয়ে ব্যানার করা হবে।

যারা "অন্যান্য" বেছে নেবেন, তারা কমেন্টে টীমের নাম লিখুন।

Choices

দুঃখিত, এই পোস্টে আপনার ভোট গৃহীত হবে না।

মন্তব্য

আকাশ [অতিথি] এর ছবি

হল্যান্ড...

অতিথি লেখক এর ছবি

আর্জেন্টিনা

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

স্পেন, ইতালী, জার্মানি আর ইংল্যান্ডের ব্যানার কেউ পাঠায়না কেন? :-|

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অছ্যুৎ বলাই এর ছবি

ফাইনাল ম্যাচের দিন জার্মানির ব্যানার পাঠামু।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ধুসর গোধূলি এর ছবি

- সবাই মনে হয় মহাজোটে যোগ দিছে! দেঁতো হাসি
দেখি, সময় করে মহাজোটের সব দলেরে নিয়ে একটা ব্যানারে এছলামি ব্রাজিল করে ফেলবো নি।

আর, ইয়ে বলছিলাম কী! ব্রাজিলের ব্যানারের লগে হলুদ-সবুজ থিম না হলে কি আর জমে! চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

কৌস্তুভ এর ছবি

নাঃ, নিশ্চয়ই ফ্যাসিস্ট মডুরামরা ব্রাজিলপন্থী অতিথিদের ধরে ধরে হাচল বানায়ে দিছে, নইলে ব্রাজিলের ভুট গুপগাপ এত বেড়ে গেল ক্যাম্নে?

বালক এর ছবি

ব্রাজিল তো এমনিতেই জিতে তাদের আবার ভোট দিতে হয় না কি!
তবু একটা দিলাম।
:::::: :::::::: ::::::::::::::: ::::::::::::::: ::::::::: ::::::::: :::::: ::::::: ::::::::::::
ভবিষ্যতে কি হবে তা ভেবে বর্তমানকে উপেক্ষা করবো কেনো?

____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"

সাবিহ ওমর এর ছবি

ব্রাজিলের পক্ষে ব্যাপক জাল ভোট পড়তেসে দেখা যায়...এরম জানলে জার্মানিরে না দিয়ে আর্জেন্টিনাকেই দিতাম...

মহাস্থবির জাতক এর ছবি

ভালো লাগলো না। ব্যানারটা অসাধারণ। যদিও একটা সময় আর্জেন্টিনার সমর্থক ছিলাম, কিন্তু একটা সার্বজনীন ব্লগে সুনির্দিষ্ট একটা দল নিয়ে ব্যানার করাটা আমার কাছে বড্ড দৃষ্টিকটু লাগলো এবং এই সাথে জরিপটাও।

দুঃখিত। কিন্তু মতামতটা না জানিয়ে পারলাম না।

সব দলের জন্যেই শুভেচ্ছা।
_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

হিমু এর ছবি
সাবিহ ওমর এর ছবি

হ হন্ডুরাসের সাথে টাইব্রেকারে...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মন্তব্যগুলো পড়ে দারুণ মজা পেলাম হাসি

অতিথি লেখক এর ছবি

সচলের আর্জেন্টিনার ব্যানারে আর্জেন্টিনার বিজয় সংবাদ লিখতে খুব ভাল লাগছে। অঘটনের এই বিশ্বকাপে টানা তিনটা ম্যাচ জেতা সহজ কথা নয়। আর মাত্র তিনটা ম্যাচ বাকি আর তারপরেই ভামোস ভামোস আর্জেন্টিনা!!!
ব্রাজিল সাপোর্টাররা আর্জেন্টিনার বিপক্ষে অন্য দলগুলোকে নিয়ে মহাজোট করে ব্যানার-বিজয় ছিনিয়ে আনার চেষ্টা করতে পারেন!
পথিক রহমান

অতিথি লেখক এর ছবি

উদ্ধৃতি

আর মাত্র তিনটা ম্যাচ বাকি আর তারপরেই ভামোস ভামোস আর্জেন্টিনা!!!

আর্জেন্টিনার আর তিন্ম্যাচ বাকি ক্যান??? ফাইনালে উঠতে পারব না নাকি? আমি তো আশা করসিলাম এইবার ফাইনালে আর্জেন্টিনারে হারাইয়াই কাপ লইব ব্রাজিল শয়তানী হাসি

------------------------------
কুটুমবাড়ি

অতিথি লেখক এর ছবি

উদ্ধৃতি

আর মাত্র তিনটা ম্যাচ বাকি আর তারপরেই ভামোস ভামোস আর্জেন্টিনা!!!

আর্জেন্টিনার আর তিন্ম্যাচ বাকি ক্যান??? ফাইনালে উঠতে পারব না নাকি? আমি তো আশা করসিলাম এইবার ফাইনালে আর্জেন্টিনারে হারাইয়াই কাপ লইব ব্রাজিল শয়তানী হাসি

সুহান রিজওয়ান এর ছবি

ম্যালাদিন পরে তিন্ম্যাচ জিতসেন, না ?? দেঁতো হাসি

আশা রাখি হেক্সা বিজয়ের পথে ফাইনালে দেখা করুম। তদ্দিন ব্যানারটা যত্ন কইরা ব্যভার কইরেন, বুঝেনই তো কাপ বিজয়ীরা পরবর্তী একবছর ব্যভার করবো... দেঁতো হাসি

_________________________________________

সেরিওজা

সন্দেশ এর ছবি

উজানগাঁর করা আর্জেন্টিনার ব্যানার দেয়া হয়েছে। Ctl+F5 চাপলে থীম বদলে যাবে।

অতিথি লেখক এর ছবি

ইস্পেন। ইস্পেন। হাসি

শম্পা এর ছবি

ব্রাজিল.................

ওসিরিস এর ছবি

আমি সার্বিয়ার পক্ষে একটা জাল ভুট দিতে চাই।।

***********************************************
সিগনেচার কই??? আমি ভাই শিক্ষিৎ নই। চলবে টিপসই???

ফারুক হাসান এর ছবি

আর্জেন্টিনা

সন্দেশ বাবাজি মনে লয় বেরাজিলের ভক্ত, নাইলে এতক্ষণে আর্জেন্টিনার ফ্লাগ ঝুলায়া দিত।

হাসিব এর ছবি

কোন্টিম কত দিতেছে ?

বইখাতা এর ছবি

ভোট দিলাম। ব্রাজিলরে অবশ্যই। কিন্তু ব্রাজিলের ভোট এত কম ক্যান! মন খারাপ

সাঈদ আহমেদ এর ছবি

আর্জেন্টিনা |||||||||||||||||||| ৫২%
অন্যান্য ||||||||||||||| ৪৮%

ব্যানার দেয়াটা এখন কি urgent-ই না?
-----------
"সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে"

-----------
চর্যাপদ

সুহান রিজওয়ান এর ছবি

এইটা ক্যামন কথা বললেন ?? আম্রাকি বলতেসি, ব্রাজিলেরে অহনি কাপ দিয়া দাও ??? দেঁতো হাসি

... আচ্ছা যান, মুক্কালাকালি কইরা লাভ নাই। ব্যানার আপ্নেগোরি থাক। কাপ আমরাই নিমুনি...

_________________________________________

সেরিওজা

সাঈদ আহমেদ এর ছবি

আহা.... ভুল বুঝলেন ভাই।
১. আর্জেন্টিনার জন্য ব্যানার urgent-ই না।

ব্রাজিলের নেতৃত্বাধীন "অন্যান্য" মহাজোটের "কোলাজ" ব্যানার তৈরীটাই একটু আর্জেন্টলি শুরু করতে বলছি। ভেবে দেখুন, এতোগুলো দল নিয়ে একটা ব্যানার করতে কী ঝামেলাই না পোহাতে হবে!

২. আর্জেন্টিনার ব্যানার আগে না দিলেও ক্ষতি নেই

ভোট অনুযায়ী "হয়তো" অর্ধেক সময় আর্জেন্টিনার ব্যানার, আর অর্ধেক সময় "অন্যান্যের" কোলাজ ব্যানার দেয়া হবে। তাই, অন্যান্য-র অর্ধেক সদস্য এই পর্বে বিদায় নেবার আগেই আর্জেন্টলি তাদের কোলাজ ব্যানার দেয়া হোক।
-----------
"সে এক পাথর আছে...

-----------
চর্যাপদ

সুহান রিজওয়ান এর ছবি

নিয়মটা কি এইরকম। প্রথমদিন সবচেয়ে বেশি ভোট পাওয়া দলের ব্যানার, পরের দিন দ্বিতীয় দলের, পরেরদিন তৃতীয়- এই রকম করে ??

... তাইলে কোন দুশ্চিন্তা নাই। খালি মডুদের একটা দস্তুখত দিতে হৈবো যে বিশ্বকাপ বিজয়ী দলের নামের ব্যানার পুরা একবছর ঝুলবো। দেঁতো হাসি

_________________________________________

সেরিওজা

হাসিব জামান এর ছবি

খেক খেক, এবারের বিশ্বকাপে আমাদের সাথে কেউ পারবে বলে মনে হচ্ছে না দেঁতো হাসি
-----------------------------------------
ব্যস্ততা আমাকে দেয় না অবসর ...

জ্বিনের বাদশা এর ছবি

ব্রাজিল সমর্থকরা হতাশ হইয়েননা .... ধইরা ফেলবে মনে হইতেছে ... ১০-২৫ থেকে ২২-৩০ এ চইলা আসছে
চোখ টিপি

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

পরিবর্তনশীল এর ছবি

আর্জেন্টিনা ৩০- ব্রাজিল ২০ দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অনুপম ত্রিবেদি এর ছবি

সচলে ব্যানার করলেই যদি ২৪ বছরের খরা কেটে যায়, তবে তা'ই সই।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

নীড় সন্ধানী এর ছবি

ফুটবল যেখানে শিল্প, ব্রাজিল সেখানে অপ্রতিদ্বন্দ্বী।
ফুটবল যেখানে স্মৃতিচারণ, আর্জেন্টিনা সেখানে তুলনাবিহীন। স্মৃতিকাতর লোকেদের সংখ্যাই বেশী গাঙ্গেয় বদ্বীপে। সুতরাং এদেশের গুনতিতে ম্যারাডোনার আর্জেন্টিনা ভোটে এগিয়ে থাকবে এ আর নতুন কি।

কিন্তু অনিবার্য বাস্তবতা হলো বিশ্বকাপ ততদিনই গরম যদ্দিন ব্রাজিল খেলে। চোখ টিপি

জিল জিল ব্রাজিল!
১১ জুলাই ব্রাজিল!

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

রাহিন হায়দার এর ছবি

একেবারে মনের কথা বলে দিয়েছেন।
________________________________
মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো...

মুস্তাফিজ এর ছবি

এই ভোটাভুটি থেকে ব্রাজিলের নাম বাদ দেয়া উচিৎ কারণ চ্যাম্পিয়ন হবার পর এমনিতেই ব্রাজিলের নামে ব্যানার হবে। এর আগে অন্যরা একটু খুশি থাকুক।

...........................
Every Picture Tells a Story

নীড় সন্ধানী এর ছবি

১০১% সহমত!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

বোহেমিয়ান এর ছবি

১০০% সহমত!!
লাইক্কর্লাম!
_________________________________________

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

মুস্তাফিজ এর ছবি

অতন্দ্র প্রহরী লিখেছেন:
, কিন্তু এইসব বেত্তমিজ ব্রাজিলিয়ানগুলা... দেঁতো হাসি

আপত্তি
মহা আপত্তি

বিডিয়ার কে পেটানো হউক

...........................
Every Picture Tells a Story

সাবিহ ওমর এর ছবি

ঠিক ঠিক বেত্তমিজ কথাটা রিডান্ডেন্ট ছিল...

ধুসর গোধূলি এর ছবি
মহাস্থবির জাতক এর ছবি

নির্দিষ্ট দলের ব্যানার দেখতে চাই না। সব দলের ব্যানার মিলেমিশে করলে সমস্যা কী? অন্ততপক্ষে, যে-কটা দল শিরোপাপ্রত্যাশী বা যেগুলোর নাম ওপরে আছে, সেগুলোর পতাকা মিলিয়ে ব্যানার হোক। চামেচিকনে কোন একটা বা দুটো দেশের পতাকার রং একটু হাইলাইট হলো না হয় চোখ টিপি সমর্থকেরা রেষারেষি করুক কার পতাকার রং বেশি দ্রষ্টব্য বা উজ্জ্বল, সেটা নিয়ে।

অন্ধ সমর্থক বা সমর্থন কাম্য নয়। তবে, আনন্দ করার স্বাধীনতাও স্বাধীনতা। আর, মত প্রকাশেরটাও।

আমরা কি মনে রাখছি যে, সচলায়তনের ব্যানার সারা পৃথিবী দেখবে?
_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

বইখাতা এর ছবি

হুম। কথা ঠিক।

সুহান রিজওয়ান এর ছবি

গণভোটে গণমানুষের দল (ওরফে শাকিব খান রুপী) আর্জেন্টিনা বেশ এগিয়ে আছে।

আমরা খেলা বুঝি, আমগো সংখ্যা কম হৈবো এইটাই স্বাভাবিক। ভাই ব্রাজিল (ওরফে টম হ্যাঙ্কস)- তুমি ছিন্তা নিও না। এইটা সচলের ত্যালহারামী মডুগো সিদ্ধান্তে একটা প্রহসন চলতাসে, হালারা ফ্যাসিস্ট !!!

_________________________________________

সেরিওজা

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হা হা হা
লাইকাইলাম...

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সাবিহ ওমর এর ছবি

ডয়েশল্যান্ড! ডয়েশল্যান্ড!!!

ব্রাজিলের খেলায় সুন্দরের কী আছে বুঝি না। ওই তো পাস দেয়, দৌড়ায়, গোল দেয়... জার্মানি আর আর্জেন্টিনার মত কোন এপিক ব্যাপার নাই (সর্বোপরি প্লেয়ারগুলার চেহারা কচুর মুখীর মতন)। একিলিসরা সবসময়ই আগে মারা যায়, ওডেসিয়াসের মত ম্যাড়ম্যাড়া ক্যারেক্টারগুলাই যুদ্ধ জিতে...তাই বলে ওডেসিয়াস একিলিস হয়ে যায় না...উইন দ্য ক্রাউড, বুইজ্জেন ন?

কৌস্তুভ এর ছবি

জার্মানীর খেলা এপিক এ কথা খুব সইত্য, কিন্তু সোন্দর নয় - এপিক কারণ এপিকের যুদ্ধগুলোর মতই ওরা মাঠে ব্যাপক মাইরপিট কইরা থাকে; গতবার তো আর্জেন্টিনার গোলীরেই মাইরা মাঠের থেকে দূর কইরা দিল। সার্বিয়া ম্যাচের রেফারি বোধহয় জানত এটা, তাই শুরু থেকেই অমন কার্ড দেখানোর ঘটা। বাড়াবাড়ি করে ফেলেছে অবশ্য।

সাবিহ ওমর এর ছবি

হুজুর জীবনপুরী বলেছেন, "সৌন্দর্য কি? সৌন্দর্য অনেক রকম..."

সক্কল মাছেই গু খায়, খালি লাইড়া মাছের দোষ...সবাই মাইর-ধর করবে, হাত দিয়ে গোল ঢুকাবে, আর শুধু জার্মানি খারাপ...গায়ের সঙ্গে টোক্কা লাগলে যদি গড়ায় পড়ে যাও তাহলে ফুটবল খেলতে আইস ক্যান? এক্কা-দোক্কা খেলোগা যাও।

আর ব্রাজিল তো অবৈধ। তিন বছর বয়স থেকে পোলাপানরে ফুটবল শেখানো আর ড্রাগ খাওয়ানোর মধ্যে আমি কোন পার্থক্য দেখি না। আর প্লেয়ার আনসে একেকটা পুরা শিবিরকর্মী-মার্কা চেহারা...রবিনহোরে দেখলেই কানের নিচে একটা লাগাইতে ইচ্ছা করে। প্রত্যেকদিন উঁচা করে আকাশের দিকে কিক মারবে, এরপর এমন ভাব করবে যেন বলটা গোলে না ঢুকে বিশাল বড় অবিচার করে ফেলসে...

ব্রাজিল নিপাত যাক, এর চেয়ে হন্ডুরাস কাপ জিতলেও আমি খুশি...

সুহান রিজওয়ান এর ছবি

আইসে আরেক্কেষ্টা !!!

... ঐ মিয়া, সার্বিয়ারে হারায় আসেন- চেহারা দিয়াই ছুটোখাটো দল্গুলারে হারাইসেন, বুজচি। কিন্তু সার্বিয়ার লাহান জায়ান্টের কাছে ধরাডা খাইলেন... গড়াগড়ি দিয়া হাসি =))

_________________________________________

সেরিওজা

সাবিহ ওমর এর ছবি

বৎস আমোরা পাও দিয়া খেলি...

সুহান রিজওয়ান এর ছবি

কস্কি মমিন, হাচাই ?? !!!

আমি তো জানতাম বিশ্বকাপের ইতিহাসে একমাত্র পেশাদার মুষ্টিযোদ্ধার নাম ছিলো হ্যারল্ড শুমাখার, যেই জার্মান গোলি ঘুষি মাইরা বিপক্ষ স্ট্রাইকারের দুই দাঁত তুইল্যা ফ্যালাইসিলো...

_________________________________________

সেরিওজা