১৬ | লিখেছেন সংসপ্তক (তারিখ: মঙ্গল, ২২/০৬/২০১০ - ১২:০১পূর্বাহ্ন)
ব্রাজিলের হইলদা জন্ডিস ন ছইলতো। তাই ইটালি ফ্যান হইয়াও আর্জেন্টিনারে দাগাইলাম।
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
মন্তব্য
আর্জেন্টিনার ব্যানার চাই !
আহ্
আর্জেন্টিনার দশ ভোট।
আর্জেন্টিনার ব্যানার চাই।
-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার
আর্জেন্টিনা বিপুল ভোটে এগিয়ে আছে!
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
ব্রাজিলের হইলদা জন্ডিস ন ছইলতো। তাই ইটালি ফ্যান হইয়াও আর্জেন্টিনারে দাগাইলাম।
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
জিয়েম, ইতালির ভোটটা কি তোমার?
ইংল্যান্ডের পক্ষে একমাত্র ভোটটা মনে হয় শেষ পর্যন্ত আমারই থাকবে!
ইংল্যান্ড ফর লাইফ! আমিও আছি সাথে
টুইটার
আররে! পার্টনার পাইসি! থ্যাঙ্কু বস, আসেন হাত মেলান!
হাত বাড়িয়ে দিলাম
টুইটার
এতো অপশন ক্যান !
_________________________________________
Any day now, any day now,
I shall be released.
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
এই ভোটাভুটি কি কেবলমাত্র সচল, হাচলদের জন্যে? আমি কোন পোল দেখতে পাচ্ছি না।
পাঁচ নম্বর ভোটটি দিয়ে ব্রাজিলকে ৩-২ গোলে এগিয়ে দিলাম...
_________________________________________
সেরিওজা
ওরে না... আর্জেন্টিনার ব্যানার দেখত চাইনে। এটা দেখার আগেই যেন আমার দুচোখ অন্ধ হয়ে যায়। (বাংলা নায়িকার মত ফুপিয়ে কান্না)...
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আর্জেন্টিনার সার্পোটারদের মাইনাস দাগানী ছৈল্ত ন, ছৈল্ত ন...
ব্রাজিলের ব্যানার দেতি হবে, দেইকতাম ছাই...
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
- তুমি টেনশন কৈরো না। দরকার হলে হাডুডু কম্পিটিশন হবে। সেই কম্পিটিশনে আর্জেন্টাইন সাপুর্টারদের হারিয়ে হলেও ব্রাজিলের ব্যানার করবো এনশাল্লা।
বাহে, তুমরা কুন্ঠে সবাই? জাগো, জাইগা বহো!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
দরকার হলে ভোটিং সিস্টেম হ্যাক করে ব্রাজিলের পক্ষে ভোট দেয়ার ব্যবস্থা করতে হবে।
100র উপরে যদি সহমত থাকে, তাইলে সেটাই
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
100র উপরে যদি সহমত থাকে, তাইলে সেটাই
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
সর্বমোট ১টি ভোট...
তার মানে প্রথম ভোট আমি দিয়েছি... ইয়াহু
--------------------------------
জানতে হলে পথেই এসো,
গৃহী হয়ে কে কবে কী পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি