সর্বপ্রথম কোন খেলোয়াড় ১০ নম্বর জার্সি গায়ে দিয়ে চোখ ধাঁধানো খেলা দেখিয়েছিলেন জানা নেই। জানা আছে এটুকুই যে এ-কালে প্রায় প্রতি দলের সেরা খেলোয়াড়টি ১০ নম্বর জার্সি পরে খেলেন। পেলে, প্লাতিনি, ম্যারাডোনা, জিদান, রোনালদিনহো, প্রমুখ এই জার্সি গায়ে দিয়ে বিশ্ব মাতিয়েছেন ফুটবলের সর্বোচ্চ আসরে। শুধু ড্রিবলিং বা শুটিং নয়, অনুকরণীয় নেতৃত্ব দিয়ে এঁরা হয়েছেন নিজ দলের প্রতীক, রেখেছেন দলে সর্বোচ্চ অবদান, মুগ্ধ করেছেন অগণিত দর্শক।
প্রশ্ন হলো, এই বিশ্বকাপে #১০ জার্সিধারী সেরা খেলোয়াড় কে?
শুধু দক্ষতা কিংবা সম্ভাবনা নয়, বরং খেলার মাঠের কার্যকলাপ বিবেচনায় নেওয়ার অনুরোধ রইলো। আপনার পছন্দের নাম ও তার সমর্থনে মতামত/আলোচনা মন্তব্যে জানাতে পারেন।
প্রাথমিক ভাবে আলোচনার শীর্ষে থাকা সাত জন খেলোয়াড়ের নাম জরিপে যুক্ত করা হলো। আরও কাউকে যুক্ত করতে চাইলে মন্তব্যে জানান।
মন্তব্য
আজকের সেমি ফাইনাল খেলা দেখে মনে হল ফোরলান ই সেরা। আমার ভোটের সুযোগ থাকলে সেটা দিয়েগো ফোরলানের ঘরেই যাবে।
অনন্ত
বেশি ভদ্র হইতে গিয়ে পোডোলস্কিকে বাদ দিয়ে ফোরলানে টিপি মেরে দিলাম। ১৩ বা ৭ নাম্বারের ভোট হইলে পোষায় দিব।
তবে পোডোলস্কি আর্জেন্টিনার সাথে কঠিন ডিফেন্ড করেছে কিন্তু। ওর বাজে ব্যাপার হচ্ছে নিজের বাম পায়ের উপর অসীম বিশ্বাস। সে বাম পা দিয়ে কিক নিবে, আর কিপার ঠেকায় দিবে বা বাইরে দিয়ে যাবে এইটা ওর মাথায় নাই। কিক জায়গায় গেলে ঠিকাছে, কিন্তু অধিকাংশ সময়েই একটা ভাল বল নষ্ট হয় এটা করতে গিয়ে। স্পেনের সাথে মাথাটা একটু ঠান্ডা রাখা দরকার খালি।
কিন্তু এত কিসুর পরও জার্মানির ব্যানার নাই কেন? কর্তৃপক্ষ জবাব চাই!
স্নাইডার! স্নাইডার! স্নাইডার! কারন না জিতলে হিরো হওয়া যায় না।
----------------------------------------
-শফকত
দিয়েগো ফোরলান।
ফোরলান। সত্যিকারের নেতা।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
ওয়েসলি স্নাইডার এর পক্ষে ভোট দিলাম।
স্নাইডার বেস্ট। ফোরলান সেকেন্ড। পোদোলস্কি, মেসি ভুয়া। রুনি মহাভুয়া।
স্নাইডার ও ফোরলান: প্লে মেকার এবং স্কোরার। দুইজনেরই পজিশনিং সেন্স চমৎকার, স্নাইডারের স্পিড একটু বেশি। আর গোলের গুরুত্বের দিক দিয়ে স্নাইডারের অবদান বেশি।
পোদোলস্কি: আউট অফ ফর্ম। কেউ বল সাপলাই না দিলে নিজে থেকে গোল করার সামর্থ্য নাই। ভাগ্য ভালো জার্মানি আর্জেন্টিনার মতো সেলফিশ টীম না।
মেসি: নিঃসন্দেহে বিশ্বকাপের সবচেয়ে স্কিলড খেলোয়াড়। কিন্তু দলের কারণে মার খেয়ে গেছে। সবাই হিরো = সবাই জিরো।
রুনি: কী আর কমু!
কাকা: স্রেফ অপচয়। ডিফেন্ডাররা যে দলে গোল করার জন্য এসে গোলের সামনে বসে থাকে, সে দলে কাকারে দরকার নাই।
ডনোভান: ইউএসএর খেলা মনোযোগ দিয়া দেখি নাই।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
আমার কাছে কিন্তু ফোরলানের গোলগুলোকেই বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। স্নাইডারের গোলে দল জিতলেও গোলগুলো করার মতো অনেক খেলোয়াড় ছিলো আশে-পাশে। ভ্যান পার্সি, কাউট, রবেন, ইত্যাদি বিশ্বসেরা স্ট্রাইকারদের সাহায্য ছিলো।
তুলনায় ফোরলানের গোলগুলো নিজে তৈরি করে নেওয়া। দলেও সুয়ারেজ ছাড়া তেমন কেউ ছিলো না। মিডফিল্ডেও কেউ ছিলো না সাহায্য করার মতো। প্রতিটা ফ্রিকিক-কর্নারকিকও নিতে হয়েছে ফোরলানকে। তৈরি করা সুযোগের মেরিট বিচারেও ফোরলান এগিয়ে। স্লোভাকিয়া-ব্রাজিলের বিপক্ষে "উইনিং গোল" স্নাইডারের হলেও দুটাই অন্যের তৈরি করে দেওয়া, স্নাইডার শুধু ফাঁকা পোস্টে বল ঢুকিয়েছে। অন্যদিকে সুয়ারেজকে গোলের সামনে বল ক্রস করা, ফ্রিকিক থেকে সরাসরি গোল, ইত্যাদি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয়।
মেসিরে ভুয়া বললেন কেন বলাই ভাই ?
মেসি অন্তত এক কুড়ি শট গোলে মেরেছে। তার মধ্যে ৮০% ই সরাসরি গোলকিপারের হাতে, বাকি ২০% গোলপোস্টের বাইরে। প্রথম রাউন্ডে আর্জেন্টিনার কিছু গোল মেকিংয়ে সে সাহায্য করেছে; কিন্তু নিজে গোল না পাওয়ার ফ্রাস্ট্রেশন থেকে বের হতে না পারায় পরের দিকে পারফর্ম্যান্স আরো খারাপ হয়েছে। তবে তার ভুয়া খেলায় দলের দায়ই সবচেয়ে বেশি, পুরা বিশ্বকাপে ভেরন ছাড়া আর কেউ মেসিকে গোলের সামনে বলই দেয় নাই।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
৮০% সরাসরি গোলকীপারের হাতে?
প্রথম রাউন্ডের খেলাগুলো দেখে তো তা মনে হয়নি। গোলকীপার যদি অতিমানবীয় সেভ করে সেটা যে বল মারে তার দোষ না।
তবে মেক্সিকো, এবং বিশেষ করে জার্মানী খেলায় মেসি অনেক নিষ্প্রভ ছিল।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
শুধু ১০ নং জার্সিধারীতে সীমাবদ্ধ রাখলেন কেন? আমার লিস্টের অধিকাংশই তো ১০ এর বাইরে
১০ নং জার্সির বিচারে অবশ্য এই মুহূর্তে শ্নাইডার নির্দ্বিধায় এক নম্বরে .... আর সব মিলিয়ে ধরলে ওজিলকে সেরা মনে হইছে ... অবশ্য ভিয়া, তেভেজ, রবিনহোও পাল্লা দেয়ার মতো খেলছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
৪-০ গোলে না হারলে মেসিকে ভোটটা দিতাম। পোডোলস্কিকেই ভুটাইলাম এখন। ঠান্ডা মাথার খেলোয়াড় এই পর্যন্ত।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
এ ভ্রমণ, কেবলই একটা ভ্রমণ- এ ভ্রমণের কোন গন্তব্য নেই,
এ ভ্রমণ মানে কোথাও যাওয়া নয়।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
চোক বন্দ করে "দিয়েগো ফোরলান" মার্কায় ভোট দিয়ে গ্লুম! কারণ সন্দেশ কাকা বুইলেছেন-
এই কথাগুলো না বুইললে স্নাইডার মার্কায় ভুট দিতাম।
কি মাঝি, ডরাইলা?
আ্মার কাছে স্নাইডার বা ফোরলান দুজনকেই সমানে-সমানে সেরা মনে হয়েছে! সেমিফাইনালটা হলেই বোঝা যাবে কে বেটার ক্যান্ডিডেট! আপাতত স্নাইডারকেই ভোটটা দিলাম।
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
- উরুগুয়ের খেলা তো দেখি নাই ভালো করে একটাও! ফোরলানের কথা কৈতে পারতেছি না তাই।
হল্যান্ডের শ্নাইডার পছন্দের তালিকায় থাকবে আমার। কিন্তু যদি আমি এই বিশ্বকাপের সবচেয়ে সেরা ১০ নম্বর জার্সিধারী কে, তাহলে আমার উত্তর হবে "মেসি"।
দলের প্রয়োজনে সবাই খেলে, কিন্তু মেসি ইজ মেসি। এমন প্লে-মেকার খুব কমই আসে ফুটবল ইতিহাসে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ফোরলানের ক্যারিশমা থাকলেও আমার পছন্দ স্নাইডার। ভোট স্নাইডারকে।
...........................
Every Picture Tells a Story
মেসি অনেক ভাল খেলোয়াড় হলেও, ডিয়েগো ফোরলান-ই এই বিশ্বকাপের সেরা! আবেগের চেয়ে বিশ্বকাপের পারফরম্যান্স বিবেচনায় নিলে, ফোরলানের তুলনায় আর কাউকে পাওয়া যাবেনা।
-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!
-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...
বহিরাগত বলে অপশনগুলো দেখতে পারছি না। তবে কাজের ফলাফল এবং তার গুরুত্ব বিবেচনা করলে অবশ্যই হল্যান্ডের ওয়েসলি স্নেইডার।
আমিও ফোরলান মার্কায় ভোট দিলাম। হিমু ভাই বলে দিয়েছেন সব কারণই।
মেসি এক ক্ষণজন্মা প্রতিভা, কিন্তু আশে-পাশে অনেক প্রতিশ্রুতিশীল খেলোয়াড় থাকা সত্ত্বেও তেমন কিছু করতে পারে নাই। আর্জেন্টিনার অ্যাটাক-মিডফিল্ড-ডিফেন্স আলাদা ভাবে ভালো হলেও দল হিসেবে এক ছিলো না। তবুও তেভেজ-মিলিতো-হিগুয়েইন সমৃদ্ধ লাইনআপ এই ভাবে ব্যর্থ হওয়া মানায় না। মেসি-র জন্য এটা একটা ভুলে যাওয়ার মতো আসর।
তুলনায় ফোরলান অনেক বেশি সফল। স্ট্রাইকিং পজিশন থেকে নেমে এসে পুরো দলের খেলা সংঘবদ্ধ রাখার কাজ ফোরলানের করা। এই বিশ্বকাপে একক প্লে-মেকার হিসেবে ফোরলান নিঃসন্দেহে সেরা। পাশাপাশি আছে গুরুত্বপূর্ণ গোল। এই একজন খেলোয়াড় না থাকলে উরুগুয়ে পুরোপুরি আগোছালো হয়ে যেতো।
একটা দলের উপর একজন মানুষের প্রভাব কত উদ্দীপক হতে পারে, তার দারুণ উদাহরণ ল্যান্ডন ডনোভান। দলের প্রয়োজনে প্রতিবার যেন কমিক্সের হিরোর মতো আবির্ভাব ডনোভানের! আরেকটা ভোট দিতে পারলে ওকেই দিতাম।
পোডলস্কি অসামান্য খেললেও শোয়াইন্সটাইগার-মুলার-ওজিল-ক্লোসা থাকায় সেভাবে চোখে পড়ছে না। ভালো লেগেছে মাঠের সর্বত্র কিছু না কিছু করা। তেভেজ যদি এর কাছ থেকে কিছু শিখতো!
লুকাস পোডোলস্কি -- জার্মানি
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
দিয়েগো ফোরলান। ফোরলানকে গোটা উরুগুয়ে দলের ভারকেন্দ্র মনে হয়েছে আমার কাছে। এই বিশ্বকাপে এরকম ভূমিকা নিয়েছে যুক্তরাষ্ট্রের দোনোভান আর ডেনমার্কের রমেডাল, কিন্তু ফোরলানকে দোনোভানের চেয়ে অনেক বেশি ফুটবলিষ্ঠ মনে হয়েছে আমার কাছে।
মেসি বা পোডোলস্কি ফোরলানের চেয়ে কোনো অংশেই খারাপ খেলে না, কিন্তু গোটা দলের প্রতি ব্যক্তিগত অবদানের ব্যাপারটা ভেবে ফোরলানেই সীল মারলাম।
সহমত, ফোরলানেই সীল দিলাম...
_________________________________________
সেরিওজা
নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আমার মতে লুকাস পোডোলস্কি।
ভালো বিষয় নিয়ে নির্বাচন।
ভোট দিয়ে গেলাম। ২য় ভোটার তাইলে আমি।
:::::: :::::::: ::::::::::::::: ::::::::::::::: ::::::::: ::::::::: :::::: ::::::: ::::::::::::
ভবিষ্যতে কি হবে তা ভেবে বর্তমানকে উপেক্ষা করবো কেনো?
____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"