সর্বনাশের ব্যাকুল খেলা
হৃদয় জ্বলা দুপুর বেলা।
তৃষ্ণা কাতর পাখির কাঁদন
বুকের মাঝে নূপুর নাঁচন।
ক্লান্ত আমার পা চলেনা
তোমায় দেখার আশ মেটেনা।
তাইতো এমন মত্ত মাদল
সৃষ্টি জুড়ে ধ্বংস বাদল।
তবু তোমার হাতের ছোঁয়া
মনের বনে কদম কেয়া।
টানা ধনুর ছিলার মতো
ভালোবাসার রূপ যে কতো।
রাগে ক্ষোভে অনুরাগে
মনটা তবু তোমার পানে।
ভালোবাসার ধেয়ে চলা -
সর্বনাশের ব্যাকুল খেলা।
#######
-- এহসান নাজিম
enazim@ইয়াহুডটকম
(সেপ্টেম্বর ১৫, ২০১০)
মন্তব্য
সচলে স্বাগতম বন্ধু। হাত খুলে লিখতে থাক।
তোর কবিতা সব সময়ই প্রিয়...নতুন করে বলার কিছু আছে কী?
+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
বাহ,
দিলেন মধুর চারের চালে মোহন মাত্রাখানি! মন জুড়িয়ে গেল!
রোমেল চৌধুরী
কবিতা তো আগের মতোই ভালো ......তবে কয়েকটি বানান এ সমস্যা দেখা যাচ্ছে.....
ওয়েলকাম টু সচল নাজিম ভাই! একবার এসে পড়েছেন যখন তখন আমাদের মতো লেগে পড়ুন। আমরা তাহলে নিয়মিত আপনার কবিতা পড়তে পাই।
কিঞ্চিত মাতব্বরী ফলাই। কবিতার লাইনগুলো কম শব্দের বলে শুরুতে কয়েক লাইনের ভূমিকা জাতীয় কিছু না থাকলে গোটা কবিতাটাই নীড়পাতায় চলে আসে। এতে অনেক পাঠক আপনার ব্লগে না ঢুকেই গোটা কবিতা পড়তে পারবেন, যেমনটা এই কবিতায় হয়েছে। এইসব টুকিটাকি টিপসের জন্য এমিল ভাইকে বিরক্ত করুন।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
নতুন মন্তব্য করুন