বেলা এগারোটায় অপুকে ফোন দিলাম। বলে আমরা আপনার বাসার আশেপাশেই আছি, আসছি। আমরা বলাতে বুঝলাম সিলেট থেকে আরো কেও এসেছে। কে হতে পারে ভাবতেই প্রথমেই উজানগাঁর নাম মনে এলো। আমি বিছানা ছেড়ে নামতে নামতেই নীচ থেকে দারোয়ানের ফোন, সিলেট থেকে দুজন লোক এসেছে, আমাদের বাসায় আসতে চায়, কথাবার্তা সন্দেহজনক বলে আমার কাছে জানতে চাইছে উপরে পাঠাবে কীনা।
অপু এমনই, উজানগাঁ থেকে আরো মজার কথা শুনলাম। সকালে বাস থেকে নেমে অপু ওকে নিয়ে ঢুকেছে নাস্তা করাতে। ডাল আর রুটি। ডালে আবার গরুর মাংসের ঝোল দেয়া। এই শুনে অপু মার খাপ্পা বেয়ারার উপর, বলে, “রোযা রমজানের দিন তোমার দোকানে কী মুসলমানেরা খেতে আসে যে গরুর মাংস দিছো? মানুষের ধর্ম নষ্ট করো মিয়া!” দোকানদারের উল্টা ঝাড়ি, শ’য়ে শ’য়ে মুসলমান এখানে খাইতে আসে, একটাও হিন্দু পাইবেন না, গরুর মাংস রাখুম না তো কী রাখুম?”
আমাদের বাসায় ইফতারির আয়োজন জমে উঠতে শুরু করেছে, আমরাও ভাবছি ইফতারিতে গরুর মাংস রাখবো। একটু আগেই বাজার থেকে ফিরেছি, গতকালের বাকি বাজার গুলো সারলাম, লিস্টও খুব ছোট না। মুরগি, শসা, টমেটো, আদা, জিরা, বেগুন, বাঙ্গি, পেয়ারা, খেজুর, টকদই... আরো কত কী। এরই মাঝে চলছে চেনা শোনাদের ফোনে দাওয়াত দেয়া। অপু একাজে ভালোই দক্ষতা দেখাচ্ছে। আসলে এটা করার কথা নজরুল ভায়ের, উনি বাজিতপুর যেয়ে বসে আছেন।
এখনও সময় আছে যারা পারেন চলে আসেন।
শুক্রবার বেলা ২:৩০
আপডেট হবে দুঘণ্টা পর।
(পোস্টে বানান ভুল থাকলে তার দায় তৃষিয়ার, সে এখনও আসেনাই)
মন্তব্য
আরো আগে পোস্টাইলে আসতে পারতাম মুস্তাফিজ ভাই, এখন রওনা হৈলেও পৌছাতে পৌছতে প্রায় ঘন্টা বিশেক
হ
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
(খাওয়াটা ফস্কে গেলো )
রোজা আজকে কঠিন হবে। খানা দানার ব্যাপক খুশবু, কিন্তু খাওয়া যাচ্ছে না। এইটা রোজা পোক্ত করে। আজকে ঝাকে ঝাকে সোয়াব হবে।
আজকে লাস্ট কমেন্ট এটা। ফোনেটিক দিয়া লিখা আমার কম্ম না।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
পোস্ট প্রকাশমাত্র আমি হাজির হয়েছি। শাওনদা, অপু ভাই আর আমাকে রেখে কেক আনতে গেছিলেন রীতা ভাবি আর মুস্তাফিজ ভাই। তাঁদের দুজনার সাথে ঘরে ঢুকলো নূপুরাপু। অপু ভাইয়ের তীব্র অবমাননাকর আচরণ সয়েও তাঁর চশমা চোখে দিয়ে অন্তর্দৃষ্টি বৃদ্ধির চেষ্টা করছি।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
আমাদের দুই নব্য ডানাভাঙা সংসারী পান্থদা আর শিমুল ভাই এলেন এইমাত্র। ডানাবতীরা আসেন নি।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ডানাবতীরা আসেন্নাই কেন? ডানাভাঙা ভাইদের কাছে জবাব চাই!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
facebook
সবজান্তা আর উদ্ভ্রান্ত পথিক ঢুকলেন দুই ডাক্তার মেহেদী হক আর ওডিনদার সাথে। অকুতোভয় বিপ্লবী পথে আছেন।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ওডিনদা সবাইকে হাই বলেছেন
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
এখন এলেন অকুতোভয় বিপ্লবী। তার ঠিক পরে অতন্দ্র প্রহরী।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
অপ্র???!
তুমি শিওর ঐটা অপ্র? নাকি অপ্রের ছদ্মবেশে অন্য কেউ?
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
বাহ! মনে হচ্ছে রোমাঞ্চ সিরিজ পড়ছি। বিপ্লবীর সাথে প্রহরী!
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
হেহে, প্রহরী একটু পরে এসেছিল
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
সপরিবারে এসে পৌঁছেছেন রেজওয়ান ভাই।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
সপরিবারে এসে পৌঁছেছেন রেজওয়ান ভাই।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
সস্ত্রীক মৃদুলদা এসেছেন এইমাত্র। সঙ্গে সাঈদ আহমেদ।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
বাহ্, এতো সচলাড্ডাই!!!! আড্ডা জমে বরফ হয়ে যাক!!!!
_____________________
Give Her Freedom!
গৌতমদা পৌঁছুলেন। লীলেনদা শুনছি পথে। খাবার পরিবেশিত হয়েছে।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
সস্ত্রীক আনিস ভাই এলেন সঙ্গে দুষ্টু বালিকাকে নিয়ে।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
সস্ত্রীক আনিস ভাই এলেন সঙ্গে দুষ্টু বালিকাকে নিয়ে।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
সস্ত্রীক আনিস ভাই এলেন সঙ্গে দুষ্টু বালিকাকে নিয়ে।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
আই মিস কাম্রুজ্জামান ভাই। [এইটা আমি লিখি নাই। আমি ষড়যন্ত্রের শিকার। ওডিনদা! ]
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ইফতারির পরে এলো পলাশ রঞ্জন সান্যাল, লীলেনদা, নজু ভাই, সুহান, হিল্লোলদা। এখন কেক কাটা হচ্ছে। কিন্তু কাম্রুজ্জামান ভাই এখনো এলোনা ক্যানো ?
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ওডিনদা!
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
মুস্তাফিজ ভাই খা্ওয়ালো ভালো কিন্তু পেট তো ভরল না
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
আবারও প্রমাণ হলো দলছুট ছাড়া কোনো আড্ডা জমে না
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ঠাডা পড়বো, ঠাডা!
দুই দিন পরপর খালি খাওয়াদাওয়া আর আড্ডাবাজি! আল্লায় সইবো না কয়া দিলাম!
আপ্নে দেশে আইলে আপ্নারে নিয়া টং এর দুকানে চা'খাওয়ামু। এগুলি সবতেরে বাদ্দিয়া, চিন্তা কইরেন্না।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
দাদারে পাদা শিখানোর লোভ দেখায়া লাভ আছে কোন? টংয়ের চা খায়া খায়া এদ্দূর আইলাম! এমন কিছুর লোভ দেখান যা জীবনে কোনদিন কপালে জুটবো না।
এইসব খাওয়া খাওয়ি আর পাদাপাদি করে কী হবে মুফতি সাব? দুইন্যার কোনো ভরসা আছে?
তবে যা কৈতাছিলাম আরকি, সেইটা তো আর কওন যায় না, এমনও হৈতারে কাইলকা আমিও এইরম কিছু একটা লিখে ফেলতে পারি। ইয়া বড় বড় রুই-কাতলার পেটির ফটুক সহ।
সেতো খাইতেন কুনো এককালে। এখন পান পেত্যেকদিন? পান্না! কাজেই এখানে আসেন, সাথে গরম গরম পুরী, সিঙারাও খাওয়ামুনে। আর পিচ্চিরে সাথে আইনেন, তারও তো শেখা দরকার ক্যাম্নে টং-এর দুকানে চা খাইতে হয়।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
তুমুল আড্ডা চলছে। এখন আনিস ভাইয়ের গান।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
এইবার হিংসা! আমি আজতক একবারও শুনতে পেলাম না, আর অপ্র একাই তিন তিনবার শুনে ফেলছে! ক্যাম্নে কী!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
বাণিজ্যমন্ত্রীর অভিশাপ পড়বে সবার উপর। (এইটার একটা ইমো দরকার)
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
বানিজ্যমন্ত্রীর অভিশাপ পড়তাছে সবার উপর - এইটার ইমো? মজা পেলুম।
-মেফিস্টো
ঠাডা পড়ার ইমো পেলাম-
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ইশ, গ্রেট মিস।
ঢাকায় এতজন সচল আছেন ভাবাই যায় না। আসতে পারবেনা পারবেনা করেও প্রায় জনা চল্লিশেক সচলের মাঝে সবার শেষে এসেছেন শাহেনশাহ্। শাহেনশাহ্ অগ্রিম নেমন্তন দিয়ে গেলো ওর বিয়ের, ৯/১১ তে। আফশোস আমি থাকতে পারবোনা। ওদের জন্য শুভকামনা রইলো।
রেজোয়ান ভাই পরিবারের সবাইকে নিয়ে এসেছিলেন। আরেকটা নেমন্তন ছিলো বলে একটু আগেই দৌড় দিতে হয়েছে উনাকে।
মিস করেছি সুরঞ্জনাকে। আরো যারা আসতে চেয়েও পারেননি তাদেরকে। যারা ঢাকার বাইরে থাকেন সবাইকেই। সিলেট থেকে চলে এসেছে অপু আর উজানগাঁ। আমি যতবার সিলেট গিয়েছি প্রায় প্রতিবারই ওদের আতিথিয়তা আমাকে মুগ্ধ করেছে।
আনিস ভাই আর ভাবি, নজরুল, নুপুর, তৃষিয়া আর দুষ্টবালিকা, আমাদের প্রিয় মানুষদের তালিকায় প্রথমদিকে। উনারা ছিলেন অনেকক্ষণ, সবাই চলে যাবার পরেও আনিসভাই আবারো গানের আসর বসালেন। সবাইকে নিয়ে একটানা আনিস ভাই এর আগে ৫/৬টা গান গেয়েছিলেন, সাথে বাটি বাজিয়ে তাল দিয়েছিলো মৃদুল। এবারে আনিস ভাই একাই।
আজকে প্রথম দেখা হলো সাঈদ ভাই আর পলাশ এর সাথে।
আহারে আবার কবে সবাই এক হয়ে বসতে পারবো জানিনা। ভালো থাকবেন সবাই।
...........................
Every Picture Tells a Story
খাওয়া-দাওয়ার কিছু ছবি আপলোড করার অনুরোধ জানলাম।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
আমি ছবি তুলিনাই। অনীকের তোলা খাবারের ছবি আছে, সে হয়তো পোস্ট করবে।
...........................
Every Picture Tells a Story
হিল্লোল দত্তের সাথেও এবারে প্রথম দেখা হয়েছে অনেকের।
...........................
Every Picture Tells a Story
উনি ছিলেন নাকি?
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
কোন ’চল’ন নিয়ে সচলে আছি তা ভাবিত করেনা, তবে ’চল’ছি এটা বেশ বুঝতে পারি। আপনাদের এই আড্ডা নিয়ে ব্লগ দারুন আনন্দ দিলো। সবার জন্য শুভকামনা, আপনাদের জয় হোক!
মৃদুল বাটি বাজিয়েছিলো নাকি, আমিতো জানি ’ডেগ-ডেগচি’তে ওর হাত বেশী ভালো খোলে।
আপডেটগুলো পড়ে
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
আমি খাইতাম ছাই,
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
'আমার, আমার কেবলই সব মিস হয়ে যায়...।'
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
উফ, খাইতে খাইতে খাইতে খাইতে...
যারা যারা আগে ভাগছেন তারা যে মজাদার তেহারী মিস করছেন সেইটা বলে অবশ্যই সবার মনে দুঃখ দিতে পারি না আমি, তাই দিলাম না
আর খানাদানার পরে কিন্তু মৃদুলদার গানও শুনছি আমরা। আর সব শেষে আনিস ভাইয়ের সমাপনী বক্তৃতা... থুক্কু সমাপনী সঙ্গীত...
চলে আসবার সময় রিতা ভাবী দেখি ভাওয়াইয়া গানের মতো আমার ঘাড়ের গামছা থুয়া যাইতে কয়
অনেক আনন্দ হলো, কিন্তু সেই আনন্দের সঙ্গে খুব খুব করে মিশে রইলো একটা বেদনা... মুস্তাফিজ ভাই, রিতা ভাবী, মাতিস... এই পরিবারটা সচলায়তনের সঙ্গে এতো বেশি মিশে গেছে... আমাদের সবার এতো প্রিয় হয়ে গেছে... সেই তাঁরা চলে যাচ্ছেন বিদেশ!
মুস্তাফিজ ভাইয়ের সঙ্গে ঝিংলালা উংলালা ঝিংলালা গাওয়া হবে না হয়তো আর। মনে পড়ছে সুন্দরবন বিহারের সেই আড্ডাগুলো, মুক্তাগাছায় মুস্তাফিজ ভাইদের বাড়িতে ঝটিকা সফর... মাঝরাত্তিরে মাটির চুলো জ্বালানোর কঠিন কর্ম করে চা বানিয়ে খাওয়া... আরো কতো কতো কতো...
ভালো থাকবেন মুস্তাফিজ ভাই, রিতা ভাবী আর মাতিস... আবার হয়তো একদিন একসঙ্গে বসে আড্ডা মাতাবো...
______________________________________
পথই আমার পথের আড়াল
হায়রে, আপ্নেরা আপ-ডাউন কতরকম ডেট দেন; আমরা, গ্রুপের বহিরাগতরা, পড়ি, হিংসিত হই আর দীর্ঘশ্বাস ফেলি।
----------------
স্বপ্ন হোক শক্তি
নিজেকে বহিরাগত ভাবা ঠিক না। আড্ডা দিতে চাইলে চলে আসেন যেকোন দিন, আমাদের বাসায় কিংবা অন্য কোন সচলের বাসায়। আরো যা করতে পারেন নিজেই আয়োজক হয়ে যান, আমরা আড্ডা ভালো পাই।
...........................
Every Picture Tells a Story
বাহ্ কী সুন্দর আমন্ত্রণ, নতুনদের কথাও যে মনে রাখতে হবে!!! এরপরের সচলাড্ডাটা আর মিস করছি না তাহলে, ঠিকই চলে আসবো; শুধু একটু আগেভাগে কোনভাবে জানতে পারলেই হলো, ভাইয়া!
লতাদির মতো আমিও কী না ঈষৎ দীর্ঘশ্বাস ফেলেছিলাম............
_____________________
Give Her Freedom!
আমার কোনও একটা স্ট্যাটাসেই হয়তোবা ভাইয়া হঠাৎ বললেন যে উনারা এই মাসের তিরিশে চলে যাবেন! কথাটা পড়েই প্রথমেই মনে এলো ইশ! তাহলে আর যখন তখন মাতিসটাকে দেখা যাবে না! সেই রসুলপুরের মারদাঙ্গা ঘুরাফিরাটার সময় থেকেই এই দেবশিশুটার উপরে বড্ড মায়া আমার! আর রীতা ভাবী + ভাইয়া, এই দুইজনের কথা আমার বাসাতেও সবাইই জানে! এর পরের যেকোনও সচলাড্ডায় ভাইয়ার পচানি থাকবেনা ভেবে মোটেও ভালো লাগছেনা! আর ভাবীর মতো কমফোর্টিং ক্যারেক্টার এ পর্যন্ত খুব কমই দেখেছি, যার সাথে কথা বললেই মন ভালো হয়ে যায় আর শান্তি শান্তি লাগে! ভাবী ওয়ার্ল্ড পিসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলেই আমার বিশ্বাস! তোমাদের অনেক মিস করবো ভাইয়া ভাবী আর মাতিস!
বেঁচে থাকলে দেখা হবে আবারও!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আমার কোনও একটা স্ট্যাটাসেই হয়তোবা ভাইয়া হঠাৎ বললেন যে উনারা এই মাসের তিরিশে চলে যাবেন! কথাটা পড়েই প্রথমেই মনে এলো ইশ! তাহলে আর যখন তখন মাতিসটাকে দেখা যাবে না! সেই রসুলপুরের মারদাঙ্গা ঘুরাফিরাটার সময় থেকেই এই দেবশিশুটার উপরে বড্ড মায়া আমার! আর রীতা ভাবী + ভাইয়া, এই দুইজনের কথা আমার বাসাতেও সবাইই জানে! এর পরের যেকোনও সচলাড্ডায় ভাইয়ার পচানি থাকবেনা ভেবে মোটেও ভালো লাগছেনা! আর ভাবীর মতো কমফোর্টিং ক্যারেক্টার এ পর্যন্ত খুব কমই দেখেছি, যার সাথে কথা বললেই মন ভালো হয়ে যায় আর শান্তি শান্তি লাগে! ভাবী ওয়ার্ল্ড পিসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলেই আমার বিশ্বাস! তোমাদের অনেক মিস করবো ভাইয়া ভাবী আর মাতিস!
বেঁচে থাকলে দেখা হবে আবারও!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আশাকরি দেখা হবে।
...........................
Every Picture Tells a Story
আহা কবো হয়ে গেলো সব!
টের পাই নাই।
আর এই অবেলায় আড্ডার লেখার পড়ে আমিও যেন
এই মানস-আড্ডার অংশ হয়ে রইলাম।
শহরে-বন্দরে, বন-বাদাড়ের এই সব আড্ডা একদিন
সোনালী সোনালী হয়ে যাবে,,,
আড্ডা মিসাই।
...........................
Every Picture Tells a Story
নতুন মন্তব্য করুন