উপহাসের পদাবলী

অনিকেত এর ছবি
লিখেছেন অনিকেত (তারিখ: শনি, ১৩/০৮/২০১১ - ১:৫১অপরাহ্ন)
ক্যাটেগরি:

যে মানুষ ব্যর্থতার স্বাদ কখনো পায় নি---সে এক অপূর্ণাঙ্গ মানুষ
পথ চলতে গিয়ে আছড়ে পড়েনি যে
সে কী করে বুঝবে ধুলো ঝেড়ে ফেলে আবার উঠে দাঁড়ানোর মাহাত্ম্য--

বর্ষা রাতে যার ঘরের ছাঁদ চুঁইয়ে জল পড়েনি
সে কী করে জানবে জল তরঙ্গে কেমন শোনায় মেঘ মল্লার?
জ্যোৎস্না রাতে তেপান্তরের মাঠে শুয়ে যে আকাশ দেখেনি
সে কী করে মুছবে নক্ষত্রের অশ্রুজল?
যে মানুষ হাজার বছর ধরে পৃথিবীর পথে হাঁটার যন্ত্রণা জানে না
তার জন্যে কোন বনলতা সেন অপেক্ষা করে নেই।
যে মানুষের স্বপ্ন হাতের মুঠো থেকে বালুর মত ঝরে পড়েনি হাওয়ায়
তাকে তুমি কী করে চেনাবে তাজমহল?
দু'হাতের তালুর মাঝে যে কখনো ধরেনি কোন শ্বেত কপোত
সে কী করে স্পর্শ করবে বল আকাশের বুক?
আগুনের উপর দিয়ে তুমি যাওনি হেঁটে সপ্তদশ ক্রোশ যতখন
ততখন তুমি না সীতা, না রাবণ
তোমার পায়ের ঘুঙুর হয়ে কষ্টেরা যদি নাইবা বাজে অনুখন
নিজেকে তুমি কী করে প্রেমিকা ভাব?
সফলতা নয়, ব্যর্থতা দিয়ে যদি তুমি আমাকে না হারাতে পারো
তোমার জন্যে আমি শুধু উপহাস রেখে যাব।


মন্তব্য

মৌনকুহর এর ছবি

চলুক

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

অনিকেত এর ছবি

ধন্যবাদ মৌনকুহর

নীড় সন্ধানী এর ছবি

অসাধারাণ পদাবলী!! প্রতিটা পংক্তিতেই চলুক

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ নীড়'দা।
শুভেচ্ছা নিরন্তর

রাতঃস্মরণীয় এর ছবি

উত্তম জাঝা!

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

অনিকেত এর ছবি

ধন্যবাদ রাতঃস্মরণীয়'দা।
অনেক অনেক ভাল থাকুন

তানিম এহসান এর ছবি

সিম্পলি আউটস্ট্যান্ডিং চলুক

অনিকেত এর ছবি

পড়ার জন্যে অনেক ধন্যবাদ তানিম
ভাল থাকুন সকল সময়ে

তিথীডোর এর ছবি

অনেকদিন পর সচলে এত চমৎকার একটা কবিতা পড়লাম।
গুরু গুরু

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অনিকেত এর ছবি

অশেষ কৃতজ্ঞতা তিথী
ভাল থাকিস সব সময়ে---

মিলু এর ছবি

দুর্দান্ত হয়েছে অনিকেতদা গুরু গুরু

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ মিলু
তোমার নতুন গানের অপেক্ষায় রয়েছি কিন্তু
ভাল থাকো সকল সময়ে

অনার্য সঙ্গীত এর ছবি

দারুণ!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অনিকেত এর ছবি

ধন্যবাদ বস!
শুভেচ্ছা নিরন্তর

ধৈবত(অতিথি) এর ছবি

চলুক অনিকেতদা শুধু ভালো লেখকই নন, ভালো কবিও।

অনিকেত এর ছবি

হা হা হা, অনেক ধন্যবাদ বস এমন সহৃদয় মন্তব্যের জন্য।
শুভেচ্ছা নিরন্তর

আশালতা এর ছবি

ভালো লাগলো।

----------------
স্বপ্ন হোক শক্তি

অনিকেত এর ছবি

ধন্যবাদ আশালতা
ভাল থাকুন সকল সময়ে, সকলকে নিয়ে---

The Reader এর ছবি

কবিতাটি অত্যন্ত ভাল পেয়েছি । হাসি

অনিকেত এর ছবি

The Reader, আপনার মন্তব্যটিও আমি খুব ভাল পেয়েছি হাসি
ভাল থাকুন সকল সময়ে---

অর্ক রায় চৌধুরী এর ছবি

বলার মত কিছু খুজে পাচ্ছিনা!!!!!!
স্যালুট দাদা।।

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ বস
শুভেচ্ছা নিরন্তর

sky_lark37 এর ছবি

পুরো কবিতাটিই অসাধারণ গুরু গুরু কিন্তু শেষ চার লাইন অবিস্মরণীয় যদিও লিখতে লিখতেই বিস্মৃত হলাম।। চিন্তিত

অনিকেত এর ছবি

হা হা হা, পড়ার জন্যে অনেক ধন্যবাদ sky_lark37
শুভেচ্ছা নিরন্তর

ফাহিম হাসান এর ছবি

ভালো লেগেছে, তবে আপনার গানের মত নয় (বেখাপ্পা তুলনা করলাম। কিন্তু আমি আপনার গানের বি-শা-ল ভক্ত)

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ ফাহিম......
শুভেচ্ছা অহর্নিশ!

ছাইপাঁশ এর ছবি

অনেক সুন্দর! শেষের দুটি লাইনে অনেক ভালো লেগেছে। চলুক

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ ছাইপাশ।
ভাল থাকুন সকল সময়ে---

অতন্দ্র প্রহরী এর ছবি

দারুণ লাগল! চলুক

অনিকেত এর ছবি

অসংখ্য ধন্যবাদ অপ্র!
তোমাকে এখানে নিয়মিত হতে দেখে ভাল লাগছে খুব।

নিত্যানন্দ রায়  এর ছবি

অনবদ্য

অনিকেত এর ছবি

ধন্যবাদ নিত্যদা।

শাহেনশাহ সিমন এর ছবি

সফলতা নয়, ব্যর্থতা দিয়ে যদি তুমি আমাকে না হারাতে পারো
তোমার জন্যে আমি শুধু উপহাস রেখে যাব।

হাততালি

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অনিকেত এর ছবি

শুক্রিয়া জাঁহাপনা---!

রু (অতিথি) এর ছবি

কবিতা একেবারেই বুঝিনা। রীতিমত এড়িয়ে চলি সে কারনেই। এবার এক লাইন দু লাইন করে কীভাবে যেন পড়ে ফেললাম পুরোটাই। মন ছুঁয়ে গেলো। ভালো থাকবেন।

অনিকেত এর ছবি

পড়ার জন্যে অনেক ধন্যবাদ রু!
ভাল থাকুন সকল সময়ে---

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

ভালো লেগেছে।
আর শেষের চার লাইন ... অসাধারণ!

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ যাযাবর ব্যাকপ্যাকার।
ভাল থাকো সকল সময়ে---

অদিতি এর ছবি

কয়েকটা লাইন পড়ে চুপ করে ছিলাম। নিজের জীবনের সাথে এত মিলে গেল।

অনিকেত এর ছবি

পড়ার জন্যে ধন্যবাদ অদিতি।
শুভেচ্ছা নিরন্তর

তাসনীম এর ছবি

চমৎকার লাগলো।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ তাসনীম ভাই
শুভেচ্ছা নিরন্তর

যুমার এর ছবি

উপহাসের পদাবলী ভাল লাগল।কেমন যেন মান্নাদের গান - ক'ফোঁটা চোখের জল--- এর মত।জানানো হয়নি কখনো আপনার কবিতাময় লেখাগুলো ভীষণ সুন্দর।

অনিকেত এর ছবি

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ যুমার
ভাল থাকুন সকল সময়

ব্যাঙের ছাতা এর ছবি

পরপর তিনবার লক্ষ্যে অর্জনের একই ধাপে যেয়ে ব্যর্থ হবার কষ্টটা কিছুতেই মন থেকে যাচ্ছিল না।(আমি জানি মনের গভীরে, সে যাবার ও নয়) আজ বরষা দেখে মনের মেঘ আরো জমছিলো, এই জন্যই হয়ত আপনার লেখাটি পড়ে জল ঝরতে শুরু করলো মেঘ থেকে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।