অনেকক্ষণ বসে থেকেও, লেখার মতো উপযুক্ত শব্দ খুঁজে পেলাম না।
মনে হচ্ছে, প্রিয় কিছু হারিয়ে ফেলেছি।
হয়তো আসলেই হারিয়েছি।
আমাদের যেন আর কখনো যুদ্ধে যেতে না হয়, যুদ্ধ শেষে 'মুক্তির গান' বানাবার লোকটি যে আর নেই।
মুক্তমনের মানুষ তারেক মাসুদ, মিশুক মুনীরের স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা।
মন্তব্য
সারা রাত জেগেছি তির তির আনন্দে, ঝড়ো গতিতে লিখেছি একের পর এক লেখা। আর সেই আনন্দের মূল কারণ বাস্তবায়ন করতে যখন বিমান বন্দরে যাচ্ছি , মনটা হয়ে আছে খুব বেশী ধরনের খারাপ, চরম বিক্ষিপ্ত, কিছু বলার ভাষা পাচ্ছি না, হয়ত পাবও না।
facebook
কি আর বলব! খবরটা জানার পর থেকেই বজ্রাহত...
কাগজের ফুল ছবিটা প্রসঙ্গে তিনি বলেছিলেন,
আর হল না... গুণীজনদের কি প্রকৃতি সহ্য করতে পারেনা বেশিদিন!?
বর্তমান বাংলাদেশের যে গুটিকয়েক খ্যাতিমান মানুষ আমার চেতনায় শ্রদ্ধার আসনে আসীন ......তারেক মাসুদ তাঁর অন্যতম একজন। সেই প্রিয় মানুষটির অকাল প্রস্থানে সমগ্র জাতির সাথে আমিও আজ স্তব্ধ........ শোকাহত!!!
বড় অবেলায় চলে আসল................তোমার "অন্তর্যাত্রা"
আমরা এই প্রজন্ম এখন কার কাছে শুনব "মুক্তির কথা"?
তাহলে তুমি কি শুধুই..................... "মাটির ময়না" ?
কার কণ্ঠে বাংলাদেশ গাইবে তাঁর............ "মুক্তির গান" ?
আমি হতভম্ব, ভাষাহীন। একটি একটি করে বাতি নিভে যাচ্ছে। কি আছে আমাদের সামনে?
----
তিনি বেঁচে থাকবেন তার কাজের মাঝে।
তারেক মাসুদ -এর দুটি ছবি:
১। মুক্তির গান (Songs of Freedom)
২। মাটির ময়না (The Clay Bird)
অপেক্ষা করুন, আরো হবে, এই ঈদে আমিও হতে পারি। আমাদের দেশের নিরাপদ সড়ক ব্যাবস্থায় গত ২/১ মাসে কতটা খুন হয়েছে হিসাব মেলাতে পারিনি। জেনেশুনেই খুন বলছি, সড়ক দুর্ঘটনা এখন আর দুর্ঘটনার পর্যায়ে পড়ে না।
সুমন_সাস্ট
কোন শব্দই যথেষ্ট না মৃত্যুর মতো গভীর শোককে প্রকাশ করতে, কোন শব্দই যথেষ্ট না কারো চলে যাওয়ার বেদনার সান্তনা হিসেবে।
আর বাংলাদেশে জন্মানোর সু্বাদে জেনেছি, কোন শব্দই যথেষ্ট না রাজনীতিবিদদের প্রতি ঘৃণা প্রকাশের জন্য।
নিরবতাই তাই একমাত্র গন্তব্য।
অলমিতি বিস্তারেণ
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
বাংলাদেশে অনেকেই সিনেমা বানায়, বিখ্যাত হয়... পুরষ্কার বাগায়
কিন্তু এই অসংখ্য বানানেওয়ালার মধ্যে যে একজন মাত্র মানুষ সত্যি সত্যি ভালো সিনেমা বানাতে পারতেন, তিনি তারেক মাসুদ
হ্যাঁ... একজনই...
তেমনি আরেকজন মিশুক মুনীর
তিনিও একজনই
মিশুক মুনীর শুধু একজন ব্যক্তি না, একটা প্রতিষ্ঠান। টিভি সাংবাদিকতার চেহারা পাল্টে দেওয়া লোক, নিজে হাতে গড়েছেন অসংখ্য সাংবাদিক। শুধু দেশে না, আন্তর্জাতিক অঙ্গনেও মিশুক মুনীর বিখ্যাত সাংবাদিক।
একেকটা মৃত্যু অনেক অনেকগুলো মৃত্যুর সমান
______________________________________
পথই আমার পথের আড়াল
আপনার লেখাটা দেখে টিভি ছাড়তে খবরটা বিস্তারিত জানলাম এইমাত্র। আমি স্তম্ভিত, বাক্যহারা! কুৎসিৎ-অশ্লীল অথচ বিকটকণ্ঠ নির্গুনদের পাশবিক পদভারে প্রকম্পিত বাংলাদেশ মনে হয় এতই অভিশপ্ত হয়ে গেছে যে গুণী মানুষদের আর সহ্য করতে পারছে না। কি তরুন গুণী ব্যক্তিত্ব, কি নির্দোষ-নিরপরাধ সাধারন তরুন - যাদের জীবনে আরো অনেক মহৎ অর্জনের সম্ভাবনাময় স্বর্নোজ্বল ভবিষ্যৎ পড়ে ছিল, বাকি ছিল দেশ ও পৃথিবীকে অনেক কিছু দেয়ার - তারাই খালি এখন একের পর এক নানারকম ঘটনায়-দুর্ঘটনায় আমাদের ছেড়ে চলে যাচ্ছে।
শু*র বা*রা এইভাবে যায় না কেন ?
পাবলিক লাইব্রেরিতে মুক্তির গান এর প্রথম শো দেখানোর সময় দেখেছিলাম ভদ্রলোককে। একজন মানুষের দুচোখে স্বপ্ন দেখবার এবং দেখাবার এমন অপরিমেয় দ্যুতি থাকতে পারে দেখে ভীষণ অবাক আর মুগ্ধ হয়েছিলাম।এরকম একজন মানুষের চলে যাওয়ায় কোন শব্দই যথেষ্ট হয়না।
----------------
স্বপ্ন হোক শক্তি
এই অসামান্য সৃষ্টিশীল মানুষগুলোকে দেশটার কত দরকার তা কি তারা বুঝে না!!!!! অশ্রুজল ছাড়া কোন শব্দ নাই!!!!
_____________________
Give Her Freedom!
চলে গেলেন বড় অসময়ে। সামনের কঠিন দিনগুলোতে যে তারেক মাসুদকে এদেশের মানুষের আরো অনেক বেশী প্রয়োজন ছিল? আমাদের জন্য এটা এক বড় ধরনের ধাক্কা।
তারেক মাসুদ আর মিশুক মুনীর এর প্রতি অন্তিম শ্রদ্ধা জানাতে আগামীকাল রবিবার সকাল ১০.৩০ থেকে ১২ টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সবাই থাকবো...
কেউ আগ্রহী হলে চলে আসবেন
______________________________________
পথই আমার পথের আড়াল
ময়না উরে গেছে আকাশে
মুক্তির গান গেয়ে সকালের ফোঁটা ফোঁটা বৃষ্টির ভেতর।
জীবনের রানঅয়ে ধরে ছুটতে ছুটতে
যেখানে মিলেছে আকাশ,
সেখানে দাঁড়িয়ে থাকা মানুষটির হাতে ধরা
কাগজের ফুল থেকে ধুয়ে গেল সব রঙ
ঘাতকের ধাক্কায়।।
banglanews24.com-এ তার শেষ কথাগুলোতে দুঃখ আরও বেড়ে গেলো।
খবরঃ বানানো হলো না ‘কাগজের ফুল’
- তিনি বলেছিলেন, ‘আমার সব ছবি তৈরির পেছনে একটাই উদ্দেশ্য; তা হলো এই ছবিটি তৈরি করা। আমার সব ছবিই তৈরি হচ্ছে এই একটি ছবি বানানোর জন্য।’
- সাংবাদিকঃ তারেক ভাইকে একটু থামিয়ে দিয়ে ছোট প্রশ্ন করলাম, ‘এর বিষয়বস্তু কি?’
- তিনিও সংক্ষেপে উত্তর দিয়ে বললেন, ‘১৯৪৭।’
আমরা মুক্তিযুদ্ধ নিয়ে উনার কাছ থেকে মুক্তির গান পেয়েছিলাম, এবার হয়তো ১৯৪৭ নিয়ে পেতাম। তা আর হলো না।
বাংলাদেশের তিন প্রজন্মের সবচেয়ে শক্তিমান তিনজন চলচ্চিত্র পরিচালকের অকালে অপমৃত্যু হয়েছে - জহির রায়হান, আলমগীর কবির আর এবার হলো তারেক মাসুদের। দেশের চলচ্চিত্র আগাবে কিভাবে?
/----------------------------------------------------
ওইখানে আমিও আছি, যেইখানে সূর্য উদয়
প্রিয়দেশ, পাল্টে দেবো, তুমি আর আমি বোধহয়
কমরেড, তৈরি থেকো,গায়ে মাখো আলতা বরণ
আমি তুমি, আমি তুমি, এভাবেই লক্ষ চরণ।।
অসহ্য লাগছে। বিক্ষিপ্ত হয়ে আছে মন। বিষাদের থেকে কেন জানিনা ক্ষোভটাই বেশি কাজ করছে। আজকে যে ঘটোনাটি ঘটলো তার জন্য আদতে কে দায়ি? "সড়ক দূর্ঘটনা, ভাগ্য বিড়ম্বনা ছাড়া আর কিছু নয়" এই জাতীয় নির্বিকার মন্তব্য শোনার পর থেকেই মাথায় আগুন ধরে আছে। আগুন ধরিয়ে দিতে ইচ্ছে করছে যোগাযোগ মন্ত্রনালয়ের সব কটা চেয়ারে- অফিসে।
আপনারা ভাল থাকুন...
মুক্তির গান এর মাধ্যমে তারেক মাসুদ একটা জানালা খুলে দিয়েছিলেন।
তারেক মাসুদ আর মিশুক মুনির এর জন্য
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
ওঁদের আত্মা শান্তিপ্রাপ্ত হোক.........
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
ভাষাহীন, নির্বাক !!!!
আর কবে রাস্তাগুলো আমাদের জন্য নিরাপদ হবে। প্রধানমন্ত্রী/ প্রেসিডেন্ট সড়ক দূর্ঘটনা আহত/ নিহত হবার পর ?
"সব মরণ নয় সমান... "... কিচ্ছু বলার নেই...
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
কিছু বলার নেই!
মৃত্যু জন্মের মতোই অনিবার্য । প্রতিটি জীবন্ত স্বত্তার চরম পরিনতি । তারপরেও কিছু মৃত্যুর স্থান কাল পাত্র ধরন মেনে নেওয়া যায় না । মেনে নেওয়া যায় না এ সকল ম্যৃত্যুর অনিবার্যতা । যেমন : মেনে নেওয়া যায় না চট্রগ্রামের মিরেশ্বরাইয়ের ৪৩ জনের মারা যাওয়া , মেনে নেওয়া যায় না নুহার চলে যাওয়া কিংবা হাস পাতালে অসুস্থ মাকে দেখে বের হয়ে নির্মানাধীন ভবন থেকে পড়া ইটের আঘাতে মুন্নার মৃত্যু,কিংবা েনায়াখালির মিলনের খুনের শিকার হওয়াকে
অনিবার্যতা হীন র্মত্যুর মিছিলে আজ জাতির আরও কয়েক নক্ষত্র ঝরে গেল
এ মিছিল কি থামার নয় ?
কিছু বলার নেই। এভাবেই অকালে ঝরে পড়বে অতি প্রয়োজনীয় মানুষগুলো।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
আমার জানা নেই, এই রকম পরিস্থিতিতে কি বলতে হয়
খুবই মর্মাহত। সংবাদ মাধ্যমে নিহত পাঁচজনের মধ্যে দুজনকে নিয়ে আলোচনা, স্মৃতিচারণ হচ্ছে। অবশ্যই তারা আলোচনার দাবীদার। হতভাগা বাকী তিন জনের কথা কেউ জানেন কি? একটি টেলিভিশন চ্যানেলে নিহত সকলের নাম প্রকাশ করলেও গাড়ীচালকের নাম প্রকাশ করেনি। তাদের পরিবারের হাহাকার আমরা কেউ শুনতে চাইনি। গুরুত্বপূর্নদের ভীড়ে পরিচয় হারিয়ে গিয়েছে।
সত্যি কথা
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
কেমন যেন বমি পাচ্ছে! যখন আমি বেনী দোলানো স্কুল বালিকা তখন মুক্তির গান দেখেছিলাম বাবা মায়ের সাথে বসে। আমার সেদিনটা আলোয় আলোয় ভরে গিয়েছিলো এই একজন মানুষের জন্য।
দেশটাকে নিয়ে গর্ব করার, খুশি হবার কারনগুলো দ্রুতই কমে আসছে! এই ২০১১ সালটা খুব খারাপ কিছু দিন দেখালো আমাদের! নিজেকে মানুষ বলার কারনগুলো ফ্যাকাশে হচ্ছে দেখতে ভালোলাগেনা!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
বলার মতো কিছু পাচ্ছিনা। মন প্রচন্ড বিক্ষিপ্ত হয়ে আছে।
kagozer ful ( based on 1947 division) could hurt some evil force and it might be least an accident ....... much a cold blooded and preplanned murder.
আগামী ঈদের সময় যেন আমরা আর সড়ক দুর্ঘটনা বা লঞ্চডুবিতে মৃত্যুর সংবাদ না শুনি। এখনই এ বিষয়ে যেন সরকার প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করে, আসুন সবাই এই দাবি সরকারের কাছে উপস্থাপন করি।
তারেক মাসুদ ও মিসুক মুনিরের অকাল মৃত্যুতে আমি শোকাহত। তাঁদের আত্মার মাগফেরাত কামনা করছি।
মন্তব্য লিখেছি : প্রৌড়ভাবনা
মনটা খুব খারাপ লাগছে।
বিশ্বাস করতে কষ্ট হচ্ছে
..............
কি বলবো.... বলে লাভ?
_________________
ঝাউবনে লুকোনো যায় না
নতুন মন্তব্য করুন