সমবয়সী দ্বিধা

সৈয়দ আফসার এর ছবি
লিখেছেন সৈয়দ আফসার (তারিখ: রবি, ১৪/০৮/২০১১ - ১০:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একাকীত্ব, দূরে আছো বলেই কি উইশ করব না!

আমি আর মন এক জায়গায় স্থির থাকতে পারি না
কি আশ্চর্য, ঘুমে জাগি, ঘুমে হাসি ভালো লাগে না
প্রস্তুতি, যৌথইচ্ছেকে একা পেয়ে নালিশ করো না
তারচে’ গোপনে চেপে যাও, যা ধরে রাখা যায় না

আমি হাঁটছি, সে হাঁটার রোমাঞ্চ খেয়ে বলছো কথা
শরীরের ভার ধরে রাখছে খাড়ারোদ, পায়ের পাতা
ডালে ঝুলে ফুল হও, ফল হও, গাছে পরাও ভাবনা
শিখে নাও কিভাবে পাশাপাশি বসবাস করে সান্ত্বনা

যেখানে দাঁড়াই সেখানে মনখারাপ করে দিনের তাড়া
আমাকে একা পেয়ে সমবয়সী দ্বিধারা দিচ্ছে পাহারা


মন্তব্য

ধূমায়িত রোদ্দুর  এর ছবি

কিছু কিছু লাইন ভাল লেগেছে,কিন্তু সম্পূর্ণ কবিতার মূল্যায়ন করলে বলতে হয়, ততটা ভাল মনে হয়নি।

তানিম এহসান এর ছবি

সমবয়সী দ্বিধা! - খুব পছন্দ হলো!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।