• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

একটাই প্রশ্ন...

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: সোম, ১৫/০৮/২০১১ - ৪:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

stop bleeding
কাণ্ডারী দেখ মরিছে মানুষ, সন্তান মোর মা-র ।


মন্তব্য

সুজন চৌধুরী এর ছবি

অনুগ্রহ করে এই পোস্টে কেউ মোমবাতি জ্বালাবেন না।

লুৎফর রহমান রিটন এর ছবি

ধন্যবাদ তোমাকে সুজন।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

ছাইপাঁশ এর ছবি

আর একটিও যেন না হয় এমন।

রু (অতিথি) এর ছবি

বুক কেঁপে গেলো।

মিলু এর ছবি

:(

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

(Y)

ছবিটা আলাদাভাবে ফেসবুকে শেয়ার দিতে অনুমতি আছে সুজন'দা?

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

সুজন চৌধুরী এর ছবি

ঠিক আছে শেয়ার করুন।

মণিকা রশিদ এর ছবি

আমাদের যাকে যাকে প্রয়োজন, তারাই হারায়; দূরের সমুদ্রে চলে যায়! এখনো বিশ্বাস করতে পারছি না!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

পাগল মন এর ছবি

আসলেই এই একটাই প্রশ্ন: আর কত?
এ প্রসংগে সায়নের একটা গান আছে, শুনে দেখতে পারেন।

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এই ছবিটারে ফেসবুকে প্রোফাইল পিকচার করতে চাই...
তার আগে অনুমতি চাই

______________________________________
পথই আমার পথের আড়াল

সুজন চৌধুরী এর ছবি

ফ্লিকার থেকে নিয়ে নেন নজরুল ভাই।

অনার্য সঙ্গীত এর ছবি

আমিও নিলাম সুজন্দা।

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

ঢাকাইয়্যা যাদুকর () এর ছবি

এই ছবিটারে ফেসবুকে প্রোফাইল পিকচার করতে চাই...
তার আগে অনুমতি চাই

নজু ভাই-এর সাথে একমত, সুজন্দা অনুমতি দেন, পাতায় পাতায় ছড়িয়ে দিব

সুজন চৌধুরী এর ছবি

ঢাকাইয়্যা যাদুকর, করুন।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ব্যানার করা যায় না এটা ব্যবহার করে?

সুজন চৌধুরী এর ছবি
Udash এর ছবি

আর কত????

কৌস্তুভ এর ছবি

=DX

মৃত্যুময় ঈষৎ এর ছবি

রক্তের ছোপছোপ রেখা লেগে আছে খুনিদের হাতে, আর কত পৈশাচিক ক্ষুধা তাদের?!!!

ব্যানার করা যায় না এটা ব্যবহার করে?

ব্যানারটা কোন ব্যানারু করে দিন না, খুব উত্তম হয়!!!


_____________________
Give Her Freedom!

দ্রোহী এর ছবি

চোখ বুঁজে লিখে দিতে পারি আরো কোটিখানেক মরলেও তেনাদের টনক নড়বে না।

pathok এর ছবি

অসাধারণ...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এইটা একটা অসাধারণ কাজ হইছে... সুজনদারে স্যালুট দিতে দিতে হাত ব্যথা হয়ে গেছে, তাই আর দিলাম না...

কিন্তু এইটা ব্যানার চাই... সুজন্দা ব্যানার চাই...

______________________________________
পথই আমার পথের আড়াল

ধৈবত(অতিথি) এর ছবি

(Y) উপস্থাপনাটা ভালো হইসে।

প্রীতম এর ছবি

ফেসবুকে প্রোফাইল পিকচার দিতে চাই।অনুমতি প্রার্থনা করছি।

অথিতি লেখক এর ছবি

ফেসবুকে প্রোফাইল পিকচার দিতে চাই।অনুমতি প্রার্থনা করছি।

এ হাসনাত

মন মাঝি এর ছবি

...জলির সঙ্গে আমরা লিফটে নামছি। জলি বললেন, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন তাঁকে দেখতে এসে বলেছেন, ‘আপনাদের ড্রাইভারের দোষ ছিল, সে ওভারটেক করতে গিয়েছিল।’ জলি বললেন, ‘আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছি, কক্ষনো না, আমি গাড়িতে ছিলাম। আমাদের গাড়ি কখনোই ওভারটেক করেনি। আমি ছবি এঁকে দেখাতে পারি, আমাদের চালক ওভারটেক করেনি।’....

লেখক শাহাদুজ্জামান, যিনি চিকিৎসকও, বললেন, ‘একজন ভিকটিমকে দেখতে এসে কেউ এই কথা বলতে পারে?’
তাই তো, একজন আহতকে, একজন গুরুতর আহত মানুষের স্ত্রীকে, সদ্য বন্ধুহারা একজন মানুষকে দেখতে এসে কোনো মন্ত্রী এ কথা বলতে পারেন? সূত্র

আর কত?

যতদিন নিজের দায়দায়িত্ব-দূর্নীতি-ব্যর্থতা-অপদার্থতা ধামাচাপা দেয়ার জন্য একজন ভিকটিমকে দেখতে এসে - একজন আহতকে, একজন গুরুতর আহত মানুষের স্ত্রীকে, সদ্য বন্ধুহারা একজন মানুষকে দেখতে এসে কেউ মুখের উপর এমন নৃশংস মিথ্যাচার করতে পারবে, যতদিন গুলিতে নিহত শিশুর পিতামাতাকে 'আল্লার মাল আল্লায় নিয়ে গেছে' বলে উড়িয়ে দিতে পারবে, যতদিন বিশ্ববিদ্যালের ছাত্রহত্যা হলে বলা যাবে 'এটা কোন ব্যাপার নয়', যতদিন নিজের ছত্রিশ কোর্সের চর্ব্যচোষ্যলেহ্যপেয়-পুষ্ট ভুড়িটা বাগিয়ে মাখ্‌খনগলা গণ্ডদেশ কাঁপিয়ে দেশের কোটি কোটি আধপেটা পেটে-পিঠে ঠেকে যাওয়া ভুখানাঙ্গা মানুষকে কম খাওয়ার পরামর্শ দেয়ার মত পৈশাচিক ধৃষ্টতা রাষ্ট্রপরিচালকদের থাকবে,

ততদিন...

আমি-আপনি-তারেক মাসুদ-মিশুক মুনীররা পথেঘাটে এভাবেই বেঘোরে মরতে থাকবো। এবং সেটা সবসময়ই হবে আমাদের দোষ। !

****************************************

সাফি এর ছবি

কতখানি ইনসেনসিটিভিটি থাকলে এই কথা হাসপাতালে যেয়ে বলতে পারে!!!

guest_writer এর ছবি

এই দেশে রক্তের দাগ আর শুকায় না।

বি

guest_writer এর ছবি

এই দেশে রক্তের দাগ আর শুকায় না।

বি

তানিম এহসান এর ছবি

সব মোমবাতি ফুরিয়ে গেছে অনেক দিন হলো! যে আগুনে ক্রমাগত পুড়ে যাই তার ছবি একে দেবে কে?

নীলকান্ত এর ছবি

কাণ্ডারী দেখে কি করবে?ঐ ব্যটা তো আমাদের জাতই। আমরা আহতজন দেখে গাড়ি না থামিয়ে বিবেককে সোনায় মুড়ে চলে যাই, আর ও ব্যটা তো চেয়ার টেবিলের পিছে থাকা পুতুল।


অলস সময়

রেজওয়ান এর ছবি

আমিও এটি ছড়িয়ে দিলাম গ্লোবাল ভয়েসেসে, আন্তর্জাতিক মহলে। http://globalvoicesonline.org/2011/08/15/bangladesh-tragic-death-of-talents-puts-the-spotlight-on-road-safety/

আমাদের দরকার আন্দোলন আর এটাই এখনকার শ্লোগান "আর কত?"। জবাবদিহিতা চাই।

সুজন চৌধুরী এর ছবি

আপনারা যারা ১টাকে সঙ্গত এবং প্রাসঙ্গিক মনে করেন তারাই ব্যবহার করতে পারেন।

শাহেনশাহ সিমন এর ছবি

বলছি, বলে যাচ্ছি.... আর সবাই অপমানিত হয়েই যাচ্ছে...

_________________
ঝাউবনে লুকোনো যায় না

দুষ্ট বালিকা এর ছবি

সুজনদা, আপনাকে অনেক ধন্যবাদ। এখন আর ভালোলাগেনা। পালিয়ে যেতে ইচ্ছা করে! :(

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

স্বাধীন এর ছবি

আসলেই আর কত? (Y) আর সহ্য হচ্ছে না :(

যুমার এর ছবি

আসলেই আর কত?

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

:(

রাহিল এর ছবি

অসাধারণ ইলাস্ট্রেশন সুজন দা

পা_ঠ_ক এর ছবি

মঞ্জুলি কাজীর বক্তব্যঃ

পা_ঠ_ক এর ছবি

মঞ্জুলি কাজীর বক্তব্যঃ

shabdik এর ছবি

প্রতিবাদের অসাধারন ভাষা,

কিন্তু আর কত প্রতিবাদে কাজ হবে?

নীরব পাঠক এর ছবি

(Y)

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।