ভাবতে চাই, যে উন্নত দেশটি তাদের উপগ্রহ থেকে সারা দুনিয়ার কোনাকান্চির চলচিত্র রেকর্ড করে চলেছে, তাদের হার্ডডিস্ক থেকে মানিকগন্জের সেই দুর্ঘটনার উড়আলছবি গণমাধ্যমে এনে দেখিয়ে দিক এটা কোন সড়ক দুর্ঘটনা নয়।
ভাবতে চাই, মাইক্রোবাস ও সামনে থেকে আসা বাসের চালকের এক-দুইমাসের জীবনযাপন পর্যবেক্ষণ করে বা তাদের টেলিফোনের ফর্দ আঁতিপাতি করে আমাদের রেপিড রিয়েক্শান বাহিনী চিহ্নিত শকুনের ফেলে যাওয়া পালক ও পদচিহ্ন দেখতে পাক।
ভাবতে ইচ্ছা করে এটা দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত খুন।
ভাবতে ইচ্ছা করে, এত মূল্য়বান জীবনগুলোর প্রস্থান এত নিরীহভাবে হয়নি।
ক্লাশভর্তি উজ্জ্বল সন্তান, ওরা জুড়ে দেবে ফুলস্কেফ সমস্ত কাগজ !
আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না !
আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !
আমি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি! তারেক মাসুদ এবং মিশুক মনীর শুধু যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল সাক্ষী ছিলেন না, দেশের মৌলবাদী জঙ্গি গোষ্ঠীগুলোর জন্যও বড় হুমকি ছিলেন। তারেক মাসুদ তার 'মুক্তির গান'এর মাধ্যমে প্রায় ভুলতে বসা মুক্তিযুদ্ধকে তরুণ প্রজন্মের মাঝে পুনঃ-প্রতিষ্ঠিত করেন। অন্যদিকে, শহীদ মুনির চৌধুরীর ছেলে মিশুক মনির একুশে চ্যানেলের মাধ্যমে দেশের টিভি সাংবাদিকতার জগতে বৈপ্লবিক পরিবর্তন ঘটান। যুদ্ধাপরাধ ও জঙ্গিবাদ বিরোধী সোচ্চার অবস্থান নেয়া তরুণ প্রজন্ম এবং ইলেক্ট্রনিক মিডিয়ার পেছনে এ দুজনের অবদান অনস্বীকার্য। তাই থেকে থেকে কেবলই মনের ভিতর উঁকি মারছে, নিছক সড়ক দুর্ঘটনার অন্তরালে এদের মেরে ফেলা হয়নি তো? বারবার প্রিন্সেস ডায়ানার মৃত্যুর কথা মনে পড়ছে। অনেকেই কিন্তু মনে করেন, ওই সড়ক দুর্ঘটনা আসলে আরোপিত বা সাজানো ছিলো। বলা বাহুল্য, ডায়ানা তখন একজন মিশরিয় মুসলিম ধনকুবের ব্যক্তির সন্তান ধারণ করছিলেন, যা অনেকের মতে, ব্রিটিশ রাজপরিবারের জন্য বিরাট হুমকি তৈরি করেছিল (ওই সন্তান বেঁচে থাকলে উইলিয়ামের বিয়েতে হয়ত তার একজন মুসলিম সৎ ভাইকে বিশ্ব দেখতে পেত!)।
১৮ | লিখেছেন guest_writer (যাচাই করা হয়নি) (তারিখ: মঙ্গল, ১৬/০৮/২০১১ - ১১:৩৬অপরাহ্ন)
ষড়যন্ত্র নয়তো!!!!!!!!!!!!!!!!!
যদিও সন্দেহটা আমাদের দেশের নোংরা রাজনীতিবীদদের মত সস্তা হয়ে যাচ্ছে। কিন্তু আগেই অনেক বিশিষ্টজন ও চিন্তাবীদ যুদ্ধাপ্রাধীদের বিচার নিয়ে সংশয় প্রকাশ করেছেন। অনেকে এটাও বলেছেন যে আওয়ামী লীগ এই মেয়াদে এই বিচার প্রক্রিয়া শেষ করবে না। এটাকে ঝুলিয়ে রাখবে। কারন আবার ক্ষমতায় আসার জন্য এর চেয়ে সুন্দর ইস্যু আর কিছু হতে পারে না।
সে যাই হোক............আসা করি প্রকৃত অপরাধী শাস্তি পাবে।
মন্তব্য
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
শকুনের দোয়ায় এখন তাহলে তারেক মাসুদরাও মারা যান
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
যথার্থ।
আরেকটা কথা বলতে এসেছি। জামাতের একবিংশ শতাব্দীর বুদ্ধিজীবি হত্যার তালিকা থেকেও দু’জনের নাম কাটা গেছে! অনেক ধন্যবাদ ভাই, বিষয়টা সবার নাগালে আনার দরকারি কাজটা করেছেন! সবাই সদাজাগ্রত থাকি!
_____________________
Give Her Freedom!
ভাবতে চাই, যে উন্নত দেশটি তাদের উপগ্রহ থেকে সারা দুনিয়ার কোনাকান্চির চলচিত্র রেকর্ড করে চলেছে, তাদের হার্ডডিস্ক থেকে মানিকগন্জের সেই দুর্ঘটনার উড়আলছবি গণমাধ্যমে এনে দেখিয়ে দিক এটা কোন সড়ক দুর্ঘটনা নয়।
ভাবতে চাই, মাইক্রোবাস ও সামনে থেকে আসা বাসের চালকের এক-দুইমাসের জীবনযাপন পর্যবেক্ষণ করে বা তাদের টেলিফোনের ফর্দ আঁতিপাতি করে আমাদের রেপিড রিয়েক্শান বাহিনী চিহ্নিত শকুনের ফেলে যাওয়া পালক ও পদচিহ্ন দেখতে পাক।
ভাবতে ইচ্ছা করে এটা দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত খুন।
ভাবতে ইচ্ছা করে, এত মূল্য়বান জীবনগুলোর প্রস্থান এত নিরীহভাবে হয়নি।
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
-------------------------------------------------
ক্লাশভর্তি উজ্জ্বল সন্তান, ওরা জুড়ে দেবে ফুলস্কেফ সমস্ত কাগজ !
আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না !
আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !
আমি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি! তারেক মাসুদ এবং মিশুক মনীর শুধু যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল সাক্ষী ছিলেন না, দেশের মৌলবাদী জঙ্গি গোষ্ঠীগুলোর জন্যও বড় হুমকি ছিলেন। তারেক মাসুদ তার 'মুক্তির গান'এর মাধ্যমে প্রায় ভুলতে বসা মুক্তিযুদ্ধকে তরুণ প্রজন্মের মাঝে পুনঃ-প্রতিষ্ঠিত করেন। অন্যদিকে, শহীদ মুনির চৌধুরীর ছেলে মিশুক মনির একুশে চ্যানেলের মাধ্যমে দেশের টিভি সাংবাদিকতার জগতে বৈপ্লবিক পরিবর্তন ঘটান। যুদ্ধাপরাধ ও জঙ্গিবাদ বিরোধী সোচ্চার অবস্থান নেয়া তরুণ প্রজন্ম এবং ইলেক্ট্রনিক মিডিয়ার পেছনে এ দুজনের অবদান অনস্বীকার্য। তাই থেকে থেকে কেবলই মনের ভিতর উঁকি মারছে, নিছক সড়ক দুর্ঘটনার অন্তরালে এদের মেরে ফেলা হয়নি তো? বারবার প্রিন্সেস ডায়ানার মৃত্যুর কথা মনে পড়ছে। অনেকেই কিন্তু মনে করেন, ওই সড়ক দুর্ঘটনা আসলে আরোপিত বা সাজানো ছিলো। বলা বাহুল্য, ডায়ানা তখন একজন মিশরিয় মুসলিম ধনকুবের ব্যক্তির সন্তান ধারণ করছিলেন, যা অনেকের মতে, ব্রিটিশ রাজপরিবারের জন্য বিরাট হুমকি তৈরি করেছিল (ওই সন্তান বেঁচে থাকলে উইলিয়ামের বিয়েতে হয়ত তার একজন মুসলিম সৎ ভাইকে বিশ্ব দেখতে পেত!)।
ষড়যন্ত্র নয়তো!!!!!!!!!!!!!!!!!
যদিও সন্দেহটা আমাদের দেশের নোংরা রাজনীতিবীদদের মত সস্তা হয়ে যাচ্ছে। কিন্তু আগেই অনেক বিশিষ্টজন ও চিন্তাবীদ যুদ্ধাপ্রাধীদের বিচার নিয়ে সংশয় প্রকাশ করেছেন। অনেকে এটাও বলেছেন যে আওয়ামী লীগ এই মেয়াদে এই বিচার প্রক্রিয়া শেষ করবে না। এটাকে ঝুলিয়ে রাখবে। কারন আবার ক্ষমতায় আসার জন্য এর চেয়ে সুন্দর ইস্যু আর কিছু হতে পারে না।
সে যাই হোক............আসা করি প্রকৃত অপরাধী শাস্তি পাবে।
দীপাবলি।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
নতুন মন্তব্য করুন