যেদিকে তাকাই কেবল ধূ ধূ করছে ছায়াহীন মাঠ, কোথাও বালি, কোথাও মাটি। কোথাও শুকনো ঘাস, কর্কশ গুল্ম, কোথাও একেবারে ন্যাড়া। তামাটে আকাশ গনগন করছে দারুণ রোদের তেজে। এর ভিতর দিয়ে যেতে হবে দীর্ঘ দীর্ঘ দীর্ঘ পথ। অন্য কোনো উপায় নেই।
ক্লান্তি আমাকে থামিয়ে দিতে চায়, লুটিয়ে ফেলতে চায় পথের পাশের বালিপাহাড়ের পায়ের কাছে। সেখানের অচেনা সাদা হাড়েদের পাশে থামিয়ে দিতে চায়। অগ্রপথিকদের অনেকেই গন্তব্যে যেতে পারে নি শেষ পর্যন্ত। তাদের অস্থিচুর্ণের পাশে লুটিয়ে পড়ে বিদায় নিতে ইচ্ছে করে মাঝপথে। কিন্তু হাড়গুলো মিনতি করে বলে এভাবে হেরে না যেতে।
চলতে চলতে স্মৃতির ভিতরে হাতড়াই। সেখানেও ছায়া নেই, শান্তি নেই, গান নেই। স্মৃতিতে শুধু মৃত্যুর মিছিল, রক্ত, আগুন, দৌড়। অগণিত প্রিয় মুখ ছবি হয়ে গেছে। তবু চলতে হয়, চলতে হয়, অন্য পন্থা নেই।
অনেককালের পুরানো এক বনসীমান্তের গান মনে পড়ে, জপতে জপতে চলতে থাকি। এর শেষে সত্যি কি আছে সেই ছায়া, সেই গান, সেই নদী যার বুকে ছলছলে স্নিগ্ধ শুশ্রূষার জল, সেই মায়াঘর ?
আমার গ্রীষ্মবেলার কষ্টভ্রমণের পথে
ছুঁয়ে যেতে চাই তোমার ছায়াভরা উঠোন,
সতেজ আমলকী, লেবু আর আমগাছের তলায়
তোমার মুখে আলোছায়ার ঢেউ।
অঞ্জলি পেতে চাইবো স্নিগ্ধ শুশ্রূষা-
তোমার শীতল-কলস থেকে গড়িয়ে দেবে না তুমি?
তার অনেকদিন পরের এক বর্ষা বিকালে
ভিজতে ভিজতে ফিরবো সেই পথ দিয়েই,
ক্লান্ত পসরা নামাবো তোমার দাওয়ায়,
শোনাবো বৃষ্টিভেজা গান, বেলাশেষের সুর।
তুমি শুনবে না?
মন্তব্য
চমৎকার। ... শুনবে না মানে?
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
ধন্যবাদ ত্রিমাত্রিক কবি। :-)
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
না, শুনবে না, শুনলে এইরকম লেখা আর লেখা হয়ে না যে।
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
তাই? :-?
তবে তো না শোনাই ভালো। :-)
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
কোবতে বুঝিনা :(
কিছুটা গদ্যও আছে তো! :-)
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
শুনতে হবে, হবেই হবে
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ধন্যবাদ ভাই। :-)
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
পুরাই স্মৃতিকাতর করে দিলেন। :(
বলেন কী??? :-?
ধন্যবাদ। :-)
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
হঠাৎ করে জীবনানন্দের একটা লাইন মনে পড়লো, বহুকাল আগে পড়া হুবহু মনে নেই।
"বউও উঠোনে নেই পড়ে আছে একখানা শাড়ি......."
যদি এমন হয়, সব আছে কিন্তু শীতল জল গড়িয়ে দেবার কেউ নেই,
বৃষ্টি বিকেলে গান শোনবারও কেউ নেই
কেমন না?
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
আসলে কিন্তু কেউ থেকে যায় ঠিকই। সামনে থাকাই কি থাকা শুধু?
" তাই হেরি তায় সর্বখানে " :-)
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
কী চমৎকার ধ্বনিমাধুর্য!!!! (Y)
_____________________
Give Her Freedom!
অনেক ধন্যবাদ। (ধইন্যা)
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
এক কথায় চমৎকার। ধন্যবাদ আপনাকে। (ধইন্যা)
আপনাকেও ধন্যবাদ। :-)
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
দারুন!! (Y)
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
(ধইন্যা)
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
ভালো লাগলো, তুলি আপু।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
(ধইন্যা)
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
আহ্, প্রাণ জুড়নো কি সুন্দর লেখা। সত্যি বলছি তুলিরেখা তোমার লেখা পড়লেই মনে হয় সুন্দর কে স্পর্শ করছি। তোমায় সেলাম ভাই। ^:)^
----------------
স্বপ্ন হোক শক্তি
কী আর বলবো বলো। কান বেগুনী হয়ে গেলো। $)
তোমাকে (ধইন্যা)
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
নতুন মন্তব্য করুন