মিনিষটারের গদি

ত্রিমাত্রিক কবি এর ছবি
লিখেছেন ত্রিমাত্রিক কবি (তারিখ: শুক্র, ১৯/০৮/২০১১ - ৮:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গরু চিন? ছাগল চিন?
মানুষ চিন? মন্ত্রী চিন যদি,
তুমার জন্যে বরাদ্দ কই,
ডেরাইভারের গদি।

পয়সা চিন? হত্যা চিন?
রক্ত চিন? মিথ্যা চিন যদি,
দিন দুপুরে বালের প্যাচাল
রোজই পার যদি,
তুমার জন্য বরাদ্দ কই
মিনিষটারের গদি।


মন্তব্য

নব্য পাঠক এর ছবি

উত্তম জাঝা! গুরু গুরু

সজল এর ছবি

হে হে। চলুক

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

ফাহিম হাসান এর ছবি
ত্রিমাত্রিক কবি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

মাহবুব লীলেন এর ছবি

বড়ো হয়ে আমি ডেরাইভার হমু

মিলু এর ছবি

গুল্লি

ত্রিমাত্রিক কবি এর ছবি

বড় হয়ে ডেরাইভার হয়েন লীলেন্দা, আপাতত একটা লীলেন্দা ইস্পিশাল ছাড়েন।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

guest_writer এর ছবি

এটাই বাস্তবতা মন খারাপ

-আতিক আজাদ

মৃত্যুময় ঈষৎ এর ছবি

চলুক


_____________________
Give Her Freedom!

রাতঃস্মরণীয় এর ছবি

মঞ্চায় বুলডোজারের ডেরাইভার হৈতে, নয়তো রোডরোলারের।

ছড়ায় উত্তম জাঝা!

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

মৌনকুহর এর ছবি

মঞ্চায় বুলডোজারের ডেরাইভার হৈতে, নয়তো রোডরোলারের।

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

ghughu এর ছবি

আমরা হেঁটেছি যারা নির্জন খড়ের মাঠে পউষ সন্ধ্যায়,
দেখেছি মাঠের পারে নরম নদীর নারী ছড়াতেছে ফুল কুয়াশার; কবেকার
পাড়াগার মেয়েদের মতো যেন হায় তারা সব; আমরা দেখেছি
যারা অন্ধকারে আকন্দ ধুন্দুল জোনাকিতে ভ'রে, গেছে; যে মাঠে ফসল নাই তাহার শিয়রে চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;

বড়ো হয়ে আমি ডেরাইভার হমু

চরম উদাস এর ছবি

হাততালি

Tanvir Rabbai এর ছবি

চলুক

রুমঝুমা এর ছবি

চলুক

ত্রিমাত্রিক কবি এর ছবি

সবাইকে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সুমন_তুরহান এর ছবি

চলুক

ত্রিমাত্রিক কবি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

ছাইপাঁশ এর ছবি

চলুক চলুক চলুক

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

চলুক

ত্রিমাত্রিক কবি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।